Advertisment

খাতায় কলমে হয়ত দুর্বল! তবু মুম্বই ইন্ডিয়ান্স দল IPL-র অন্যতম সেরা, জানুন তিন কারণ

মুম্বই এবার জোফ্রা আর্চারকে নিয়ে বাজিমাত করেছে। এই মরশুমে তারকা খেলতে পারবেন না, তা জেনেও মুম্বই সই করিয়েছে ভবিষ্যতের কথা ভেবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএল নিলামের প্ৰথম দিন মোটেই সক্রিয় হতে দেখা যায়নি মুম্বই ইন্ডিয়ান্সকে। তবে দ্বিতীয় দিন মুম্বই ঘরে তুলে নিয়েছিল একের পর এক নামি তারকাকে। খাতায় কলমে আগের মত সেরকম শক্তিশালী স্কোয়াড না গড়লেও মুম্বই ইন্ডিয়ান্স যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতামূলক দল গড়েছে এবার।

Advertisment

যে তিন কারণে এবার মুম্বই ইন্ডিয়ান্স নজর কাড়তে পারে টুর্নামেন্টে, দেখে নেওয়া যাক-

১) অন্যতম সেরা ওপেনিং জুটি:

ঈশান কিষানের মত অন্যতম সেরা তরুণ তুর্কিকে দলে ফিরিয়ে দলের ওপেনিং কম্বিনেশন দুরন্ত করে ফেলেছে মুম্বই। রোহিতের সঙ্গে বিধ্বংসী ওপেনিং পার্টনারশিপে দেখা যাবে ঈশানকে।

আরও পড়ুন: দল গঠনে বিস্তর গলদ! তিন সমস্যায় IPL-এ জেরবার হতে পারে মুম্বই ইন্ডিয়ান্স

১৫ কোটি টাকার ঈশান জাতীয় দলের দীর্ঘদিনের সম্পদ হতে চলেছেন। তাছাড়া মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডে রোহিতের পরবর্তী নেতা হিসেবে উঠে আসছে ঈশানের নাম-ও। তবে বর্তমানে ঈশান কিষান এবং রোহিত শর্মা দুজনেই ভাল ফর্মে থাকায় মুম্বইয়ের দুরন্ত ওপেনিং জুড়ি বাকি দলের মাথাব্যথা হয়ে উঠতে পারে। রোহিত যেমন পেস বোলারদের বিরুদ্ধে তান্ডব চালাতে পারেন, তেমন ঈশান কিষান আবার 'বাপি বাড়ি যা' ভঙ্গিতে স্পিনারদের মাঠের বাইরে ফেলতে সিদ্ধহস্ত।

২) বুমরা-আর্চারের বিধ্বংসী পেস কম্বিনেশন:

কনুইয়ের চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি জোফ্রা আর্চার। অস্ত্রোপচারের পরে ধীরে ধীরে রিকভারি করছেন। আসন্ন নিলামে আর্চার যে খেলতে পারবেন না, তা একপ্রকার নিশ্চিত। তবে ভবিষ্যতের কথা ভেবে আর্চারকে কিনে রেখেছে মুম্বই, ৮ কোটি টাকা খরচ করে।

আরও পড়ুন: ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে KKR-এর ওপেনিংয়ে কে! এই তারকারাই হতে পারেন সেরা তিন চয়েস

আইপিএলে না খেললেও আর্চার বাইশ গজে প্রত্যাবর্তন ঘটাবেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে, তারপর জাতীয় দলের জার্সিতে সাদা বলের ক্রিকেটে।

এই বছরে না খেললেও আর্চার-বুমরার পেস আক্রমণ যে বাকিদের কাছে ত্রাসের সঞ্চার করবে, তা বলাই বাহুল্য। দুজনেই টি২০ ক্রিকেটে যে কোনও পরিস্থিতিতে বল করতে পারেন। দুজনের সম্মিলিত আট ওভার সামলে রান তোলা বিপক্ষ দলের কাছে বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

৩) সম্ভবনাময় ক্রিকেটারদের পুল:

প্রতিষ্ঠিত একাধিক তারকা হাতছাড়া হলেও মুম্বই শক্তিশালী স্কাউট দলের মাধ্যমে বেশ কিছু তরুণ ক্রিকেটারের ওপর আগেভাগে নজর রেখেছিল। নিলামে তাঁদেরকেই কিনেছে মুম্বই। সম্ভবনাময় এই ক্রিকেটারদের ওপর বিনিয়োগ করে ভবিষ্যতে দুরন্ত স্কোয়াড গড়ার লক্ষ্যে এবার মুম্বই নিয়েছে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপজয়ী তিলক ভার্মা, যুব বিশ্বকাপের অন্যতম সেরা তারকা দেওয়াল্ড ব্রেভিস, লেগস্পিনার মায়াঙ্ক মার্কণ্ডে এবং সিঙ্গাপুরের হয়ে খেলা অস্ট্রেলীয় তারকা টিম ডেভিড।

আরও পড়ুন: KKR-এর স্কোয়াড মাথাব্যথা বাড়াবে অনেক দলেরই, তিন বিষয়ে নাইটরা টেক্কা দিতে পারে বাকিদের

রোহিত, পোলার্ড, সূর্যকুমার যাদবরা তিরিশ পেরিয়েছেন। আগামীর কথা ভেবে তাই মুম্বই স্কোয়াডে তরুণ রক্তের ভিড়, যাঁরা ভবিষ্যতে কুঁড়ি থেকে ফুল হয়ে ওঠার অপেক্ষায়। ব্রেভিস, তিলক ভার্মা, ঈশান কিষান, মায়াঙ্ক মার্কণ্ডেরা যে যে কোনও দলের সম্পদ হয়ে উঠতে পারেন, তা অবশ্য তাঁদেরকেই প্রমাণ করতে হবে আগামী কয়েক মরশুমে।

মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড:

রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, কায়রণ পোলার্ড, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, ড্যানিয়েল স্যামস, ফ্যাবিয়েন অ্যালেন, জোফ্রা আর্চার, দেওয়াল্ড ব্রেভিস, মুরুগান অশ্বিন, টাইমাল মিলস, তিলক ভার্মা, সঞ্জয় যাদব, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক মার্কণ্ডে, টিম ডেভিড, রিলি মেরেডিথ, অর্জুন তেন্ডুলকর, রমনদীপ সিং, মহম্মদ আর্শাদ খান, আনমোলপ্রীত সিং, রাহুল বুধি, হৃতিক শোকিন, আরিয়ান জুয়াল, বাসিল থামপি

IPL Mumbai Indians
Advertisment