Kolkata Knight Riders Announce Dwayne Bravo as Mentor: শুক্রবার পেশাদারি ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর ওয়েস্ট ইন্ডিয়ান তারকা অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো মেন্টর হিসাবে যোগ দিলেন নাইট রাইডার্স শিবিরে।
কেকেআর প্রেস বিবৃতিতে বলে দিয়েছে, "দীর্ঘ কেরিয়ারে ব্র্যাভো ৫৮২টি টি২০ ম্যাচ খেলেছেন। ৬৩১ উইকেট নেওয়ার পাশাপাশি ৭০০০ এর কাছাকাছি রান করেছেন।" ব্র্যাভো গম্ভীরের চেয়ারে বসছেন। যিনি একদশক পর পুরোনো ফ্র্যাঞ্চাইজিতে নতুন ভূমিকায় যোগ দিয়েই দলকে চ্যাম্পিয়ন করেছিলেন। নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর গম্ভীর জাতীয় দলের হেড কোচের চেয়ারে বসেছেন।
ব্র্যাভো জানিয়েছেন, "আমি সিপিএল (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ)-এ ১০ বছর ত্রিনবাগো নাইট রাইডার্স-এ খেলেছি। নাইট রাইডার্স-এর হয়ে এবং বিপক্ষে বিভিন্ন লিগে খেলার পর ওঁদের কর্মপদ্ধতি নিয়ে শ্রদ্ধা করতে বাধ্য হচ্ছি। মালিকের প্যাশন, ম্যানেজমেন্টের পেশাদারিত্ব, এবং পরিবার সুলভ আবহাওয়া আমার জন্য এজ ক্যাম্পকে স্পেশ্যাল করে তুলেছে। খেলোয়াড়ি জীবন থেকে পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের কোচিং-মেন্টর হওয়ার এই রূপান্তর পর্বের জন্য এটাও আমার কাছে সেরা প্ল্যাটফর্ম।"
Say hello to our new Mentor, DJ 'sir champion' Bravo! 💜
— KolkataKnightRiders (@KKRiders) September 27, 2024
Welcome to the City of Champions! 🎶🏆 pic.twitter.com/Kq03t4J4ia
কেকেআর আরও জানিয়ে দিয়েছে,সিপিএল, ILt20, মেজর লিগ ক্রিকেট সহ নাইট রাইডার্সের গ্লোবাল ফ্র্যাঞ্চাইজিরও দায়িত্ব দেওয়া হচ্ছে তাঁকে।
কেকেআরে যোগ দেওয়ার সঙ্গেই ব্র্যাভোর এবং সিএসকের দীর্ঘদিনের সম্পর্কে ছেদ পড়ল। ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত এবং ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত দুটো স্পেলে চেন্নাই সুপার কিংসের বিখ্যাত হলুদ জার্সিতে খেলেছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। আইপিএল থেকে অবসর নেওয়ার পর ব্র্যাভো সিএসকের বোলিং কোচেরও দায়িত্ব পালন করেছিলেন।
আরও পড়ুন: সৌরভ মোটেও ভারতের সেরা অধিনায়ক নয়, প্রকাশ্যে বিস্ফোরক মতামত এবার যুবরাজের
আগামী অক্টোবরেই ৪১ বছরে পা দেবেন তিনি। টিকেআর সিপিএল-এ প্ৰথম ম্যাচ খেলতে নামার আগেই বড় ঘোষণা করেছিলেন ডিজে ব্র্যাভো। বলে দিয়েছিলেন, সিপিএল সিজন শেষেই পেশাদারি ক্রিকেটকে বিদায় জানাবেন। ২০২১-এ টি২০ বিশ্বকাপের পর দেশের জার্সিতে অবসর নিয়েছিলেন। আইপিএল থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন। ছিল কেবলমাত্র সিপিএল।
সিপিএল সিজন শুরুর আগে অগ্রিম বিদায় ঘোষণায় ব্র্যাভো ইনস্টাগ্রামে লিখেছিলেন, "দারুণ একটা জার্নি হল। আজকে নিজের অবসর নিয়ে ঘোষণা করতে চাই। এই সিপিএল-ই আমার শেষ টুর্নামেন্ট হতে চলেছে। ক্যারিবিয়ান দর্শকদের সামনে পেশাদারি ক্রিকেটের শেষ টুর্নামেন্ট খেলতে মুখিয়ে রয়েছি ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে। যে দল আমাকে নিয়ে শুরু হয়েছিল, সেই দলকে শূন্য থেকে গড়ে তুলেছি।"
সিপিএল-এ বর্তমানে সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। ১০৩ ম্যাচে ১২৮ উইকেট নিয়েছেন। আইপিএলে সিএসকের জার্সিতে পরপর ট্রফি যেমন জিতেছেন, তেমন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখের ফ্র্যাঞ্চাইজির হয়ে জিতেছেন তিন শিরোপা খেতাব। সবমিলিয়ে ক্যারিবিয়ান লিগে চ্যাম্পিয়ন হয়েছেন পাঁচবার।
READ THE FULL ARTICLE IN ENGLISH