KL Rahul Creates IPL History with Century for Third Franchise: IPL 2025-এ শতরান করে নতুন ইতিহাস গড়েছেন কেএল রাহুল। রবিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে তিনি ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। এর সঙ্গে তিনি আইপিএল ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে তিনটি আলাদা দলের হয়ে সেঞ্চুরি করার রেকর্ড করেছেন। রবিবার কেএল রাহুল দিল্লি ক্যাপিটালসের হয়ে শতরান করেন। এর আগে তিনি পাঞ্জাব কিংস এবং লখনউ সুপারজায়ান্টসের হয়েও শতরান করেছিলেন।
IPL 2025-এ রবিবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংস ১০ রানে রাজস্থান রয়্যালসকে হারায়। এরপর দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্সের মধ্যে ম্যাচ হয়। দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাটিং করে ৩ উইকেটে ১৯৯ রান তোলে, যার মধ্যে কেএল রাহুল একাই করেন ১১২ রান।
এই ম্যাচে কেএল রাহুল ওপেন করতে নেমেছিলেন এবং শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তিনি ৬৫ বলে ১১২ রানের অপরাজিত ইনিংস খেলেন। এটি আইপিএলে কেএল রাহুলের পঞ্চম শতরান। এখন তিনি আইপিএলে সবচেয়ে বেশি শতরান করা ব্যাটারদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন। আইপিএলে সর্বাধিক ৮টি শতরান করেছেন বিরাট কোহলি। এরপর ক্রিস গেইলের ৭টি এবং জস বাটলারের ৬টি শতরান রয়েছে।
আরও পড়ুন অপমান করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা, অনন্য রেকর্ড গড়ে মুখতোড় জবাব দিলেন রাহুল?
ডানহাতি ব্যাটারের প্রথম শতরান
কেএল রাহুল ৬০ বলে শতরান পূর্ণ করেন। এটি IPL 2025-এ কোনও ডানহাতি ব্যাটারের প্রথম শতরান। চলতি মরশুমে এর আগে চারজন বাঁহাতি ব্যাটার শতরান করেছেন, ঈশান কিশান, অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী এবং প্রিয়াংশ আর্য।
আরও পড়ুন ইতিহাস গড়ল গুজরাট, ১০ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালসকে
সবচেয়ে স্লো সেঞ্চুরি রাহুলের
কেএল রাহুলের এই ইনিংস তুলনামূলকভাবে স্লো ছিল। তিনি ৬৫ বলে ১৭২.৩০ স্ট্রাইক রেটে ১১২ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১৪টি চার ও ৪টি ছয়। কেএল রাহুল ৩৫ বলে হাফ-সেঞ্চুরি করেন এবং সেঞ্চুরি পূরণে আরও ২৫ বল খেলেন।