বারবার ব্যর্থ। তাই এবার নামই বদলে ফেলল কিংস ইলেভেন পাঞ্জাব। নতুন নাম পাঞ্জাব কিংস নামে আইপিএলে খেলবে প্রীতি জিন্টার দল। নতুন পরিচয়ে ক্রোড়পতি লিগে অংশ নেবে তারা।
কিছুদিন আগেই সংবাদসংস্থা পিটিআই জানিয়েছিল, নাম পরিবর্তন করতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব। তারপরে বুধবার সেই খবর সরকারিভাবে জানাল কিংস ইলেভেন পাঞ্জাব। নতুন লোগোও প্রকাশ করল পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি।
আরো পড়ুন: পুলিশের দ্বারস্থ সৌরভের স্ত্রী ডোনা! নিরুপায় হয়েই থানায় অভিযোগ দায়ের
দলের সিইও সতীশ মেনন নতুন ব্র্যান্ড পরিচিতি নিয়ে জানিয়েছেন, "পাঞ্জাব কিংস নতুন ব্র্যান্ড নাম। দলের কোর ব্র্যান্ডে ফোকাস করার জন্য এটাই সঠিক সময়। ব্র্যান্ড বদলে ফেলার অর্থ মূল্যবোধ পরিবর্তন নয় বরং পরিবারের সকলকে নিয়ে একসঙ্গে চলার অঙ্গীকার হয়ে আমাদের। ব্র্যান্ডের সজীবতা, প্রাণচঞ্চলতাকে সম্মান দেওয়া হয়েছে নতুন লোগোয়।"
আরো পড়ুন: দ্বিতীয় রাসেলের দাম মাত্র ৭৫ লক্ষ! নিলামের টেবিলে যুদ্ধের প্রস্তুতি সব দলের
২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পরে নেস ওয়াদিয়া, মোহিত বর্মণ, প্রীতি জিন্টা, এবং করণ পালের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি এখনো পর্যন্ত একবারও আইপিএল ট্রফি জিততে পারেনি। ১৩ বছরের ইতিহাসে ২০১৪ সালে ফাইনালে পৌঁছয় এই দল। প্রথম সংস্করণে তৃতীয় স্থানে ফিনিশ করে পাঞ্জাব। গত সংস্করণে সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত আইপিএলে ষষ্ঠ স্থানে শেষ করে কিংস ইলেভেন পাঞ্জাব।
এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু আইপিএলে। নতুন দল হিসেবে নিজেদের টুর্নামেন্ট-ভাগ্য বদলাতে পারবে পাঞ্জাব কিংস, সেটাই এখন দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন