/indian-express-bangla/media/media_files/2025/05/21/N9iCMp7a3FHP3C3dAGGB.jpg)
ইডেন গার্ডেন্স থেকে ফাইনাল সরে যাওয়া নিয়ে কী বললেন সৌরাশিস
IPL 2025: ২০২৫ আইপিএল টুর্নামেন্ট ইতিমধ্য়ে অন্তিম লগ্নে পা রাখতে শুরু করেছে। প্লে-অফের (IPL 2025 Playoff Scenario) টিকিট ইতিমধ্যে তিনটে দল কনফার্ম করে ফেলেছে। তবে একটা জায়গা এখনও ফাঁকা রয়েছে। এই ফাঁকা জায়গাটার জন্যই দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স বুধবার (২১ মে) লড়াই করতে নামবে। যদিও প্লে-অফ পর্ব শুরু হওয়ার আগেই বিসিসিআই আইপিএল টুর্নামেন্টের একটি নিয়ম বদল করেছে। এই সিদ্ধান্ত একেবারেই পছন্দ হয়নি কলকাতা নাইট রাইডার্সের।
IPL 2025 New Rule: বোর্ডের ষড়যন্ত্রেই বিদায় কলকাতা নাইট রাইডার্সের? অবশেষে ফাঁস হয়ে গেল সত্যিটা
এই নিয়মটাই বদল করেছে BCCI
গত ২০ মে চলতি আইপিএল টুর্নামেন্টে প্লে-অফের ভেন্যু ঘোষণা করে দেওয়া হয়েছে। পাশাপাশি এই টুর্নামেন্টের একটি নিয়মও পরিবর্তন করেছে বিসিসিআই। আগে বৃষ্টির কারণে কোনও ম্য়াচ স্থগিত করা হলে ৬০ মিনিট পর্যন্ত অতিরিক্ত সময় দেওয়া হত। এবার সেই সময়টা বাড়িয়ে ১২০ মিনিট করে দেওয়া হয়েছে। যাতে বৃষ্টির কারণে অন্তত কোনও ম্য়াচ বাতিল না করে দেওয়া হয়।
যদিও এই সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারেনি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ফ্যাঞ্চাইজির CEO ভেঙ্কি মাইসোর একটি ইমেল মারফৎ BCCI-কে তাঁর যাবতীয় অভিযোগের কথা জানিয়েছেন। ভেঙ্কি লিখেছেন, 'কোনও টুর্নামেন্টের মাঝপথে যদি আচমকাই নিয়ম পরিবর্তন করা হয়, সেক্ষেত্রে অনেক ফ্র্যাঞ্চাইজিই সমস্যার মুখে পড়তে পারে। একটি টুর্নামেন্টে নিয়ম লাগু করার ক্ষেত্রে আরও বেশি করে ধারাবাহিক হওয়া উচিত।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'গত ১৭ মে আইপিএল টুর্নামেন্ট যখন পুনরায় শুরু হল, তখন আগে থেকেই ঠিক করা ছিল যে প্রথম ম্য়াচটি কেকেআর বনাম আরসিবি হতে চলেছে। আর ওই বিশেষ দিনে যে বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, সেটাও কারোর অজানা নয়। আবহাওয়ার পূর্বাভাস রিপোর্ট সকলেই জানতেন। তাই এই নতুন নিয়মটা যদি আগেই চালু করা হত, তাহলে অন্তত ম্য়াচটা ভেস্তে যেত না। পাঁচ ওভার করে খেলার সুযোগ পাওয়া যেত।'
5 KKR Cricketers To Be Released: 'অনেক হয়েছে, এবার এসো...', এই ৫ ক্রিকেটারকে দূর করবে KKR!
ইতিপূর্বে, কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens) থেকে যে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্য়াচ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেটাও কারোর কাছে অজানা নয়। এই প্রসঙ্গে বাংলার প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান অনূর্ধ্ব-১৯ দলের কোচ সৌরাশিস লাহিড়ীর (Saurasish Lahiri) থেকে মতামত জানতে চাওয়া হয়। প্রথমে তিনি গোটা ব্যাপারটি জানেন না বলে এড়িয়ে যাচ্ছিলেন। শেষে বললেন যে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কোনও মন্তব্য করতে চান না। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে ফোনে সৌরাশিস বললেন, 'এই ব্যাপারে আমি কিছু জানিই না। সুতরাং, কেন এই ম্য়াচ সরল সেই ব্যাপারে আমি কিছু বলতে পারব না। তবে ইডেন গার্ডেন্সে খেলা হলে অবশ্যই ভাল লাগত। কিন্তু, খেলা না হলে আর কীই বা করা যেতে পারে! এর থেকে বেশি আর কিছু জানি না।' এরপর আইপিএল টুর্নামেন্টের 'নয়া নিয়ম' নিয়ে তাঁকে প্রশ্ন করাা হয়েছিল। জবাবে বললেন, 'কেকেআর-কে নিয়ে আমি কিছু বলতেই চাই না।'