Digvesh Rathi Banned: নোটবুকে লেখা হল শাস্তির নিদান, দিগ্বেশকে শায়েস্তা করতে কড়া পদক্ষেপ বোর্ডের

SRH vs LSG controversy: চলতি আইপিএল টুর্নামেন্ট থেকে সানরাইজার্স হায়দরাবাদ ইতিমধ্যেই বিদায় নিয়েছিল। এবার সেই পথে হাঁটল লখনউ সুপার জায়ান্টসও।

SRH vs LSG controversy: চলতি আইপিএল টুর্নামেন্ট থেকে সানরাইজার্স হায়দরাবাদ ইতিমধ্যেই বিদায় নিয়েছিল। এবার সেই পথে হাঁটল লখনউ সুপার জায়ান্টসও।

author-image
IE Bangla Sports Desk
New Update
Digvesh Rathi Banned

এক ম্য়াচের জন্য নির্বাসিত দিগ্বেশ রথী

Digvesh Rathi : সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) বনাম লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ম্য়াচে এক অপ্রীতিকর ঘটনার সাক্ষী রইল গোটা ক্রিকেট বিশ্ব। এই ম্য়াচে অভিষেক শর্মা এবং দিগ্বেশ রথী প্রকাশ্য ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। সেকারণে দিগ্বেশকে এক ম্য়াচের জন্য নির্বাসিত করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। অর্থাৎ আগামী ২২ মে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তিনি খেলতে পারবেন না। এর পাশাপাশি লখনউ স্পিনারের ৫০ শতাংশ ম্য়াচ ফি'ও কেটে নেওয়া হয়েছে। অন্যদিকে, অভিষেকের থেকে কাটা হল ২৫ শতাংশ ম্য়াচ ফি। অভিষেক এবং দিগ্বেশের মধ্যে ঝামেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দলের বাকি ক্রিকেটার এবং আম্পায়ারদের হস্তক্ষেপ করতে হয়।

Advertisment

Rishabh Pant Out: ঋষভ আউট হতেই হতাশ সঞ্জীব গোয়েঙ্কা, ধিক্কারে উঠে চলে গেলেন! ভাইরাল ভিডিও

নির্বাসনের কবলে দিগ্বেশ রথী

অভিষেক শর্মার সঙ্গে প্রকাশ্য ঝামেলার কারণে কঠোর শাস্তির মুখে পড়তে হল দিগ্বেশ রথীকে। বিসিসিআই (BCCI) জানিয়ে দিয়েছে যে লখনউ সুপার জায়ান্টের এই স্পিনারকে এক ম্য়াচের জন্য় নির্বাসিত করা হয়েছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আগামী ম্য়াচে দিগ্বেশ আর লখনউ বাহিনীর হয়ে খেলতে নামবেন না। এর পাশাপাশি তাঁর ৫০ শতাংশ ম্য়াচ ফি'ও কেটে নেওয়া হয়েছে। এটাই প্রথমবার নয় যে দিগ্বেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল বিসিসিআই। ইতিপূর্বেও নিজের অভব্য আচরণের কারণে লখনউয়ের এই স্পিনার ম্যাচ ফি হাতছাড়া করেছিলেন। দিগ্বেশের ঝুলিতে ইতিমধ্যে ৫ ডিমেরিট পয়েন্ট জমা পড়ে গিয়েছে। আর সেকারণেই তাঁকে এক ম্য়াচের জন্য নির্বাসিত করা হল।

Advertisment

Abhishek Sharma and Digvesh Rathi: দিগ্বেশের নোটবুকে ভড়কে গেলেন অভিষেক, আরেকটু হলেই হাতাহাতি! দেখুন ভিডিও

শাস্তি পেলেন অভিষেক শর্মাও

দিগ্বেশের পাশাপাশি অভিষেক শর্মার (Abhishek Sharma) বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। অভিষেকের ২৫ শতাংশ ম্য়াচ ফি কেটে নেওয়া হয়েছে। আসলে, অভিষেকের উইকেট শিকার করার সঙ্গে সঙ্গেই দিগ্বেশ রথী তাঁর সিগনেচার স্টাইলে নোটবুক সেলিব্রেশন (Digvesh Rathi Celebration) করেন। এখানেই শেষ নয়। তিনি হাতের অঙ্গভঙ্গিতে অভিষেককে মাঠ ছেড়ে বেরিয়েও যেতে বলেন। এই আচরণ একেবারেই ভাল লাগেনি হায়দরাবাদ ব্যাটারের। মুহূর্তের মধ্যে তিনি মেজাজ হারান। আর এভাবেই শুরু হয়ে যায় ঝামেলা। পরিস্থিতি এতটাই বাড়াবাড়ি হয়ে যায় যে ব্যাপারটা প্রায় হাতাহাতির পর্যায়ে চলে এসেছিল। শেষপর্যন্ত আম্পায়ার এবং সতীর্থ ক্রিকেটাররা এগিয়ে আসেন। আর এই দুই ক্রিকেটারকে আলাদা করে দেওয়া হয়।

BCCI Lucknow Super Giants Sunrisers Hyderabad Abhishek Sharma Digvesh Rathi Celebration Digvesh Rathi