Advertisment

দল গঠনে বিস্তর গলদ! তিন সমস্যায় IPL-এ জেরবার হতে পারে মুম্বই ইন্ডিয়ান্স

গুছোনো দল এবার নিলামের আগে নিয়ম মেনে ভেঙে দিতে বাধ্য হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তারপরে স্কোয়াড নিয়ে বিশ্লেষণে একাধিক ত্রুটি নজরে এল।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

নিলামের আগে গোটা দল ভেঙে একাধিক তারকাকে রিলিজ করে দিতে বাধ্য হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই কারণে নিলামে মুম্বই যে বড়সড় সমস্যার মুখে পড়বে, তা জানাই ছিল।

Advertisment

নিলামে শেষমেশ মুম্বই জোফ্রা আর্চার, ঈশান কিষানকে তুললেও মুম্বইয়ের গত কয়েক মরশুমের স্কোয়াডের তুলনায় যে তারা বেশ দুর্বল, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। আগামী কয়েক মরশুমে মুম্বই গোটা দল একত্রিত করে ফের কোর টিম গঠন করার দিকে ঝুঁকবে। তা সত্ত্বেও আসন্ন আইপিএলে বেশ কিছু সমস্যার মুখে পড়বে মুম্বই।

১) দলের পেস এবং স্পিন বিভাগে গভীরতা কম:

রাহুল চাহার এবং ক্রুনাল পান্ডিয়া এতদিন মুম্বইয়ের স্পিন ডিপার্টমেন্টের প্রধান অস্ত্র ছিলেন। সঙ্গে ছিলেন জয়ন্ত যাদব। এই ত্রয়ীর পারফরমেন্সে ভর করেই ২০২০ এবং ২০২১-এ পরপর দুবার চ্যাম্পিয়ন হয় রোহিতের ব্রিগেড।

আরও পড়ুন: ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে KKR-এর ওপেনিংয়ে কে! এই তারকারাই হতে পারেন সেরা তিন চয়েস

তবে গত মরশুমে ক্রুনাল এবং রাহুল চাহারকে সেরা ছন্দে পাওয়া যায়নি। এবার অবশ্য মুম্বইয়ের স্কোয়াডে স্পিনার হিসাবে রয়েছেন মায়াঙ্ক মার্কণ্ডে, মুরুগান অশ্বিন, সঞ্জয় যাদব এবং ফ্যাবিয়েন অ্যালেন। অনভিজ্ঞ এই চার তারকা আইপিএলের মত মঞ্চে কতদূর নিজেদের মেলে ধরতে পারবেন, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ক্রিকেট মহলের।

পেস বিভাগেও অনভিজ্ঞতার ছাপ। বুমরার সঙ্গে নামি মুখ হিসাবে রয়েছেন জোফ্রা আর্চার। তবে আসন্ন মরশুমে আর্চার সম্ভবত খেলবেন না। বাকিদের মধ্যে রয়েছেন বাসিল থামপি, জয়দেব উনাদকাটরা। একার কাঁধে বুমরা কতদূর দলকে টানবেন, এখনই প্রশ্ন উঠে যাচ্ছে।

আরও পড়ুন: KKR-এর স্কোয়াড মাথাব্যথা বাড়াবে অনেক দলেরই, তিন বিষয়ে নাইটরা টেক্কা দিতে পারে বাকিদের

২) বিদেশি নির্ভরতা বড্ড বেশি:

মুম্বইয়ের প্ৰথম একাদশে চার বিদেশি সম্ভবত হতে চলেছেন কায়রণ পোলার্ড, ড্যানিয়েল স্যামস, টাইমাল মিলস এবং টিম ডেভিড। এই চার বিদেশির পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকতে হবে মুম্বইকে। কারণ স্কোয়াডে সেভাবে পরিবর্ত ক্রিকেটারের সম্ভার নেই।

পোলার্ড যেমন দলের একমাত্র ফিনিশার, টিম ডেভিড যেমন মিডল অর্ডারের একমাত্র স্তম্ভ। মিলসের ব্যাক আপ হিসাবে রয়েছেন রিলি মেরেডিথ। তবে মিলস ডেথ ওভার স্পেশ্যালিস্ট। বোলিংয়ে অনেক বৈচিত্র্যও রয়েছে, যা আবার মেরেডিথের নেই।

আরও পড়ুন: নাইটদের স্কোয়াড বাছাই নিয়ে প্রশ্ন! তিন সমস্যায় জেরবার হতে পারে KKR

ভাল মানের অলরাউন্ডারেরও আকাল রয়েছে। খাতায় কলমে ড্যানিয়েল স্যামস একমাত্র অলরাউন্ডার। তবে অজি তারকার আইপিএল রেকর্ড সেরকম প্রভাবিত করার মত নয়।

ফ্যাবিয়েন অ্যালেন এবং দেওয়াল্ড ব্রেভিস যদি প্ৰথম একদশে সুযোগ পান, দলকে নির্ভরতা দেওয়ার মত পারফরম্যান্স করার চাপ থাকবে। তবে অভিজ্ঞতার অভাব দুই তারকার বড় বাধা।

৩) অলরাউন্ডার কোথায়:

আগেই বলা হয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াডে এবার ভাল মানের অলরাউন্ডারের অভাব রয়েছে। যে দলে একসময় পান্ডিয়া ব্রাদার্সের মত তারকা খচিত অলরাউন্ডারে বোঝাই ছিল, সেই দলে একমাত্র ভরসা ড্যানিয়েল স্যামস। পাঁচবারের ট্রফি জয়ী দলের প্ৰথম এগারোয় যিনি নিয়মিত জায়গা পাবেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে।

আরও পড়ুন: ১৫০ কিমি গতিতে আগুন ছোটান কাশ্মীরি এই পেসার! মাত্র ২০ লাখে কিনে চমক KKR-এর

পোলার্ড এখন নিয়মিত বোলিং করেন না। অ্যালেন এবং জয়ন্ত যাদব দুজনেই বাঁ হাতি স্পিনার। যাঁদের সাকুল্যে আইপিএলে খেলার অভিজ্ঞতা মাত্র চার ম্যাচে। ব্রেভিস এবং ভার্মা প্ৰথম একাদশে জায়গা পেলেও অলরাউন্ডার হিসাবে নিশ্চয় খেলাবে না মুম্বই। নতুন কোনও তরুণ তুর্কিও নেই ভরসা জোগানোর মত। বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে দারুণ পারফর্ম করেছেন স্যামস। তবে তাঁর-ও আইপিএলে জ্বলে ওঠা এখনও বাকি রয়েছে।

তাছাড়া লোয়ার মিডল অর্ডারের সেই অনভিজ্ঞতা বড়সড় সমস্যায় ফেলতে পারে রোহিতের দলকে। কত দ্রুত এই সমস্যা ঢাকা দিয়ে সেরার সেরা পারফরম্যান্স মেলে ধরতে পারে মুম্বই, সেদিকেই আপাতত নজর ক্রিকেট বিশ্বের।

মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড:

রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, কায়রণ পোলার্ড, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, ড্যানিয়েল স্যামস, ফ্যাবিয়েন অ্যালেন, জোফ্রা আর্চার, দেওয়াল্ড ব্রেভিস, মুরুগান অশ্বিন, টাইমাল মিলস, তিলক ভার্মা, সঞ্জয় যাদব, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক মার্কণ্ডে, টিম ডেভিড, রিলি মেরেডিথ, অর্জুন তেন্ডুলকর, রমনদীপ সিং, মহম্মদ আর্শাদ খান, আনমোলপ্রীত সিং, রাহুল বুধি, হৃতিক শোকিন, আরিয়ান জুয়াল, বাসিল থামপি

IPL IPL Auction 2022 Mumbai Indians
Advertisment