Sanju Samson Rajasthan Royals record: সঞ্জু স্যামসনের জন্য IPL 2025 ছিল ভালয়-মন্দে মেশানো। অধিকাংশ ম্যাচে তাঁকে খারাপ ফিটনেস ও চোটের কারণে বাইরে বসে থাকতে হয়েছে। তাঁর দল রাজস্থান রয়্যালসও (Rajasthan Royals) প্লে-অফে জায়গা করে নিতে পারেনি। তবে শেষ ম্যাচে, এই ডানহাতি ব্যাটসম্যান একটি বড় রেকর্ড নিজের নামে করে নিয়েছেন।
সঞ্জু স্যামসন এখন রাজস্থান রয়্যালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৪০০০ রান করা খেলোয়াড়দের তালিকায় নাম লিখিয়েছেন। গত রাতে সিএসকে (CSK) ও আরআর (RR)-এর মধ্যে ম্যাচে স্যামসন তাঁর ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৪৯তম ম্যাচ খেলতে নামেন।
কেরলের এই মারকুটে উইকেটকিপার ব্যাটসম্যানের রাজস্থানের হয়ে ৪০০০ আইপিএল রান পূর্ণ করতে চেন্নাইয়ের বিরুদ্ধে ১৫ রান দরকার ছিল। তিনি ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে সপ্তম ওভারের তৃতীয় বলে রবিচন্দ্রণ অশ্বিনকে ছক্কা মেরে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন।
আরও পড়ুন ধোনিকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য বৈভবের, ১৪ বছরের ছেলে চমকে দিল সবাইকে!
আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকরা:
- সঞ্জু স্যামসন – ৪০০১*
- জস বাটলার – ৩০৫৫
- আজিঙ্কা রাহানে – ২৮১০
- শেন ওয়াটসন – ২৩৭২
- যশস্বী জয়সোয়াল – ২১৬৬
- রিয়ান পরাগ – ১৫৬৩
- রাহুল দ্রাবিড় – ১২৭৬
- স্টিভ স্মিথ – ১০৭০
- ইউসুফ পাঠান – ১০১১
- শিমরন হেটমায়ার – ৯৫৩
আইপিএলে একটি দলের হয়ে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকা:
- বিরাট কোহলি (RCB) – ৮৫০৯
- রোহিত শর্মা (MI) – ৫৭৫৮
- এমএস ধোনি (CSK) – ৪৮৬৫
- সুরেশ রায়না (CSK) – ৪৬৮৭
- এবি ডি ভিলিয়ার্স (RCB) – ৪৪৯১
- ডেভিড ওয়ার্নার (SRH) – ৪০১৪
- সঞ্জু স্যামসন (RR) – ৪০০১*
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সঞ্জু স্যামসনের মোট রান ১৭৭ ম্যাচে ৪৭০৪। এর মধ্যে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে ১৫৫টি ম্যাচ খেলেছেন। এছাড়াও, দিল্লি ক্যাপিটালসের হয়ে ২৮টি ম্যাচ খেলে করেছেন ৬৭৭ রান।
আরও পড়ুন এই না হলে ভক্তি! ধোনির পা ছুঁয়ে প্রণাম বৈভবের, মন জিতলেন গোটা দেশের