আইপিএল নিলাম থেকে ২১ জন ক্রিকেটার কিনে নিয়েছে কেকেআর। মেগা টুর্নামেন্টে নামার আগে ভারসাম্যযুক্ত ২৫ জনের স্কোয়াড বাছাইও সম্পন্ন করে নিয়েছে নাইটরা। শেষ মুহূর্তে উমেশ যাদব, স্যাম বিলিংস, টিম সাউদি, আলেক্স হেলসদের তুলে নিয়েছে তারা। একসময় কেকেআর নিলামের বাছাইয়ে বেশ পিছিয়েই ছিল। তবে শেষ মুহূর্তে দলের শক্তি বাড়িয়ে নিয়েছে কেকেআর।
নিলামের আগে কেকেআর আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে রিটেন করেছিল। নিলামের টেবিল থেকে আরও ছয়জন বিদেশিকে বেছে নিয়েছে।
এখন কেকেআরের প্রথম এগারোয় চার বিদেশি কারা হতে চলেছে দেখে নেওয়া যাক-
আরও পড়ুন: ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে KKR-এর ওপেনিংয়ে কে! এই তারকারাই হতে পারেন সেরা তিন চয়েস
১) আলেক্স হেলস: আক্রমণাত্মক হেলস ওপেনিংয়ে দারুণ অপশন। ভেঙ্কটেশ আইয়ার এবং হেলসের ওপেনিং পার্টনারশিপ বেশ সফল হতে পারে। কারণ দুজনের খেলার ধরণ সম্পূর্ণ আলাদা। একে অন্যের পরিপূরক হয়ে উঠতে পারেন ওপেনিংয়ে। তাছাড়া হেলস ওপেন করলে ব্যাটিং অর্ডারের গভীরতা বাড়বে। কারণ এরপরে ব্যাট করতে নামবেন যথাক্রমে অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেলদের মত তারকারা।
২) স্যাম বিলিংস: কেকেআরের হাতে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসাবে রয়েছে মাত্র দুই অপশন- স্যাম বিলিংস এবং শেলডন জ্যাকসন। স্যাম বিলিংস বিশ্বের সর্বত্র টি২০ লিগে খেলা তারকা। যোগ্যতা প্রশ্নাতীত। তবে বিলিংস খেললে বাইরে বসতে হতে পারে প্যাট কামিন্সকে।
আরও পড়ুন: KKR-এর স্কোয়াড মাথাব্যথা বাড়াবে অনেক দলেরই, তিন বিষয়ে নাইটরা টেক্কা দিতে পারে বাকিদের
প্যাট কামিন্সকে খেলালে শেলডন জ্যাকসনকে উইকেটের পিছনে দাঁড়াতে হবে। তবে স্যাম বিলিংসকে খেলিয়ে ব্যাটিং অর্ডার মজবুত করার পথে হাঁটবে কেকেআর। কারণ প্যাট কামিন্স গত বছর সেভাবে নজর কাড়তে পারেননি। ভারতীয় পর্বে ফর্মে ছিলেন না। আমিরশাহি পর্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন।
৩) সুনীল নারিন: নারিন যে কেকেআরের ফার্স্ট ইলেভেনে জায়গা পাবেন, তা চোখ বুজেই বলে দেওয়া যায়। যে কোনও কন্ডিশনে নারিন নাইটদের অটোমেটিক চয়েস। যে কোনও পিচে যেমন উইকেট তুলে নেওয়ার দক্ষতা রয়েছে ক্যারিবীয় তারকার। তেমনই ব্যাট হাতে ফারাক গড়ে দিতে পারেন। তাছাড়া নাইটদের ব্যাটিং অর্ডারে নমনীয়তা আনতে পারে নারিনের অন্তর্ভুক্তি। নারিন প্রয়োজনে ওপেন করতেও পারেন। খুব শীঘ্রই আইপিএলে ১০০০ রানের মালিক হয়ে যেতে চলেছেন তিনি। নাইটদের হয়ে ১৪৩ উইকেটও রয়েছে তাঁর।
৪) আন্দ্রে রাসেল: নারিনের মতই কেকেআরের ফার্স্ট ইলেভেনে সবসময়েই প্ৰথম বাছাই আন্দ্রে রাসেল। ফিট থাকলে ব্যাটে-বলে একাই দলকে জিতিয়ে দিতে পারেন। তবে আন্দ্রে রাসেলের জন্য সবসময় বড় চ্যালেঞ্জ হতে চলেছে ফিট থাকা। হাঁটুর চোটের জন্য গত আইপিএলের অধিকাংশ ম্যাচে খেলতে পারেননি। চোটে বাইরে থাকলে আন্দ্রে রাসেলের পরিবর্তে প্যাট কামিন্স অথবা চামিকা করুনারত্নে জায়গা পেতে পারেন।
কেকেআর পূর্ণাঙ্গ স্কোয়াড:
আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, প্যাট কামিন্স, নীতিশ রানা, শেলডন জ্যাকসন, শিবম মাভি, অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, অনুকূল রায়, রসিক দার, বাবা ইন্দ্রজিত, চামিকা করুনারত্নে, অভিজিৎ তোমার, প্ৰথম সিং, অশোক শর্মা, স্যাম বিলিংস, এলেক্স হেলস, টিম সাউদি, রমেশ কুমার, মহম্মদ নবি, উমেশ যাদব এবং আমন খান