Advertisment

ক্যাপ্টেন মর্গ্যান, ভাইস-ক্যাপ্টেন রায়না! IPL-এর এই অবিক্রিত একাদশ ঝড় তুলবে যেকোনও মাঠে

আইপিএলে এবার একের পর এক তারকা অবিক্রিত থেকেছেন। তাঁদের নিয়ে গড়া একাদশ কিন্তু যথেষ্ট শক্তিশালী হিসাবেই বিবেচিত হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

নিলামে কোনও দল না পেয়ে সুরেশ রায়না আপাতত অবিক্রিত। লিগের একসময়ের সেরা রান স্কোরার রায়নাকে সিএসকে নিলাম থেকে কিনে নেবে, এমনটাই ধারণা ছিল। তবে ইয়োলো ব্রিগেড সকলকে আশ্চর্য করে নিজেদের দলের প্রাক্তন ভাইস ক্যাপ্টেনের জন্য বিড-ই জমা দেয়নি। শুধু রায়নাই নন, নিলামে অবিক্রিত থেকেছেন একাধিক তারকা ক্রিকেটার।

Advertisment

নিলামের অবিক্রিত তারকাদের নিয়ে প্ৰথম একাদশ যদি গড়া হয়, তাহলে বিশ্বের যে কোনও দলকে টেক্কা দিতে প্রস্তুত থাকবে এই সম্মিলিত অবিক্রিত একাদশ। দেখে নেওয়া যাক, এমন একাদশ কেমন হত-

আরও পড়ুন: মানাই হয়নি কোনও প্ল্যানিং! নিলামের পরেই সানরাইজার্স ছাড়লেন চরম ক্ষুব্ধ তারকা কোচ

ওপেনার: টি২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিঞ্চের সঙ্গে ওপেনিং জুড়িতে দেখা যেতে পারে মার্টিন গাপটিলকে। অন্তর্জাতিক স্তরের অন্যতম সফল ব্যাটসম্যান ফিঞ্চ আইপিএলে কোনও মরশুমেই নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। শেষ পর্যন্ত ২০২২-এ অবিক্রিত থাকলেন তিনি। তাই তাঁর বাদ পড়া মোটেই আশ্চর্যের কিছু না।

গাপটিল আবার টি২০-র অন্যতম সেরা ব্যাটার। তিনি অবশ্য ধারাবাহিকভাবে আইপিএলে সেভাবে সুযোগ পাননি। ২০১৯-এ শেষবার আইপিএলে দেখা গিয়েছিল তাঁকে। টি২০ ক্রিকেটের মহাতারকা তিনি, তবে আইপিএলে নিজেকে প্রমাণের মঞ্চই যে পেলেন না তিনি। খেলেছেন মাত্র ১৩টি আইপিএল ম্যাচে।

আরও পড়ুন: নিলামে মেয়ের ক্রিকেট জ্ঞানে মুগ্ধ! জাহ্নবীর প্রশংসায় পঞ্চমুখ KKR মালকিন জুহি

মিডল অর্ডার: অবিক্রিতদের একাদশের মিডল অর্ডারে থাকবেন ইয়ন মর্গ্যান, সুরেশ রায়না এবং পল স্টার্লিং। 'মিস্টার আইপিএল' রায়না আইপিএলের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান। টুর্নামেন্টের একসময়ের সর্বোচ্চ রান স্কোরারও ছিলেন। শুধু তাই-ই নয়, আইপিএলের প্ৰথম আট সংস্করণের প্রত্যেক ম্যাচে খেলার নজিরও তাঁর নামের পাশে। তবে গত মরশুমে ব্যাট হাতে শোচনীয় ফর্মের জেরে শেষ পর্যন্ত সিএসকে রিলিজ করে দেয় তারকাকে এবং শেষে অবিক্রিত থাকতে হয়।

মর্গ্যানও ব্যাট হাতে কেকেআরের জার্সিতে জঘন্য ফর্মে ছিলেন গত মরশুমে। নেতৃত্বে কেকেআরকে টুর্নামেন্টের ফাইনালে তুললেও ব্যাটিং ব্যর্থতায় তাঁকে বাদ এবং শেষ পর্যন্ত অবিক্রিত থাকতে হল। তবে ক্রিকেটের প্রবাদেই রয়েছে ফর্ম সাময়িক। নিজের দিনে এখনও যে কোনও বোলারের ত্রাস হয়ে উঠতে পারেন তিনি। তাছাড়া এই দলকে নেতৃত্ব দেওয়ার তিনিই যোগ্য দাবিদার, তা সে যতই ফিঞ্চ থাকুন না কেন!

আরও পড়ুন: কেউ নজর করল না! সঞ্চালক চারু শর্মার মারাত্মক ভুলেই কি খলিল দিল্লিতে, ভিডিও দেখুন

আইরিশ ক্রিকেটার পল স্টার্লিং বিশ্বের সমস্ত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেও আইপিএল এখনও বন্ধ দরজা হয়ে রয়ে গিয়েছে তাঁর কাছে। এবারেও আইপিএল নিলামে ডাক পেলেন না তিনি।

উইকেটকিপার: উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে এই তালিকায় জায়গা করে নেবেন অস্ট্রেলিয়ান টি২০ বিশ্বকাপজয়ী উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। বিশ্বকাপে দুর্দান্ত খেলা ওয়েডের নিলামে অবিক্রিত থাকা বেশ আশ্চর্যের। তবে তিনি যে মারমার কাট কাট ব্যাটিং করতে পারেন, প্রমাণ করে দিয়েছেন কুড়ি কুড়ি বিশ্বকাপে। পাকিস্তানকে কার্যত একাই হারিয় দিয়ে নায়ক হয়ে উঠেছিলেন তিনি।

অলরাউন্ডার: বিশ্ববন্দিত অলরাউন্ডার সাকিব আল হাসানের দল না পাওয়া বেশ আশ্চর্যের। সাকিবের স্ত্রী শিশির যদিও জানিয়েছেন, পারফরম্যান্স নয়, দেশের জার্সিতে তিনি খেলতে ব্যস্ত থাকবেন জেনেই তাঁকে পেতে আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি।

ফেসবুকে সাকিবের স্ত্রী লিখেছেন, "খুব বেশি উত্তেজিত হয়ে ওঠার আগে বলে রাখা ভাল, নিলামের আগেই বেশ কিছু দল সরাসরি ওঁর সঙ্গে যোগাযোগ করে। জানতে চাওয়া হয়, পুরো টুর্নামেন্টের জন্য ও খেলতে পারবে কিনা! তবে দুর্ভাগ্যজনকভাবে শ্রীলঙ্কা সফরে থাকার জন্য পুরোটা ও খেলতে পারবে না। সেই কারণেই ওঁকে নিলামে নেওয়া হয়নি। এটা খুব একটা বড় বিষয় নয়। এটাই শেষ নয়। পরের বছর বলেও একটা ব্যাপার রয়েছে।"

আরও পড়ুন: করোনায় প্রয়াত ধোনি-ভক্ত বাবা! বিশ্বকাপজয়ী এই পুত্রই এবার CSK-র ব্রহ্মাস্ত্র

বোলার: বোলিং বিভাগকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া যাক অমিত মিশ্রকে। আইপিএলের সর্বকালের অন্যতম সফল স্পিনার হিসাবে টুর্নামেন্টে তাঁর নামের পাশে রয়েছে ১৬৬ উইকেট। তাই তাঁকে কোনও দল আগ্রহ না দেখানো বেশ আশ্চর্যের। দ্বিতীয় স্পিনার হিসাবে থাকুন তাব্রিজ শামসি। দক্ষিণ আফ্রিকার হয়ে তারকা খচিত পারফরম্যান্স মেলে ধরেছেন ২০২১-এ। জাতীয় দলের হয়ে ৩৬ উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ে দুরন্ত পারফর্ম করা সত্ত্বেও অবিক্রিতের তালিকায় নাম লেখালেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে বিশাল অভিজ্ঞতা থাকা ইশান্ত শর্মার নামের পাশেও এবার আনসোল্ড শব্দবন্ধনী। শেষবার ২০১৯-এ গোটা আইপিএলে খেলেন তিনি। তারপরে চোট আঘাত আর ফর্মের কারণে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছিলেন।

আরও পড়ুন: ‘করব লড়ব জিতব রে’! নেতৃত্ব পেয়েই উচ্ছ্বসিত শ্রেয়সের গলায় নাইট-স্লোগান

বাকি দুই অবিক্রিত পেসারের স্লটে জায়গা করে নেবেন অ্যান্ড্রু টাই এবং নভিন উল হক। গত মরশুমে ৪০ ম্যাচে আফগান সিমারের দখলে রয়েছে ৫২ উইকেট। টাই আবার ২৩ টি২০-তে ৩৭ উইকেট নিয়েছেন। টুর্নামেন্টের একবারের বেগুনি টুপির মালিকও হয়েছিলেন অজি তারকা।

আইপিএলের অবিক্রিতদের একাদশ:

অ্যারন ফিঞ্চ, মার্টিন গাপটিল, ইয়ন মর্গ্যান, সুরেশ রায়না, পল স্টার্লিং/ম্যাথু ওয়েড, শাকিব আল হাসান, অমিত মিশ্র, তাব্রিজ শামসি, ইশান্ত শর্মা, নভিন উল হক, অ্যান্ড্রু টাই

IPL Suresh Raina
Advertisment