Advertisment

'খোঁচা খাওয়া' মুম্বই দুমড়ে মুচড়ে দিল রয়্যালসদের! পাঁচে উঠে প্লে-অফ হুঙ্কার রোহিতদের

প্লে অফে লড়াইয়ের জন্য দুই দলের কাছেই মঙ্গলবারের ম্যাচ ছিল ডু অর ডাই। সেই ম্যাচে প্ৰথমে ব্যাট করতে নামে রাজস্থান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাজস্থান রয়্যালস: ৯০/৯

মুম্বই ইন্ডিয়ান্স: ৯৪/২

Advertisment

মুম্বই ছিল খোঁচা খাওয়া বাঘ। আইপিএলে প্লে অফে ওঠা নিয়ে সংশয় ছিল। হাজারো সমীকরণের চক্রব্যূহে বন্দি ছিল মুম্বই। এমন অবস্থায় ডু অর ডাই ম্যাচে রাজস্থানকে ৮ উইকেটে চুরমার করে মুম্বই এখনও প্লে অফে ওঠার আশা বাঁচিয়ে রাখল। প্রথমে রাজস্থানকে ৯০ রানে গুটিয়ে দিয়ে সেই রান ৮.২ ওভারে তুলে দিল মুম্বই। ৭০ বল হাতে নিয়ে জিতে মুম্বই লিগ টেবিলে পাঁচ নম্বরে উঠে এল।

আর মুম্বইয়ের বিধ্বংসী ক্রিকেটের পিছনে কুইল্টার নাইল-জিমি নিশামের বোলিং এবং ব্যাটিংয়ে ঈশান কিষানের ২৫ বলে হাফসেঞ্চুরির ঝড়।

রানরেটে বেশ পিছিয়ে রয়েছে মুম্বই। সেই বিষয় মাথায় রেখেই সামান্য টার্গেট তাড়া করতে নেমে ঝড়ের সূচনা করে যান রোহিত শর্মা। ১৩ বলে ২২ করে ফিরে গেলেও অন্যপ্রান্তে ঝড় অব্যাহত রাখেন ঈশান কিষান। ৫টা বাউন্ডারি, ৩টে ওভার বাউন্ডারির ফুলকিতে ঈশান বুঝিয়ে দিলেন তাঁর অফ ফর্ম সাময়িক। দ্রুতই ব্যাট হাতে ফর্মে ফিরবেন তিনি। সূর্যকুমার যাদব মাঝে আউট হলেও হার্দিককে সঙ্গে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ঈশান।

আরও পড়ুন: আরিয়ানের জন্যই KKR-এ বিশ লাখি তারকা! পাল্লা দিচ্ছেন কোটির কোটির সুপারস্টারদের সঙ্গে

আইপিএলের প্লে অফের আগে এরকম গাড্ডায় পড়তে হবে তা মুম্বই ইন্ডিয়ান্সের অতি বড় সমর্থকও ভাবতে পারেননি। মরণ বাঁচন ম্যাচে স্রেফ জিতলেই হবে না, অন্যান্য দলের খেলার ফলাফলের ওপরেও নজর রাখতে হবে।

এমন অসহ্য পরিস্থিতিতে একগাদা পরিবর্তন এনে খেলতে নেমেছিল মুম্বই। কুইন্টন ডিকক, ক্রুনাল পান্ডিয়াকে বাদ দিতে বাধ্য হয়েছিলেন ক্যাপ্টেন রোহিত। বদলে দলে ঢুকেছিলেন ঈশান কিষান, জিমি নিশামরা।

আর মুম্বইয়ের মঙ্গলবার বিধ্বংসী ফর্মের পিছনে সেই কুইল্টার নাইল এবং জিমি নিশাম। দুজনেই মুম্বই জার্সিতে আইপিএলের অন্যতম সেরা পারফরম্যান্স করে গেলেন। কুইল্টার নাইল ৪ ওভারে ১৪ রান খরচ করে তুলে নিলেন ৪ উইকেট। নিজের বোলিং কোটায় জিমি নিশাম ১২ রানের বিনিময়ে সংগ্রহ করলেন ৩ উইকেট। বুমরার দখলে ১৪ রানের বিনিময়ে দুই উইকেট।

আরও পড়ুন: নিলামে কোটি কোটি টাকা পাবেন KKR-এর ভারতীয় তারকা! এখনই বড় ভবিষ্যৎবাণী মঞ্জরেকরের

প্রথমে ব্যাট করতে নেমে কুইল্টার নাইল-নিশামের কাছেই ভেঙে পড়ে রাজস্থান। রয়্যালসদের ইনিংসে দুই অঙ্কের রানে পৌঁছেছেন মাত্র তিনজন। সর্বোচ্চ স্কোর মিলারের ১৪। এতেই স্পষ্ট শারজায় কীভাবে ধসে পড়ল রয়্যালসদের ইনিংস।

যশস্বী জয়সোয়াল এবং এভিন লুইস শুরুটা খারাপ করেননি। ওভার পিছু সাতের কাছে রান তুলছিলেন দুজনে। তবে যশস্বী জয়সোয়াল (৯ বলে ১২) ফেরার পরেই দুর্যোগের শুরু। তারপরে বুমরা-কুইল্টার নাইল-নিশামদের সামনে গুঁড়িয়ে যায় যাবতীয় প্রতিরোধ।

রাজস্থান রয়্যালস একাদশ:

এভিন লুইস, যশস্বী জয়শোয়াল, সঞ্জু স্যামসন, শিবম দুবে, গ্লেন ফিলিপস, ডেভিড মিলার, রাহুল তেওটিয়া, শ্রেয়স গোপাল, কুলদীপ যাদব, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান

মুম্বই ইন্ডিয়ান্স একাদশ:

রোহিত শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, সৌরভ তিওয়ারি, কায়রণ পোলার্ড, জিমি নিশাম, নাথান কুইল্টার নাইল, জয়ন্ত যাদব, জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL Rajasthan Royals Mumbai Indians
Advertisment