/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/09/image-2021-09-30T080509.199_copy_1200x676.jpg)
চলতি আইপিএলের অন্যতম সেরা ফিল্ডিং নাকি এটাই! রাজস্থান রয়্যালস বনাম আরসিবি ম্যাচে দুরন্ত ফিল্ডিংয়ের নজির তুলে ধরলেন রিয়ান পরাগ। সরাসরি থ্রোয়ে আউট করে দিলেন স্বয়ং কোহলিকে।
দুবাইয়ে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার মুখোমুখি হয় আরসিবি এবং রাহস্থান রয়্যালস। সেই ম্যাচেই রান আউটের শিকার কোহলি। নিজেই রানের জন্য কল করেও সময়মত নন স্ট্রাইকিং এন্ডে পৌঁছতে পারলেন না। আরসিবি ইনিংসের সপ্তম ওভারের শেষ বলে ঘটল যাবতীয় ঘটনা। ক্রিস মরিসের বল কোহলি ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে ঠেলেছিলেন। প্রথমে রিয়ান পরাগ ঠিকমত বল সংগ্রহ করতে পারেননি। এরপরেই কোহলি রানের জন্য কল করেন। শ্রীকর ভরত অন্যপ্রান্তে ক্রিজে পৌঁছে গেলেও কোহলি দূরেই রয়ে গেলেন।
আরও পড়ুন: কোহলির নেতৃত্বে তুমুল অসন্তোষ! রাহানে-পূজারা সরাসরি অভিযোগ জানান জয় শাহকে
রান আউটের সম্ভবনা বুঝতে পেরেই রিয়ান পরাগ সরাসরি থ্রোয়ে উইকেট ভেঙে দেন। সেই ওভারেই মরিসের বলে কোহলির ক্যাচ মিস করেছিলেন। তাঁর প্রায়শ্চিত্ত করেই যেন দুরন্ত থ্রোয়ে রান আউট স্বয়ং কোহলিকে। ২০১৫-য় ডোয়েন ব্র্যাভো-র পরে রিয়ান পরাগ প্রথম তারকা যিনি কোহলিকে আইপিএলে রান আউট করলেন। কোহলিকে রিয়ান পরাগ ডিরেক্ট থ্রোয়ে রান আউট করার সেই ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।
— Sardar Khan (@SardarK07004661) September 29, 2021
তার আগে টসে জিতে কোহলি ব্যাট করতে পাঠিয়েছিলেন রাজস্থান রয়্যালসকে। এভিন লুইস (৫৮) এবং যশস্বী জয়শোয়ালের (৩১) দুরন্ত ৭৭ রানের ওপেনিং পার্টনারশিপ সত্ত্বেও নির্ধারিত ২০ ওভারে রাজস্থান স্কোরবোর্ডে ১৫৯/৯-এর বেশি তুলতে পারেনি। বুধবার ফের একবার বল হাতে নজর কাড়লেন মুম্বই ম্যাচের হ্যাটট্রিক নায়ক হর্ষল প্যাটেল। ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। হর্ষল ছাড়া জোড়া উইকেট শিকার করেন যুজবেন্দ্র চাহাল এবং শাহবাজ নাদিম।
আরও পড়ুন: কোহলির বিরুদ্ধে বোর্ডে নালিশ করেন অশ্বিন! সামনে এল বিস্ফোরক রিপোর্ট
জবাবে ব্যাট করতে নেমে আরসিবি মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দেবদূত পাডিক্কল (২২) এবং বিরাট কোহলি (২৫) বাদে আরসিবির হয়ে ব্যাট হাতে পারফর্ম করে যান শ্রীকর ভরত (৩৫ বলে ৪৪) এবং গ্লেন ম্যাক্সওয়েল (৩০ বলে ৫০)।
ব্যাট হাতে চলতি মরশুমে অবশ্য ভালই ছন্দে রয়েছেন কিং কোহলি। ১১ ইনিংসে ব্যাট হাতে কোহলির এখন পর্যন্ত সংগ্রহ ৩৩২ রান। ৩৩.২০ গড়ে কোহলি ১২২.৯৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us