Advertisment

সেরার সেরা ফিল্ডিং! সাকিবের অবিশ্বাস্য থ্রোয়ে আউট উইলিয়ামসন, দেখুন বিস্ময় ভিডিও

সানরাইজার্স হায়দরাবাদ ফের একবার হার হজম করল। এবার কেকেআরের বিরুদ্ধে ম্যাচ হারল কেন উইলিয়ামসনের দল। সেও ম্যাচেই শিরোনামে সাকিব।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইপিএলে সম্ভবত সবথেকে খারাপ মরশুম কাটাচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। লিগ টেবিলে তলানিতে থেকে আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে উইলিয়ামসনের দল। রবিবার নিজেদের নিয়ম রক্ষার ম্যাচে কেকেআরের মুখোমুখি হয়ে আরও একবার ব্যাটিং ব্যর্থতার সম্মুখীন হল হায়দরাবাদ।

Advertisment

প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজার্স ৪ ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে ফেলেছিল। ক্যাপ্টেন উইলিয়ামসন এবং প্রিয়ম গর্গ দলকে টানার চেষ্টা করেছিলেন। তবে দুজনের ইনিংস বেশিক্ষণ টেকেনি। দুজনে স্কোরবোর্ডে ২২ রান তোলার পরে জুটিতে ভাঙন ধরায় সাকিব আল হাসানের দুরন্ত ডাইরেক্ট হিট।

আরও পড়ুন: লিয়েন্ডারের বান্ধবীর সঙ্গেই রোম্যান্স! অভিযোগ শুনে ক্ষোভে ফেটে পড়েন মহেশ

সানরাইজার্স ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। উইলিয়ামসন লেগ সাইডে বল ঠেলে রান নেওয়ার জন্য দৌড়েছিলেন। তবে উইলিয়ামসনের রান নেওয়ার সিদ্ধান্ত যে একদমই ভুল ছিল প্রমাণ করে দেন সাকিব। বোলার ছিলেন সাকিব। বল করেই কোনাকুনি দৌড়ে বল পিক করে নন স্ট্রাইকিং এন্ডে বিদ্যুতগতিতে স্ট্যাম্প ভেঙে দেন বাংলাদেশি তারকা। অবিশ্বাস্য ফিল্ডিংয়ের শিকার হয়ে উইলিয়ামসনকে সাততাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরতে হয়।

শুধু নিজের রান আউট-ই নয়, ক্যাপ্টেন কেনের প্রথমে ব্যাট করার সিদ্ধান্তও বুমেরাং হয়ে যায়। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে হায়দরাবাদের ব্যাটিং কার্যত ভেঙে পড়ে। টিম সাউদি, বরুণ চক্রবর্তী, সুনীল নারিনদের বোলিংয়ের কোনও জবাব-ই ছিল না হায়দরাবাদ ব্যাটসম্যানদের কাছে।

আরও পড়ুন: সৌরভ-জয় শাহ কোহলির অন্যায় সহ্য করবেন না! খোলাখুলি বিস্ফোরণ পাক তারকার

উইলিয়ামসনের ২৬-এর পরে দলের দ্বিতীয় সেরা স্কোর আব্দুল সামাদের ২৫। নবম উইকেটে ভুবনেশ্বর কুমার এবং সিদ্ধার্থ কৌল ১২ রানের পার্টনারশিপ গড়ে যান। কেকেআরের হয়ে শিবম মাভি, টিম সাউদি এবং বরুণ চক্রবর্তী দুটো করে উইকেট শিকার করেন। সাকিবের সংগ্রহে ১ উইকেট।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KKR Sunrisers Hyderabad Kane Williamson IPL Shakib Al-Hasan
Advertisment