MS Dhoni's 200th dismissal in IPL: IPL 2025- এ মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিপক্ষে ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে এক বিশাল ইতিহাস সৃষ্টি করেছেন। এই ম্যাচে তিনি স্পেশ্যাল ডাবল সেঞ্চুরি করেছেন, যা এখনও আইপিএলের ইতিহাসে কেউ করতে পারেনি। উইকেটের পিছন থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ধোনি IPL-এ ২০০ ডিসমিসাল সম্পন্ন করা প্রথম এবং একমাত্র খেলোয়াড় হয়েছেন।
ধোনির স্পেশ্যাল 'ডাবল সেঞ্চুরি'!
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনি আইপিএলে ইতিহাস তৈরি করেছেন, ২০০ ডিসমিসাল সম্পন্ন করে। মাহি লখনউয়ের ব্যাটসম্যান আয়ুষ বাদোনিকে রবীন্দ্র জাডেজার বলে স্টাম্পিং করে এই অসাধারণ মাইলফলক স্পর্শ করেন। পরিসংখ্যান অনুযায়ী, ধোনি ২০০ ডিসমিসালের মধ্যে ১৫৪টি ক্যাচ নিয়েছেন এবং ৪৬ বার স্টাম্পিং করে ব্যাটসম্যানদের প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছেন। এইভাবে তিনি আইপিএলে মোট ২০০ ডিসমিসাল সম্পন্ন করেছেন।
আরও পড়ুন নবাবের শহরে সিংহগর্জন ধোনির, একাই বধ করলেন সুপার জায়ান্টসকে
ধোনি এবং জাডেজার জুটির অসামান্য কীর্তি
IPL 2025-এর ৩০তম ম্যাচে ধোনি জাডেজার বলে আয়ুষ বাদোনিকে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়েছেন। এই কীর্তি ধোনি এবং জাডেজার জুটিকে একটি বিশেষ তালিকায় স্থান করে দিয়েছে। ধোনি IPL-এ জাডেজার বলে এটি তাঁর নবম স্টাম্পিং।
আরও পড়ুন মাত্র ১৭ বছরেই ছিঁড়ল শিকে, ধোনির সঙ্গে খেলার সুযোগ পেলেন এই ক্রিকেটার!
জানিয়ে রাখি, IPL-এর ইতিহাসে এর আগে মাত্র তিনটি উইকেটকিপার এবং বোলারের জুটি এমন কাজ করেছে। এদের মধ্যে রয়েছে:
এখন ধোনি এবং জাডেজা তাঁদের সমকক্ষ হয়েছেন। এর পরের ম্যাচে জাডেজার বলে ধোনি স্টাম্পিং করলেই এই জুটি বাকিদের টেক্কা দিয়ে ইতিহাস গড়বে।
আরও পড়ুন ধোনির কাছে জাদুকাঠি নেই! ৫ বারের IPL চ্যাম্পিয়ন 'ক্যাপ্টেন কুল'কে নিয়ে এ কী বললেন কোচ?
ক্রিকেট জগতে এভাবেই ধোনি ও জাডেজার মতো নক্ষত্রেরা নিজেদের অনন্যতা প্রমাণ করে!