/indian-express-bangla/media/media_files/2025/04/20/JHNYVcvGUu9kjMo2nTu7.jpg)
যুজবেন্দ্র চাহাল এবং আরজে মাহভেশ
IPL 2025 : ভারতীয় ক্রিকেট দলের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ২০২৫ আইপিএল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্য়ান্স করছেন। তবে ক্রিকেটীয় চর্চার থেকে চাহালের ব্যক্তিগত জীবন নিয়ে বর্তমানে অনেক বেশি আলোচনা করা হচ্ছে। অভিনেত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর আরজে মাহভেশের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। প্রথমবার দুবাই স্টেডিয়ামে তাঁদের একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল।
পাশাপাশি, ইনস্টাগ্রামে দুজনেই একে-অপরের স্টোরি এবং পোস্টে কমেন্ট করতেও শুরু করেছে। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। সেখানে পঞ্জাব কিংসের টিম বাসে আরজে মাহভেশকে দেখতে পাওয়া গিয়েছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনুমান করা হচ্ছে যে তাঁরা একে অপরকে ডেট করছেন।
RJ Mahvash-কে আরও এবার Yuzvendra Chahal-এর সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল।
ক্রিকেটাররা সাধারণত দলের সঙ্গে টিম বাসেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। তবে বাসে পার্টনারকে নিয়ে উঠতে গেলে আলাদা করে অনুমতির প্রয়োজন হয়। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখতে পাওয়া গিয়েছে, যুজবেন্দ্র চাহালের সঙ্গে টিম বাসে আরজে মাহভেশও উঠছেন।
Yuzvendra Chahal and RJ Mahvash fuel dating speculation with airport sighting | Watch Video#rjmahvash#yuzvendrachahal#mahvashonchahal#PBKSvsRCB#IPL2025#RoyalChallengersBengaluru#PunjabKings#Mahvash#DhanashreeVerma#WatchOutpic.twitter.com/DnF4RiBgfQ
— Watch Out (@The_Watch_Out) April 20, 2025
এই ভিডিও সামনে আসার পর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। ভিডিওটিতে ইতিমধ্য়ে হাজার-হাজার লাইক এবং কমেন্টস পড়তে শুরু করেছে।
ইতিপূর্বে, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে যুজবেন্দ্র চাহাল পঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে ৪ উইকেট শিকার করেছিলেন। সেই দুর্দান্ত পারফরম্য়ান্সের পর আরজে মাহভেশ নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরিও শেয়ার করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, কতই না প্রতিভাবান! আর এই কারণেই আইপিএল টুর্নামেন্টে সর্বাধিক উইকেট শিকার করেছেন। অসম্ভব!
Yuzvendra Chahal Divorce: মাত্র ৪.৭৫ কোটিতেই রফা! আজই যুজি-ধনশ্রীর ডিভোর্সে সিলমোহর?
ধনশ্রীকে ডিভোর্স দিয়েছেন চাহাল
এই বছরই ধনশ্রী বর্মাকে (Dhanashree Verma) ডিভোর্স দিয়েছেন যুজবেন্দ্র চাহাল। ফ্যামিলি কোর্টের পক্ষ থেকে তাঁদের বিচ্ছেদের আবেদনে শিলমোহর দিয়েছে। এরপর দুজনেই নিজেদের জীবনে আলাদা পথ বেছে নিয়েছেন। ধনশ্রীর সঙ্গে ডিভোর্সের পর আরজে মাহভেশের সঙ্গে নাম জড়িয়েছে চাহালের। অন্যদিকে, ধনশ্রী নিজের পেশা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। বিবাহ বিচ্ছেদের ঠিক একদিন পরই ধনশ্রীর একটি গানের ভিডিও মুক্তি পায়। সেই গানের কথাগুলো ছিল, 'দেখা জি ম্য়ায়নে দেখা, গ্যায়রো কে বিস্তর পর আপনো কা সোনা দেখা...।' অনেকেই এই গানের কথা ধনশ্রীর ব্যক্তিগত জীবনের সঙ্গে যোগ করার চেষ্টা করেছিলেন।