/indian-express-bangla/media/media_files/2025/05/01/nu1q3MGz2fizKmIf9zy3.jpg)
Chahal RJ Mahvash reaction: হ্যাটট্রিকের পর চাহালকে ভালবাসায় ভরিয়ে দিলেন তাঁর নতুন বান্ধবী
Chahal girlfriend Instagram: যুজবেন্দ্র চাহাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হ্যাটট্রিক করে হইচই ফেলে দিয়েছেন। IPL-এ দ্বিতীয়বার হ্যাটট্রিক করে তিনি যুবরাজ সিংয়ের রেকর্ড ছুঁয়েছেন। পাঞ্জাব কিংসের হয়ে খেলতে গিয়ে তিনি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এক ওভারে হ্যাটট্রিক-সহ মোট ৪টি উইকেট নিয়েছেন। চাহালের এই দুর্দান্ত পারফরম্যান্স দেখে তাঁর রিউমারড গার্লফ্রেন্ড RJ মহবশও উচ্ছ্বাসে ভেসে গেছেন। মহবশ তৎক্ষণাৎ সোশ্যাল মিডিয়ায় চাহালের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। ভালবাসায় ভরিয়ে দিয়েছেন চাহালের নতুন বান্ধবী।
এর আগে ২০২২ সালে চাহাল রাজস্থান রয়্যালসের হয়ে খেলে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান শ্রেয়স আয়ার, শিবম মাভি ও প্যাট কামিন্সকে পরপর আউট করে হ্যাটট্রিক করেছিলেন। এবারও তিনি একই কৃতিত্ব অর্জন করলেন।
আরও পড়ুন শুধুমাত্র হ্যাটট্রিক নয়, আরও কী কী রেকর্ড গড়লেন যুজবেন্দ্র চাহাল?
RJ মহবশ ইনস্টাগ্রামের স্টোরিতে লিখেছেন, “গড মোড অন কি???” এরপর তিনি চাহালকে ট্যাগ করে লিখেছেন, "ফাইটারের শক্তিকে স্যালুট, স্যর।" IPL-এর ১৮ বছরের ইতিহাসে এটি মোট ২৩তম হ্যাটট্রিক। এখন পর্যন্ত তিনটি হ্যাটট্রিক নেওয়া একমাত্র বোলার হলেন অমিত মিশ্র। চাহাল যুবরাজ সিংয়ের সঙ্গে দুইবার হ্যাটট্রিক করেছেন।
রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংসের বোলাররা আইপিএলে সর্বাধিক ৫টি করে হ্যাটট্রিক করেছেন। এখন পর্যন্ত স্পিনাররা ১৫ বার এবং পেসাররা ৮ বার হ্যাটট্রিক নিয়েছেন। ভারতীয় বোলাররা মোট ১৭টি হ্যাটট্রিক নিয়েছেন, আর বিদেশি বোলাররা ৬ বার এই কৃতিত্ব অর্জন করেছেন। রোহিত শর্মা, যুবরাজ সিং এবং শেন ওয়াটসন পার্ট-টাইম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন।
আরও পড়ুন টিম বাসে কী করছে গার্লফ্রেন্ড? মাহভেশকে নিয়ে 'বাড়াবাড়ি' চাহালের! দেখুন VIDEO
যুজবেন্দ্র চাহাল ৩২ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন। তিনি ৩ ওভার বল করেছেন এবং ১৯তম ওভারে চতুর্থ বলেই দীপক হুডাকে আউট করেন, পরের বলেই অংশুল কম্বোজ এবং তার পরের বলে নুর আহমেদকে আউট করে হ্যাটট্রিক পুরো করেন। এই মরশুমে তিনি ১০ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন।