বৃহস্পতিবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের মিটিং হয়েছিল। সেই মিটিংয়ের পরেই চেয়ারম্যান ব্রিজেশ রাই মেগা টুর্নামেন্টের দিনক্ষণ জানিয়ে দিয়েছিলেন। শনিবার সরকারিভাবে বোর্ডের তরফে আইপিএলের নির্ঘন্ট ঘোষণা করে দেওয়া হল।
জানিয়ে দেওয়া হল, একটি মাত্র এলাকায় বায়ো বাবলে টুর্নামেন্টের গ্রুপ পর্ব অনুষ্ঠিত হবে। গত বছর এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যাতায়াতের সময় করোনা সংক্রমণ ঘটে বলে অনেকের ধারণা।
সেই আশঙ্কা নির্মূল করতেই এবার মাত্র চারটে ভেন্যুতে গ্রুপ পর্ব আয়োজিত হবে। মার্চের ২৬ তারিখে টুর্নামেন্টের শুরু। ফাইনাল হবে ২৯ মে। মোট ৭০টি ম্যাচ খেলা হবে মুম্বই-পুণের চারটে ভেন্যুতে।
আরও পড়ুন: দল গঠনে বিস্তর গলদ! তিন সমস্যায় IPL-এ জেরবার হতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
IPL Venues:
ওয়াংখেড়ে এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে ২০টি করে ম্যাচ। ব্র্যাবোর্ন এবং পুণের এমসিএ স্টেডিয়ামে হবে ১৫টি করে ম্যাচ। প্লে অফ ম্যাচের ভেন্যু পরবর্তীতে ঘোষিত হবে। প্রতিটি দল ওয়াংখেড়ে এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে খেলবে ৪টে করে ম্যাচ, ব্র্যাবোর্ন এবং পুণের এমসিএ স্টেডিয়ামে খেলতে হবে ৩টি করে ম্যাচ।
ওয়াংখেড়ে স্টেডিয়াম (মুম্বই) - ২০টি ম্যাচ
ব্র্যাবোর্ন স্টেডিয়াম (মুম্বই) - ১৫টি ম্যাচ
ডিওয়াই পাতিল স্টেডিয়াম (মুম্বই) - ২০টি ম্যাচ
এমসিএ স্টেডিয়াম (মুম্বই) - ১৫টি ম্যাচ
মোট ক'টা ম্যাচ হবে?
১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ১৪টি লিগ ম্যাচ খেলবে (৭টি হোম, এবং ৭টি এওয়ে)। ৭০ টি লিগ ম্যাচের পরে ৪টে প্লে অফ ম্যাচ এবং তারপরে ফাইনাল। প্রত্যেক দল পাঁচটি দলের সঙ্গে দুবার খেলবে। বাকি চারটে দলের সঙ্গে একবার করে মুখোমুখি হবে। অর্থাৎ সমস্ত দলই যে পরস্পরের বিরুদ্ধে হোম-অ্যাওয়ে ফরম্যাটে মুখোমুখি হবে, এমনটা নয়।
আরও পড়ুন: ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে KKR-এর ওপেনিংয়ে কে! এই তারকারাই হতে পারেন সেরা তিন চয়েস
IPL-এর ভার্চুয়াল গ্রুপ:
কোন কোন দলের বিরুদ্ধে একবার এবং কোন দলের বিরুদ্ধে দুবার দলগুলি মুখোমুখি হবে, তা স্থির করার জন্য দুটো ভার্চুয়াল গ্রুপ করা হয়েছে। গ্রুপ-এ'তে রয়েছে মুম্বই, কেকেআর, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস। গ্রুপ বি-তে রয়েছে সিএসকে, সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট টাইটান্স, আরসিবি এবং পাঞ্জাব কিংস। দুটো গ্রুপেই পাঁচটি করে দল পরস্পরের বিরুদ্ধে দুটো করে ম্যাচ খেলবে। সেই সঙ্গে অন্য গ্রুপের একই রো-এ থাকা দলের দু-বার মুখোমুখি হবে। তারপরে বাকি দল গুলির বিরুদ্ধে একবার করে মুখোমুখি হবে।
অর্থাৎ, মুম্বই যেমন প্ৰথম গ্রুপে কলকাতা, রাজস্থান, দিল্লি এবং লখনৌয়ের বিপক্ষে দু-বার করে খেলবে হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে। তেমনই অন্য গ্রুপের একই রো-এ (এক নম্বরে) থাকা সিএসকের বিরুদ্ধে জোড়া ম্যাচ খেলবে। রোহিতরা বাকি হায়দরাবাদ, আরসিবি, গুজরাট এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে একবার করে খেলবে।
আরও পড়ুন: KKR-এর স্কোয়াড মাথাব্যথা বাড়াবে অনেক দলেরই, তিন বিষয়ে নাইটরা টেক্কা দিতে পারে বাকিদের
একইভাবে সিএসকে নিজেদের গ্রুপে থাকা বাকি চার দল- হায়দরাবাদ, আরসিবি, গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংস এবং অন্য গ্রুপের একই রো-এ থাকা মুম্বইয়ের বিরুদ্ধে দু-বার করে খেলবে। বাকি কেকেআর, মুম্বই, লখনৌ এবং রাজস্থানের বিরুদ্ধে একবার করে খেলবে চেন্নাই।
গ্রুপ-এ: MI (5), KKR (2), RR (1), DC (), LSG ()
গ্রুপ-বি: CSK (4), SRH (1), RCB (), PBKS (), GT ()
কীভাবে এই গ্রুপ বিন্যাস:
ফুটবলের মত ড্রয়ের হিসাবে এই গ্রুপ গড়া হয়নি। ১০ দলকে ভাগ করা হয়েছে ট্রফি জয় এবং ফাইনালে ওঠার সংখ্যার নিরিখে।
এই সূত্র মেনেই সবথেকে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স প্ৰথম গ্রুপের শীর্ষে রয়েছে। একইভাবে দ্বিতীয় সফলতম দল সিএসকে গ্রুপ-বি'র ওপরে।