KKR Assistant Coach 2025: টিম ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট কোচের পদ থেকে ছাঁটাইয়ের ২ দিন পরই পুরনো জায়গায় ফিরলেন অভিষেক নায়ার। কলকাতা নাইট রাইডার্সে (KKR) ঘরওয়াপসির পর তাঁকে নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত নাইট শিবির। এবার অভিষেককে বিরাট সার্টিফিকেট দিলেন স্বয়ং নাইট স্কিপার আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। অভিষেক নায়ারের (Abhishek Nayar) প্রত্যাবর্তন কতটা গুরুত্বপূর্ণ তা খোলসা করলেন কেকেআর ক্যাপ্টেন।
মঙ্গলবার শহরে একটি অনুষ্ঠানে নাইট অধিনায়ক আজিঙ্কা রাহানে বলেন, 'অভিষেকের ফিরে আসায় প্লেয়ার-কোচ সবাই খুব খুশি। আগে অনেকদিন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে তিনি ছিলেন। সবাই খুব পছন্দ করে তাঁকে। আমরা জানি তিনি খুব আবেগ দিয়ে কাজ করেন। ওঁকে পেয়ে আমরা খুবই উৎসাহী।'
আরও পড়ুন ড্রেসিংরুমের ঝগড়া বাইরে ফাঁস কেন? টিম ইন্ডিয়ার কোচকে তাড়িয়েই দিল BCCI
নাইট রাইডার্সের ঘরের ছেলে
প্রসঙ্গত, টিম ইন্ডিয়ায় অ্যাসিস্ট্যান্ট কোচের পদে দায়িত্ব পালন করছিলেন অভিষেক নায়ার। সম্প্রতি, ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফ থেকে তাঁকে সরিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। এরপর তিনি আবারও কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিয়েছেন। প্রসঙ্গত, টিম ইন্ডিয়ায় যোগ দেওয়ার আগে অভিষেক কলকাতা নাইট রাইডার্সের হয়েই কাজ করতেন।
আরও পড়ুন এই তারকার সঙ্গে পাঙ্গা নেওয়াই কাল হল! কার উসকানিতে বলির পাঁঠা হলেন টিম ইন্ডিয়ার কোচ?
ইঙ্গিত দেন বরুণ চক্রবর্তী
গত শুক্রবারই ইনস্টাগ্রামে কেকেআর ব্রিগেডের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলে। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল যে আবারও চলতি আইপিএলে (IPL 2025) কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন অভিষেক। কেকেআর ব্রিগেডে সহকারি কোচ হিসেবেই ফের যোগদান করেছেন তিনি।
আরও পড়ুন টিম ইন্ডিয়ার ছাঁটাইয়ের পর 'নতুন চাকরি', এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন অভিষেক
কেন ছাঁটাই অভিষেক?
এই বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় শেষ হওয়া বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-৩ ব্যবধানে লজ্জাজনক হারের পর থেকে জাতীয় দলে বিসিসিআই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল। এমনকি ১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরও, মাত্র আট মাস আগে নিয়োগ পাওয়া অভিষেক নায়ারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।