IPL Commentators Salary: ক্রিকেটারদের থেকে কম যান না এঁরা! IPL থেকে কমেন্টেটররা কত রোজগার করে জানেন?

IPL 2025 Commentator: কমেন্ট্রি করার জন্য ক্রিকেটার হওয়া একেবারে বাধ্যতামূলক নয়। একজন ধারাভাষ্যকার হওয়ার জন্য ক্রিকেট সম্পর্কে অগাধ জ্ঞান, নিয়মের খুঁটিনাটি এবং ইতিহাস একেবারে ঠোঁটস্থ থাকা দরকার।

IPL 2025 Commentator: কমেন্ট্রি করার জন্য ক্রিকেটার হওয়া একেবারে বাধ্যতামূলক নয়। একজন ধারাভাষ্যকার হওয়ার জন্য ক্রিকেট সম্পর্কে অগাধ জ্ঞান, নিয়মের খুঁটিনাটি এবং ইতিহাস একেবারে ঠোঁটস্থ থাকা দরকার।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Indian Commentator Salary

একনজরে ভারতীয় ধারাভাষ্যকারদের স্যালারি

IPL Commentators Salary: ভারতীয় উপমহাদেশে ক্রিকেট খেলাকে ধর্মের আঙিনায় বসানো হয়েছে। লাখ-লাখ ক্রিকেটারের চোখে একটাই স্বপ্ন, কোনও না কোনওদিন তারা দেশের হয়ে খেলতে নামবে। এমন অনেক বিখ্যাত ক্রিকেটার রয়েছেন যাঁরা অবসরের পর ব্যাট ছেড়ে হাতে তুলে নিয়েছেন ধারাভাষ্যের মাইক্রোফোন।

Advertisment

যদিও কমেন্ট্রি করার জন্য ক্রিকেটার হওয়া একেবারে বাধ্যতামূলক নয়। একজন ধারাভাষ্যকার হওয়ার জন্য ক্রিকেট সম্পর্কে অগাধ জ্ঞান, নিয়মের খুঁটিনাটি এবং ইতিহাস একেবারে ঠোঁটস্থ থাকা দরকার। পাশাপাশি ম্য়াচের পরিস্থিতি অনুসারে বিশ্লেষণ করার ক্ষমতা এবং রেকর্ডের ব্যাপারে দর্শকদের বোঝানোর অভিজ্ঞতাও বাঞ্ছনীয়। ভারতীয় বিখ্যাত ধারাভাষ্যকারদের তালিকায় নাম রয়েছে হর্ষ ভোগলে, সুনীল গাভাসকার (Sunil Gavaskar), রবি শাস্ত্রী (Ravi Shastri) এবং আকাশ চোপড়ার (Aakash Chopra)।

কত টাকা আয় করেন ক্রিকেট ধারাভাষ্যকাররা?

একজন ক্রিকেট ধারাভাষ্যকার প্রতিটা ম্য়াচ অনুসারে অর্থ উপার্জন করেন। ক্রিকেট খেলায় একজন সিনিয়র ধারাভাষ্যকার ৬ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। অর্থাৎ যদি একজন ক্রিকেট ধারাভাষ্যকার এক বছরে ১০০ ম্য়াচে কমেন্ট্রি করেন, তাহলে ১০ কোটি টাকার বেশি উপার্জন করতে পারবেন তিনি। বর্তমানে একজন A+ গ্রেড ক্রিকেটারকে বিসিসিআই বছরে ৭ কোটি টাকা করে স্যালারি দেয়। কিন্তু, এই হিসেব অনুসারে, একজন ক্রিকেটারের তুলনায় বেশি ইনকাম তো ধারাভাষ্যকাররা করে থাকেন!

Advertisment

MS Dhoni Record: IPL ইতিহাসে আবারও অনন্য রেকর্ড ধোনির, লখনউ ম্যাচে 'স্পেশ্যাল ডাবল সেঞ্চুরি' মাহির

ভারতীয় ধারাভাষ্যকারদের 'লক্ষ্মীর ভাণ্ডার'

ধারাভাষ্য জগতে স্যালারি চুক্তি অনুসারে নির্ধারিত হয়। সূত্রের খবর, প্রাথমিকভাবে ম্যাচ প্রতি ধারাভাষ্যকাররা ২ থেকে ৩ লাখ টাকা উপার্জন করে থাকেন। কিন্তু, অভিজ্ঞতা বেড়ে গেলে এই টাকার অঙ্কটাই ৪-৬ লাখ টাকায় দাঁড়ায়। একটা নির্দিষ্ট স্তরের পর ধারাভাষ্যকাররা ম্যাচ প্রতি ৮-১০ লাখ টাকা উপার্জন করেন।

IPL Playoff Scenario: মাত্র ২ ম্য়াচে জয়, কীভাবে প্লে-অফে উঠবে ধোনির দল? বুঝে নিন কঠিন অঙ্ক

ক্রিকেট বিশ্বে সর্বাধিক উপার্জনকারী ধারাভাষ্যকারদের তালিকায় ভারতীয়রা রয়েছেন। ভারতীয় ক্রিকেট ধারাভাষ্যকাররা টিম ইন্ডিয়ার ম্য়াচের পাশাপাশি আইপিএল (IPL 2025) এবং বিদেশে আয়োজিত সিরিজ থেকেও অর্থ উপার্জন করে থাকেন।

IPL 2025 Bumrah-Nair Clash: মাঠে অশান্তির ঝড়, ম্যাচ শেষেই 'জাদু কি ঝাপ্পি', বুমরাহ-নায়ারের ভিডিও দেখে মন গলল ভক্তদের

জুনিয়র ধারাভাষ্যকাররা কত টাকা উপার্জন করেন?

ভারতে একজন জুনিয়র ধারাভাষ্যকার প্রতিদিন আনুমানিক ৩৫,০০০ টাকা উপার্জন করতে পারেন। তবে একজন অভিজ্ঞতাসম্পন্ন ধারাভাষ্যকার এর থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারেন। সেই অঙ্কটা প্রতিদিন ৬ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

Yuzvendra Chahal: অবিশ্বাস্য, অকল্পনীয়, অতুলনীয়...! IPL-এ ভয়ঙ্কর বোলিং চাহালের, কাঁদিয়ে ছাড়লেন KKR-কে

এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও একটা বড় সংখ্যক ফ্যান ফলোয়িং থাকে ধারাভাষ্যকারদের। সেকারণে বড় বড় ব্র্যান্ডের সঙ্গে তাঁরা যুক্ত হন এবং একাধিক বিজ্ঞাপনের মাধ্যমেও অর্থ উপার্জন করে থাকেন। স্পোর্টস চ্যানেলে ধারাভাষ্যকার আবশ্যক। এখানে ভাল পারফরম্য়ান্স করতে পারলে ভবিষ্যতে BCCI প্যানেলেও জায়গা পেতে পারেন।

Aakash Chopra Ravi Shastri Sunil Gavaskar IPL 2025