New Update
/indian-express-bangla/media/media_files/2025/05/19/Ouj2xibEytcQLe4RUlAD.png)
ঋষভ পন্থ এবং সঞ্জীব গোয়েঙ্কা
IPL 2025 LSG vs SRH: চলতি আইপিএল টুর্নামেন্টের ৬১ নম্বর ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছে লখনউ সুপার জায়ান্টস। হায়দরাবাদের সামনে জয়ের জন্য ২০৬ রানের টার্গেট রেখেছে লখনউ।
ঋষভ পন্থ এবং সঞ্জীব গোয়েঙ্কা
Rishabh Pant: চলতি আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে ঋষভ পন্থকে একেবারেই চেনা ছন্দে দেখতে পাওয়া যাচ্ছে না। তাঁর ব্যাটে রানের খরা অব্যাহত। সোমবার (১৯ মে) সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে খেলতে নেমেছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। প্লে-অফে উঠতে গেলে 'নবাব'দের এই ম্য়াচটা জিততেই হবে। কিন্তু, এই গুরুত্বপূর্ণ ম্য়াচেও তিনি রান করতে পারলেন না। মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।
বাংলায় একটা প্রবাদ আছে। যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধে হয়। যেহেতু ঋষভের ফর্মটা এখন ভাল যাচ্ছে না, সেকারণে তিনি যেটাই করতে যাচ্ছেন, সেটাই ভুল হয়ে যাচ্ছে। একটা বাউন্ডারি হাঁকালেও, ঋষভের মধ্যে কোনও আত্মবিশ্বাসই দেখতে পাওয়া যাচ্ছিল না।
LSG vs SRH Live Score, IPL Match Today: ১৮ বলে হাফসেঞ্চুরি, আগুন ব্যাটিং করছেন অভিষেক শর্মা
ইতিমধ্যে ১২ ওভারে বল করতে এসেছিলেন ইশান মালিঙ্গা। ওভারের শেষ বলে লেগ সাইডে ইয়র্কার করতে যান। পন্থ সামনের দিকে ঝুঁকে রক্ষণাত্মক ভঙ্গিতে বলটা খেলতে গিয়েছিলেন। কিন্তু, বলটা তাঁর ব্যাটে লেগে হাওয়ায় ভেসে ওঠে। সেইসঙ্গে বোলারের বাঁ-দিকে বলটা চলে আসে। ফলো-থ্রু'তে বলটা তালুবন্দি করতে কোনও ভুল করলেন না মালিঙ্গা। নিজে মাটিতে পড়ে গেলেও বলটা হাতছাড়া করলেন না। আর সঙ্গে সঙ্গে ঋষভের হতাশ মুখে নিজের ভাগ্যকে দোষারোপ করতে শুরু করেন।
Magnificent Malinga! 🪽😮
— IndianPremierLeague (@IPL) May 19, 2025
Athleticism on display from Eshan Malinga as he grabs a stunner to send back Rishabh Pant! 👌#LSG 133/2 after 13 overs.
Updates ▶ https://t.co/GNnZh90u7T#TATAIPL | #LSGvSRH | @SunRisers pic.twitter.com/5rSouA8Kw0
Ambati Rayudu on Rishabh Pant: 'আর কোনও অজুহাত দিও না...', ঋষভকে বেনজির আক্রমণ রায়াডুর
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। ভিআইপি স্ট্যান্ডে বসে খেলা দেখছিলেন লখনউ সুপার জায়ান্টস দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। তিনি আশা করেছিলেন, কয়েকদিন বিশ্রামের পর লখনউ অধিনায়ক হয়ত রানে ফিরতে পারবেন। কিন্তু, ঋষভকে ৭ রানে ফিরতে দেখে তাঁর মেজাজও বিগড়ে যায়। তিনি আসন ছেড়ে প্রথমে উঠে দাঁড়ান, তারপর মাথা নীচু করে কাঁচবন্দি ঘরের মধ্যে ঢুকে যান।
See how Sanjiv Goenka reacted after Rishabh Pant dismissal and trust me you will never see this behaviour from King SRK and KKR Ceo Venky Mysore at KKR ever.pic.twitter.com/Toda6iKnko
— कट्टर INDIA समर्थक 🦁🇮🇳 ™ (@KKRWeRule) May 19, 2025
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মিচেল মার্শ এবং এইডেন মার্করামের হাফসেঞ্চুরির দৌলতে লখনউ সুপার জায়ান্টস সোমবার (১৯ মে) সানরাইজার্স হায়দরাবাদের সামনে ২০৬ রানের টার্গেট রেখেছে। টস হেরে লখনউ প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভারে তারা সাত উইকেট হারিয়ে ২০৫ রান করে। হায়দরাবাদের হয়ে ইশান মালিঙ্গা ২ উইকেট শিকার করেছেন। এছাড়া হর্ষ দুবে, হর্ষল প্যাটেল এবং নীতিশ কুমার রেড্ডি একটু করে উইকেট তুলে নেন।