Advertisment

নাইটদের ম্যাচে 'ডাবল হান্ড্রেড' জাদেজার! CSK ক্যাপ্টেন হয়েই অনন্য রেকর্ডের মালিক সুপারস্টার

কেকেআর ম্যাচে নেতৃত্ব দিতে নেমেই বড়সড় রেকর্ড গড়ে ফেললেন রবীন্দ্র জাদেজা। ধোনি মাত্র ৪৮ ঘন্টা আগে জাদেজার হাতে নেতৃত্ব তুলে দিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

শনিবার সিএসকে ক্যাম্পে জাদেজার হাত ধরে নতুন যুগের সূচনা হয়ে গেল। ধোনির হাত থেকে নেতৃত্বের ব্যাটন নেওয়ার পরে কেকেআর ম্যাচে অধিনায়ক হিসাবে মাঠে নামলেন জাদেজা। আর টস করতে নামার পরেই নতুন রেকর্ডের মালিক হয়ে গেলেন জাদেজা।

Advertisment

প্রথম ম্যাচে খেলতে নামার ঠিক ৪৮ ঘন্টা আগে ধোনি সরকারিভাবে নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। নিজের পূর্বসূরি হিসাবে বেছে নিয়েছেন রবীন্দ্র জাদেজাকে। জাদেজার প্রতিপক্ষ অধিনায়ক শ্রেয়স আইয়ারও কেকেআর ক্যাপ্টেন হিসাবে নয়া ইনিংস সূচনা করলেন। তবে জাদেজার মত নেতৃত্বে একদমই আনকোরা নন তিনি। এর আগে দিল্লি ক্যাপিটালস দলের নেতা ছিলেন তিনি।

আরও পড়ুন: তিন বিদেশিতে দল সাজালো নাইটরা! প্ৰথম ম্যাচেই KKR, CSK একাদশে একগাদা চমক

ঘটনাচক্রে, আইপিএলে ২০০ ম্যাচ খেলার পরে কোনও দলের অধিনায়ক হলেন জাদেজা। এত বেশি ম্যাচ খেলার পরে অধিনায়ক হওয়া এমন রেকর্ড আর নেই আইপিএলে। এর আগে এই রেকর্ড দখলে ছিল মনীশ পাণ্ডের। আইপিএলে ১৫৩ ম্যাচ খেলার পরে যিনি সানরাইজার্স হায়দরাবাদের নেতা হন।

১. ২০০- রবীন্দ্র জাদেজা
২. ১৫৩- মনীশ পান্ডে
৩. ১৩৭- কায়রণ পোলার্ড
৪. ১১১- রবিচন্দ্রন অশ্বিন
৫. ১০৭- সঞ্জু স্যামসন
৬. ১০৩- ভুবনেশ্বর কুমার

টসের সময়েই জাদেজা জানিয়ে দেন, বড়সড় জুতোয় পা গলাতে হচ্ছে তাঁকে। "বড় জুতোয় পা গলাচ্ছি। নতুন ভূমিকা পালনের জন্য বেশ উত্তেজিত। আমাদের চার বিদেশি হচ্ছে কনওয়ে, ব্র্যাভো, মিচেল স্যান্টনার এবং মিলনে।"

ধোনি কার্যত দলের মেন্টর হয়ে গিয়েছেন। নেতৃত্বের পালাবদল যাতে মসৃণভাবে হয়ে থাকে, সেই জন্যই আগেভাগে নেতৃত্বে ফুলস্টপ ফেলে দিয়েছেন তিনি। তবে জাদেজার নেতৃত্ব-ক্ষমতা নিয়ে এখনও সংশয়ে রয়েছে ক্রিকেট মহল। কারণ আগে কোনও দলের অধিনায়ক হননি তিনি। শেষবার অধিনায়ক হয়েছিলেন অনুর্দ্ধ-১৯ পর্যায়ের ক্রিকেটে।

ধোনির জায়গায় নেতা হিসাবে কেমন পারফর্ম করেন তারকা অলরাউন্ডার, সেদিকে নজর থাকবে ক্রিকেট বিশ্বের।

কেকেআর প্ৰথম একাদশ:
অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শেলডন জ্যাকসন, উমেশ যাদব, শিভম মাভি, বরুণ চক্রবর্তী

সিএসকে প্রথম একাদশ:
রুতুরাজ গায়কোয়াড, ডেভন কনওয়ে, রবিন উথাপ্পা, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, ধোনি, শিভম দুবে, মিচেল স্যান্টনার, ডোয়েন ব্যাভো, মিলনে, দেশপান্ডে

CSK KKR Ravindra Jadeja IPL
Advertisment