শনিবারে তিন পরিবর্ত ক্রিকেটার সই করিয়েছে আরসিবি। জাম্পা, ড্যানিয়েল স্যামস এবং ফিন এলেনের বদলে আরসিবি দলে নিয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা এবং টিম ডেভিডকে। পদত্যাগ করেছেন কোচ সাইমন কাটিচও। নতুন কোচ ক্রিকেট ডিরেক্টর পদে থাকা মাইক হেসন।
এত ভাঙা গড়ার পরেও ছেড়ে যাওয়াদের তালিকায় নাম লেখাতে পারেন কেন রিচার্ডসন। নিলামে ৪ কোটি টাকায় যাঁকে দলে নিয়েছিল আরসিবি ম্যানেজমেন্ট। ইএসপিএন ক্রিকইনফো-র প্রতিবেদন অনুযায়ী, আসন্ন আইপিএলের দ্বিতীয় পর্বে পাওয়া যাবে যা অজি পেসারকে। টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ার আগেই করোনা আতঙ্কে ভারত ছেড়েছিলেন রিচার্ডসন। তারপরে দ্বিতীয় ভাগেও দেখা যাবে না তাঁকে।
আরও পড়ুন: সিঙ্গাপুরের প্রথম তারকা হিসাবে আইপিএলে! আরসিবির নতুন তারকার প্রোফাইল চোখ ধাঁধাবে
রিচার্ডসনকে টি২০ বিশ্বকাপের স্কোয়াডে রেখেছে অস্ট্রেলিয়া। গত বছর নিলামে ৪ কোটি টাকার বিনিময়ে আরসিবি যোগ দিলেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। চলতি বছরে মাত্র ১টা ম্যাচেই প্ৰথম একাদশে খেলার সুযোগ জুটেছিল তাঁর।
ইএসপিএন ক্রিকইনফো-র প্রতিবেদনে বলা হয়েছে, কেন রিচার্ডসনের বদলে ইংল্যান্ডের জর্জ গার্টনকে সই করাতে চলেছে আরসিবি। আন্তর্জাতিক পর্যায়ে এখনও অভিষেক না হলেও ২০১৬-য় অভিষেকের পর থেকে গার্টন ৩৭টি টি২০ ম্যাচে খেলেছেন। নিলামে গার্টনের বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। তবে তিনি অবিক্রিত ছিলেন। দ্যা হান্ড্রেড টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাদার্ন ব্রেভ-এর সদস্য ছিলেন।
আরও পড়ুন: আচমকা পদত্যাগ কোহলির দলের হেড কোচের! বড় খবরে তোলপাড় ক্রিকেট দুনিয়া
রবিবার বেঙ্গালুরুতে আরসিবির ভারতীয় ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং টিম ম্যানেজমেন্ট একত্রিত হয়েছে। তারপরে ৭ দিনের কোয়ারেন্টিন সেরে উড়ে যাবে আমিরশাহি। ২৯ অগাস্ট আমিরশাহি পৌঁছচ্ছে আরসিবি। বিদেশি তারকারাও তারপর ক্যাম্পে যোগ দেবেন। আমিরশাহিতে পৌঁছেও ৬ দিনের নিভৃতবাস পর্ব সারতে হবে। সিরাজ, কোহলির মত তারকারা ইংল্যান্ড সিরিজ শেষে সরাসরি আমিরশাহিতে এসে দলের সঙ্গে যোগ দেবেন।
৭ ম্যাচে ৫ জয় সমেত আরসিবি আপাতত পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে। দ্বিতীয় পর্বে কোহলিরা প্ৰথম ম্যাচ খেলবে কেকেআরের বিরুদ্ধে ২০ সেপ্টেম্বর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন