IPL Playoff Scenario: মাত্র ২ ম্য়াচে জয়, কীভাবে প্লে-অফে উঠবে ধোনির দল? বুঝে নিন কঠিন অঙ্ক

IPL 2025 Playoff: চেন্নাই সুপার কিংস যদি প্রত্যেকটা ম্য়াচ জিততে পারে, একমাত্র তাহলেই তারা প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে। সাত ম্য়াচ জয়ের অর্থ হল, ১৪ পয়েন্ট ঝুলিতে আসবে। সঙ্গে যদি এই ৪ পয়েন্ট যোগ করা হয়, তাহলে মোট পয়েন্ট দাঁড়াবে ১৮।

IPL 2025 Playoff: চেন্নাই সুপার কিংস যদি প্রত্যেকটা ম্য়াচ জিততে পারে, একমাত্র তাহলেই তারা প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে। সাত ম্য়াচ জয়ের অর্থ হল, ১৪ পয়েন্ট ঝুলিতে আসবে। সঙ্গে যদি এই ৪ পয়েন্ট যোগ করা হয়, তাহলে মোট পয়েন্ট দাঁড়াবে ১৮।

author-image
IE Bangla Sports Desk
New Update
MS Dhoni CSK

চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

MS Dhoni CSK: শেষপর্যন্ত চলতি আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে দ্বিতীয় ম্য়াচটা জিতেই ফেলল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। সোমবার (১৪ এপ্রিল) লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে তারা ৫ উইকেটে জয়লাভ করেছে। যদিও এই জয়ের পরও তারা খুব বেশি সুবিধা করতে পারেনি। অর্থাৎ, সিএসকে এখনও দশম স্থানেই দাঁড়িয়ে রয়েছে। কিন্তু, এটুকু বলা যেতেই পারে যে প্লে-অফে যাওয়ার সামান্য আশা এখনও বেঁচে রয়েছে চেন্নাইয়ের। এখনও তারা শেষ চারের যোগ্যতা অর্জন করতে পারে। কিন্তু, সেই অসাধ্যসাধন করতে গেলে একটি কঠিন অঙ্ক সমাধান করতে হবে ধোনিদের।

Advertisment

লিগ পর্যায়ে চেন্নাইয়ের হাতে বাকি এখনও ৭ ম্যাচ

এবারের আইপিএল টুর্নামেন্টে চেন্নাই সুপার কিংস এখনও পর্যন্ত মাত্র ২ ম্যাচে জয়লাভ করতে পেরেছে। তবে তারা ইতিমধ্যে সাতটা ম্য়াচ খেলে ফেলেছে। এই জায়গা থেকে চেন্নাই সুপার কিংস যদি প্রত্যেকটা ম্য়াচ জিততে পারে, একমাত্র তাহলেই তারা প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে।

MS Dhoni Record: IPL ইতিহাসে আবারও অনন্য রেকর্ড ধোনির, লখনউ ম্যাচে 'স্পেশ্যাল ডাবল সেঞ্চুরি' মাহির

Advertisment

সাত ম্য়াচ জয়ের অর্থ হল, ১৪ পয়েন্ট ঝুলিতে আসবে। সঙ্গে যদি এই ৪ পয়েন্ট যোগ করা হয়, তাহলে মোট পয়েন্ট দাঁড়াবে ১৮। সাধারণত, ১৪ পয়েন্ট নিয়েই কোনও দল আইপিএল প্লে-অফে পৌঁছতে পারে। এখানে তো ১৮ পয়েন্ট নিয়ে আলোচনা করা হচ্ছে।

LSG vs CSK HIghlights, IPL 2025: নবাবের শহরে সিংহগর্জন ধোনির, একাই বধ করলেন সুপার জায়ান্টসকে

প্লে-অফের দৌড়ে এখনও রয়েছে ১০ দল

মোটের উপর যদি ছবিটা দেখা যায়, তাহলে এখনও পর্যন্ত ১০ দলের মধ্যে একটাও প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি। কিন্তু, কেউ আবার ছিটকেও যায়নি। প্রত্যেকটা দলই আপাতত টপ ফোরের জন্য দৌড়চ্ছে।

Sehwag on Dhoni: ধোনি সহ্যের সীমা ছাড়াতেই রেগে ফায়ার সেহওয়াগ, এইভাবে শিক্ষা দিতে চেয়েছিলেন 'ক্যাপ্টেন কুল'কে

তবে এখনও পর্যন্ত যে দলগুলো ৮ পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে, তাদের সামনে রাস্তাটা অনেকটাই সহজ হবে। আর যারা ৪ পয়েন্ট সংগ্রহ করেছে, তাদের সামনে রাস্তা কিছুটা হলেও কঠিন হতে পারে। কিন্তু, প্লে-অফের দরজা এখনও পর্যন্ত প্রত্যেকটা দলের জন্যই খোলা রয়েছে। আগামীদিনের ম্য়াচগুলো যে আরও রোমাঞ্চকর হবে, তা আশা করা যেতেই পারে।

CSK vs KKR Match Report: সিংহের ডেরায় লজ্জার হার চেন্নাইয়ের, ম্যাচের শেষে কী বললেন 'অধিনায়ক' ধোনি?

ধোনির অধিনায়কত্বে দ্বিতীয় ম্য়াচেই জয়

বর্তমানে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসকে আইপিএল খেতাব জিতিয়ে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন মাহি। কিন্তু, চলতি মরশুমে রুতুরাজ গায়কোয়াড় চোট পাওয়ার কারণে ফের ধোনিকে দায়িত্ব সামলাতে হচ্ছে। আর মাত্র ২ ম্য়াচের মধ্যেই তিনি দলকে জয়ের সরণীতে ফিরিয়ে এনেছেন।

পাশাপাশি এলএসজি-র বিরুদ্ধে ধোনি নিজে দুর্দান্ত ব্যাটিংও করেন। মাত্র ১১ বলে তাঁর ব্যাট থেকে ২৬ রানের একটি ঝকঝকে ইনিংস বেরিয়ে আসে। তিনি চারটে বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকান। যদি ধোনি বাকি টুর্নামেন্টে এভাবে ব্যাট করতে পারেন, তাহলে চেন্নাইয়ের জয় অবশ্যম্ভাবী বলেই মনে করছেন সমর্থকরা।

MS DHONI CSK Chennai Super Kings IPL 2025