Advertisment

কামিন্স-রাসেলের হিরোগিরিও পারল না! সিএসকের কাছে হারের হ্যাটট্রিক কেকেআরের

ব্যাট হাতে এদিন সিএসকে জার্সিতে ঝলসে ওঠেন রুতুরাজ গায়কোয়াড এবং ফাফ ডুপ্লেসিস। প্রথমে ব্যাট করে ২২০ রানের পাহাড় তোলে সিএসকে স্কোরবোর্ডে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সিএসকে: ২২০/৩ (২০ ওভার)

Advertisment

কেকেআর: ২০২/১০ (১৯.১ ওভার)

টর্নেডোর জবাবে ঝড় উঠল। তবে ঝোড়ো হওয়ায় লক্ষ্যপূরণের আগেই থেমে গেল কেকেআর। প্রথমে আন্দ্রে রাসেল (২২ বলে ৫৪) তারপর প্যাট কামিন্সের (৩৪ বলে ৬৬) বিধ্বংসী বল্লায় ভর করে কেকেআর সিএসকের রানের পাহাড়ে চাপার স্বপ্ন দেখেছিল। তবে দিনের শেষে ক্যারিবীয়-অস্ট্রেলীয়র হৃদয় জিতে নেওয়া ইনিংস সান্ত্বনা পুরস্কার হয়েই থেকে গেল। সিএসকের কাছে দমবন্ধ করা রুদ্ধশ্বাস ম্যাচে ১৮ রানে টানা তিননম্বর ম্যাচ হেরে প্লে অফে ওঠার রাস্তা অনেকটা কঠিন করে ফেলল নাইটরা।

মাথায় পাহাড়প্রমাণ লক্ষ্য। আর সেই লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তেই কেকেআর ৬ ওভারের আগেই ৩১/৫। দীপক চাহার তখন লেট সুইং করিয়ে শেষ করে দিয়েছেন কেকেআরের টপ অর্ডারকে। পরপরই আয়ারাম গয়ারাম হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন শুভমান গিল (৯), নীতিশ রানা (০), ইয়ন মর্গ্যান (৮),সুনীল নারিন (৭)। এনগিদি ফিরিয়ে দিলেন রাহুল ত্রিপাঠিকেও (৭)। কেকেআর সেঞ্চুরি পর্যন্ত পৌঁছাতে পারে কিনা, তা নিয়েই গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। সেই ম্যাচই ব্লক বাস্টার হিট করে দিলেন রাসেল-কামিন্স।

আরো পড়ুন: ম্যাচের আগে ধোনি কখনও শুভেচ্ছা জানান না সতীর্থদের! কারণ অবাক করার মত

রাসেল শুরু থেকেই চেনা মেজাজে। জাদেজা, শার্দুল ঠাকুর বা স্যাম কুরান। একের পর এক বোলারকে হাঁকাতে লাগলেন। টাইম আউটের পর শার্দুলের শুরুর ওভারেই তুললেন ২৪ রান। ধারাভাষ্যকাররা তখন বলাবলি শুরু করেছেন রাসেল থাকলে স্বপ্ন দেখতে পারে কেকেআর। রাসেলের সঙ্গেই তাল মিলিয়ে ব্যাট করছিলেন দীনেশ কার্তিক। দুজনে স্কোরবোর্ডে মুহূর্তের মধ্যেই তুলে ফেলেন ৮১ রান।

ঠিক যখন মনে হচ্ছিল রাসেলের ব্যাট একাই ঘুরিয়ে দেবে ম্যাচের মোড়, তখন এন্টি-ক্লাইম্যাক্স। স্যাম কুরান রাসেলের লেগ স্ট্যাম্প উড়িয়ে দিলেন। তার আগে অবশ্য ২১ বলে চলতি টুর্নামেন্টের দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি করে ফেলেছেন তিনি।

আরো পড়ুন: করোনায় বিধ্বস্ত ধোনির পরিবার! কেকেআর ম্যাচের আগে চরম দুঃসংবাদ পেলেন মহাতারকা

রাসেলের আউটে যখন আবার কেকেআর আশা ছেড়ে দিয়েছিলেন সেখান থেকেই আবার ফিনিক্স পাখির মত পাল্টা মার শুরু করলেন প্যাট কামিন্স। বেপরোয়া কামিন্স কুরানের এক ওভারে ছক্কার হ্যাটট্রিকও হাঁকান। ফিফটি করেন মাত্র ২৩ বলে। তবে কার্তিক ২৪ বলে ৪০ করে ফেরার পরেই সমস্যায় পড়ে যায় কেকেআর।

কামিন্সের ব্যাটে যখন জয় মোটেই দূর মনে হচ্ছিল না, তখন শেষদিকে বাকি উইকেট হারিয়ে ম্যাচে হেরে বসে নাইটরা। কামিন্স শেষ পর্যন্ত ৩৪বলে ৬৬ করে অপরাজিত থাকেন। নিজের মারকাটারি ইনিংসে অজি সুপারস্টার হাফডজন ওভার বাউন্ডারি হাঁকান বুধবার।

কেকেআরের কাছ থেকে এদিন ধোনিরা ম্যাচ কেড়ে নিল রুতুরাজ-ডুপ্লেসিসের ওপেনিং পার্টনারশিপ এবং দীপক চাহারের ওপেনিং স্পেলে। টসে জিতে কেকেআর প্ৰথমে ব্যাট করতে পাঠিয়েছিল সিএসকেকে।

আর হলুদ জার্সিতে মেজাজে ব্যাট করে গেলেন দুই ওপেনার রুতুরাজ (৪২ বলে ৬৪) এবং ডুপ্লেসিস (৬০ বলে ৯৫)। শুরুর জুটিতেই ১১৫ তুলে দিয়ে চেন্নাইকে চালকের আসনে বসিয়ে দেন দুজন। তারপর মঈন আলি (১২ বলে ২৫), ধোনি (৮ বলে ১৭) সেই স্কোর ২২০ পর্যন্ত পৌঁছে দেন।

কেকেআর: শুভমান গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান, সুনীল নারিন, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, কমলেশ নাগারকোটি, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ

সিএসকে: রুতুরাজ গায়কোয়াড, ফাফ ডুপ্লেসিস, মঈন আলি, এমএস ধোনি, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, ব্র্যাভো, স্যাম কুরান, লুঙ্গি এনগিডি, শার্দুল ঠাকুর

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL CSK KKR
Advertisment