Advertisment

গ্যালারিতে চাহারের বান্ধবী-কীর্তির পিছনেও ধোনি! ফাঁস হয়ে গেল পুরো স্ক্রিপ্ট

চেন্নাইয়ের বিরুদ্ধে হারের পরেও সিএসকে ক্যাম্পে চলল হুল্লোড়। কারণ সেই ম্যাচের পরে গার্লফ্রেন্ডকে প্রপোজ করলেন দীপক চাহার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

টানা ম্যাচ হেরে বসছে চেন্নাই। পাঞ্জাব কিংসের হাতে বৃহস্পতিবার বিধ্বস্ত হয়েছে চেন্নাই। তা সত্ত্বেও ম্যাচের পরে সিএসকে ক্যাম্পে হুল্লোড় চলল দীপক চাহার নিজের বান্ধবী জয়া ভরদ্বাজকে গ্যালারিতে সটান প্রোপোজ করে বসায়।

Advertisment

বেশ কিছুদিন ধরেই জয়ার সঙ্গে ডেটিং সারছিলেন দীপক। আর তারপরেই পরিকল্পনা করেন আইপিএলে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেবেন। দৈনিক জাগরণের প্রতিবেদনে বলা হয়েছে, দীপক প্রাথমিকভাবে ঠিক করেছিলেন প্লে অফ চলাকালীন গার্লফ্রেন্ডকে প্রোপোজ করবেন। তবে ধোনির পরামর্শে নিজের সিদ্ধান্ত বদলান চাহার।

সেই প্রতিবেদনে বলা হয়েছে, দীপক চাহার বৃহস্পতিবারের কীর্তির বিষয়ে আগেই আলোচনা সেরে রেখেছিলেন ধোনির সঙ্গে। দীপকের বাবা হিন্দি সেই সংবাদমাধ্যমে জানিয়েছেন, ধোনির পরামর্শ ছিল আগের দিল্লি ম্যাচে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিক দীপক।

আরও পড়ুন: পাশে থাকবে তো আজীবন! ম্যাচের পরেই গার্লফ্রেন্ডকে প্রপোজ চাহারের, দেখুন ভিডিও

তবে ম্যাচের ফলাফলের কথা ভেবে আর সেই পথে এগোননি সিএসকে স্পিডস্টার। তবে পাঞ্জাব ম্যাচে পরিস্থিতি অনেকটাই আলাদা ছিল। এমনিতেই আরসিবি হেরে বসায় সিএসকের প্ৰথম দুইয়ে থাকা পাকা হয়ে গিয়েছে। পাঞ্জাবের বিরুদ্ধে হারলেও কোনো সমস্যা নেই। তাই পাঞ্জাব ম্যাচের ফলাফল যাই হোক না কেন, দীপক ঠিক করে রেখেছিলেন গ্রুপ পর্বের শেষ ম্যাচেই বান্ধবীকে মনের কথা জানিয়ে দেবেন। আগে থেকেই পরিবারকে নিজের পরিকল্পনার কথা জানিয়ে রেখেছিলেন চাহার।

তাই পাঞ্জাবের কাছে হেরে গেলেও দীপক নিজের পরিকল্পনা বদলাননি। ম্যাচের শেষে এক স্টেডিয়াম দর্শক এবং সতীর্থদের সামনে হাঁটু গেড়ে বসে বান্ধবী জয়াকে জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দেন। এমন ভালবাসার আবেদনে সাড়া দিতে দেরি করেননি জয়া। জানা গিয়েছে আমিরশাহি থেকে ফেরার পরে বিয়ের দিনক্ষণ নির্ধারণ করবে দুই পরিবার।

আরও পড়ুন: মোদি চাইলে ধ্বংস হয়ে যাবে পাক ক্রিকেট! ওয়াঘার ওপারে বিস্ফোরণ রামিজের

গত কয়েক মরশুম ধরেই চাহার ভারতের সীমিত ওভারের ক্রিকেটে অন্যতম প্রধান অস্ত্র। সিএসকেট জার্সিতে নিয়মিত খেলার পাশাপাশি ২৯ বছরের তারকা টিম ইন্ডিয়ার টি২০ বিশ্বকাপ স্কোয়াডে রিজার্ভ স্কোয়াডে রয়েছেন।

মাঠে দুরন্ত বোলিং করার সঙ্গে বাইশ গজের বাইরেও তিনি যে ইয়র্কার দিতে ওস্তাদ, প্রমাণ করলেন নিজেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CSK MS DHONI IPL
Advertisment