/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/Dhoni-Raina.jpeg)
ধোনি পরবর্তী সিএসকে নেতা হিসেবে রবীন্দ্র জাদেজাকে স্বাগত জানালেন সুরেশ রায়না। কেকেআরের বিরুদ্ধে ২৬ তারিখে আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামার আগে নেতৃত্বে বদল ঘটিয়েছে সিএসকে। ধোনি অধিনায়কত্ব ছাড়ার পরে পরবর্তী নেতা হিসাবে বেছে নিয়েছেন জাদেজাকে।
ধোনি ২০২০-র চূড়ান্ত খারাপ পারফরম্যান্স থেকে ঘুরে দাঁড়িয়ে সিএসকেকে চ্যাম্পিয়ন করতে সাহায্য করেছেন। টুইটারে জাদেজার নিয়োগ ঘোষণা করে সিএসকে। তারপরেই প্রতিক্রিয়া জানালেন সিএসকে ক্যাম্পের একসময়ের নির্ভরযোগ্য তারকা সুরেশ রায়না। তিনি জাদেজাকে শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন: নেতৃত্ব ত্যাগ, এবার IPL শেষেই কি অবসর! ধোনিকে নিয়ে বিরাট আপডেট CSK কর্তার
রায়না টুইটারে লেখেন, "ভাইয়ের জন্য উত্তেজিত। যে ফ্র্যাঞ্চাইজিতে আমরা বড় হয়ে উঠেছি, সেই দলে এর থেকে ভাল কেউ নেতা হতে পারত না। অনেক শুভকামনা জাদেজা। দারুণ একটা সময় অপেক্ষা করছে। সমস্ত প্রত্যাশা পূরণ করবে তুমি, আমি নিশ্চিত।"
Absolutely thrilled for my brother. I can't think of anyone better to take over the reins of a franchise we both had grown up in. All the best @imjadeja . It's an exciting phase and I'm sure you will live up to all the expectations and love #yellow#csk#WhistlePodu
— Suresh Raina🇮🇳 (@ImRaina) March 24, 2022
আইপিএলের মেগা নিলামের আগে রায়নাকে রিটেন করেনি সিএসকে। ১৬ কোটি টাকায় অন্যদিকে জাদেজাকে প্ৰথম রিটেনশনে রেখেছিল সিএসকে। পরে নিলামের টেবিল থেকেও রায়নাকে কেনেনি চেন্নাই। শেষমেশ অবিক্রিতই রয়ে গিয়েছেন জাদেজার একসময়ের সতীর্থ রায়না।
আরও পড়ুন: KKR-এর দেশি তারকার গায়ে বিদেশি তকমা! প্রবল বিতর্কের মুখে ফুঁসে উঠলেন নাইট তারকা
বৃহস্পতিবার প্রেস রিলিজে সিএসকে জানিয়ে দেয়, ধোনি এখনও সিএসকে দলের জার্সিতে খেলতে নামবেন। “এমএস ধোনি নেতৃত্বের দায়িত্ব হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন। রবীন্দ্র জাদেজাকে নিজের উত্তরসূরি বেছে নিয়েছেন ধোনি। ২০১২ থেকে সিএসকে স্কোয়াডের অংশ জাদেজা। ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ক্রিকেটার হিসেবে নেতৃত্বের দায়িত্ব পেলেন। এই মরশুম এবং আগামীতে ধোনি সিএসকের হয়ে খেলতে নামবেন।” জানানো হয়েছে রিলিজে।
শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়েতে গতবারের চ্যাম্পিয়ন সিএসকে খেলতে নামছে কেকেআরের বিরুদ্ধে।