পৃথ্বী শ চোটের কারণে খেলতে না পারায় দিল্লি একাদশে সুযোগ পেয়েছিলেন স্মিথ। শারজার মন্থর পিচে কার্যকরী ব্যাটিং করেন অজি সুপারস্টার। টসে জিতে মর্গ্যান দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠান। দিল্লির হয়ে যুগ্ম সর্বোচ্চ স্কোর স্মিথেরই। ৩৪ বলে ৩৯ করেন তিনি।
স্মিথের সঙ্গেই দিল্লির ইনিংস গড়ার কাজে কিছুটা সহায়তা করেন শিখর ধাওয়ান (২৪)। ধাওয়ানকেও আউট করেন ফার্গুসন। এরপরে দিল্লির ব্যাটিং অর্ডারে আউট হন শ্রেয়স আইয়ার। নারিনের বলে সরাসরি বোল্ড হয়ে যান তিনি। স্মিথ এবং ঋষভ পন্থ দিল্লির ব্যাটিংয়ে উদ্ধার কাজ চালিয়ে স্কোরবোর্ডে ৩৩ রান যোগ করে যান। স্মিথ-পন্থ জুটিতে ব্রেক থ্রু দেন ফার্গুসন।
কিছুক্ষণ পরে আউট হন শিমরণ হেটমায়ারও। সাউদির বলে জোরালো শট নিয়ে ভেঙ্কটেশ আইয়ারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন ক্যারিবীয়। একপ্রান্তে পন্থ টিকে থাকলেও, অন্যপ্রান্তে উইকেট পতন অব্যাহত থাকে। হেটমায়ারের পরে ললিত যাদবকে লেগ বিফোর করেন নারিন।
ভেঙ্কটেশ আইয়ার এরপরে বল হাতে ঝলসে উঠে ফেরান অক্ষর প্যাটেলকে। এটাই আইয়ারের দ্বিতীয় শিকার। সবমিলিয়ে চার ওভারের মধ্যে চার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় দিল্লি। অশ্বিন এবং পন্থ শেষদিকে দিল্লিকে টানার চেষ্টা করেন। তবে দুজনেই শেষ ওভারে আউট হয়ে যান। দিল্লি ১২৭/৯-এ ফিনিশ করে। পন্থ এবং স্মিথ দুজনে দিল্লির ব্যাটিংয়ের সেরা স্কোরার- ৩৯।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন