Venkatesh Iyer: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বর্তমান বিশ্লেষক অনিল কুম্বলে (Anil Kumble) আইপিএল ২০২৫ (IPL 2025) চলাকালীন ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেকেআর (Kolkata Knight Riders) সহ অধিনায়কের ব্যাটিং পজিশনে পরিবর্তন আনার পরামর্শও দিয়েছেন জাম্বো। এই মরসুমে ভেঙ্কি গত ৬ ইনিংসে মাত্র ১৩৫ রান সংগ্রহ করেছেন। গড় ২২.৫০ এবং স্ট্রাইক রেট ১৩৯.১৭। নিজের দামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছেন তিনি। প্রসঙ্গত, গত বছর মেগা নিলামে তাঁকে ২৩.৭৫ কোটি টাকায় দলে নিয়েছিল কেকেআর।
'জাম্বো' পরামর্শ
এখনও পর্যন্ত মাত্র একটিই অর্ধশতরান করতে পেরেছেন ভেঙ্কটেশ, যা তার ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছে। পঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে কেকেআরের বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচের পর অনিল কুম্বলে ইএসপিএন ক্রিকইনফো-র 'টাইম আউট শো'-তে বলেন, ভেঙ্কটেশ আইয়ারকে ওপেনিংয়ে নামালে তার স্বাভাবিক খেলাটা ফিরে আসতে পারে।
আরও পড়ুন -
Rain in KKR vs PBKS Match: ঝমঝমিয়ে নামল বৃষ্টি, চাপ বাড়ছে কলকাতার! কী বলছে অঙ্কের হিসেব?
কুম্বলে বলেন, 'এই ম্যাচে কেকেআরের সুযোগ ছিল ভেঙ্কটেশকে ওপেন করতে পাঠানোর। সুনীল নারিনের সঙ্গে ওপেন করানো যেত। একইসঙ্গে, একজন ভারতীয় উইকেটকিপারকে নেওয়া যেত। রমনদীপকে বাদ দিয়ে লুভনিত সিসোদিয়াকে প্রথম একাদশে ঢোকানো যেত। পাশাপাশি অনরিখ নর্কিয়াকেও খেলানো যেত চেতন সাকারিয়ার বদলে।'
আরও পড়ুন -
Rain in KKR Match: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কী হবে? কোন দল হবে বেশি লাভবান?
তিনি আরও যোগ করেন, 'ভেঙ্কটেশ বলের গতি পছন্দ করে। পাওয়ার-প্লে'র ৬ ওভারে ও তাহলে স্বাভাবিক খেলাটা খেলতে পারবে। ইচ্ছেমতো শট মারতে পারবে। ইতিপূর্বে ও এটা করেছে। দুবাইতে যখন কেকেআর প্লে-অফে উঠেছিল, তখন এই ভেঙ্কটেশের ব্যাট থেকেই জয় এসেছিল।'
আরও পড়ুন -
KKR vs PBKS Highlights, IPL Match Today: অবশেষে জিতল বৃষ্টিই, ভেস্তে গেল কলকাতা-পঞ্জাব ম্যাচ
চলতি মরসুমে ভেঙ্কটেশ মূলত মিডল অর্ডারে ব্যাট করছেন এবং মাত্র দু'বার ৪০ রানের বেশি করতে পেরেছেন। অথচ ২০২১ সালে তিনি ১১ ইনিংসে ৩৭০ রান করেন। হাঁকিয়েছিলেন চারটে হাফ-সেঞ্চুরি। তাঁর ব্যাটিং গড় ছিল ৪১.১১।
আরও পড়ুন -
KKR IPL 2025 Playoff Qualification: কীভাবে আইপিএল প্লে-অফে উঠতে পারে কেকেআর? মিলিয়ে নিন কঠিন অঙ্ক
কেকেআর এখনও প্লে-অফে ওঠার ক্ষীণ আশা বাঁচিয়ে রেখেছে। হাতে রয়েছে আরও পাঁচটি ম্যাচ। ফলে এখনই ভেঙ্কটেশ আইয়ারকে ওপেনিংয়ে পাঠিয়ে তার পুরনো ফর্ম ফেরানোর চেষ্টা করা যেতে পারে বলে মনে করছেন অনিল কুম্বলে।