/indian-express-bangla/media/media_files/2025/05/16/mLul4pqDmdg77hryULNP.jpg)
কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে
IPL 2025: আগামী ১৭ মে চলতি আইপিএল টুর্নামেন্টের ৫৮ নম্বর ম্য়াচ আয়োজন করা হবে। এই ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে এই ম্য়াচ।
আপাতত পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে আরসিবি। আর কলকাতা নাইট রাইডার্স রয়েছে ৬ নম্বরে। আগামী ম্য়াচ জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে-অফের আসন পাকা করতে চাইবে। অন্যদিকে, কেকেআর এই ম্য়াচটা জিততে পারলে শেষ চারের লড়াইয়ে কোনওক্রমে টিকে থাকতে পারবে। কিন্তু, এবার প্লে-অফের (IPL 2025 Playoff Scenario) লড়াই থেকে ছিটকে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে।
শনিবারই প্লে-অফের লড়াই থেকে ছিটকে যাবে KKR!
আসলে, আরসিবি বনাম কেকেআর ম্যাচে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত বৃহস্পতিবার (১৫ মে) বেঙ্গালুরু শহরে ভরপুর বৃষ্টিপাত হয়েছে। অ্যাকুওয়েদার থেকে পাওয়া তথ্য অনুসারে, শনিবারও বেঙ্গালুরু শহরে ভরপুর ঝড়-বৃষ্টি হতে পারে। যদি বৃষ্টির কারণে এই ম্যাচ ভেস্তে যায়, তাহলে দুটো দলকেই ১-১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হবে।
IPL 2025 Suspension News: বন্ধ হয়ে গেল IPL, এর পর কী হবে? BCCI-এর কাছে কোন রাস্তা খোলা আছে?
একদিকে, আরসিবি যেখানে ১ পয়েন্ট পেলেই প্লে-অফের যোগ্যতা অর্জন করে ফেলতে পারবে, সেখানে কেকেআর প্লে-অফের দৌড় থেকে ছিটকে যেতে পারে। কারণ, ১ পয়েন্ট পেলে কলকাতার সামনে লাভের লাভ কিছু হবে না। যদি কলকাতাকে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হয়, তাহলে যে কোনও মূল্যে তাদের ২ পয়েন্ট সংগ্রহ করতেই হবে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ২০২৫ আইপিএল টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১২ ম্য়াচ খেলেছে। এরমধ্যে অজিঙ্কা রাহানের দল ৫ ম্য়াচে জয়লাভ করেছে। ৬ ম্যাচ হেরে গিয়েছে। আর একটি ম্য়াচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। আপাতত ১৩ পয়েন্ট সংগ্রহ করে তারা লিগ টেবিলে ৬ নম্বরে দাঁড়িয়ে রয়েছে।
এক সপ্তাহ পর ফের শুরু হচ্ছে আইপিএল
ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে বিসিসিআই ২০২৫ আইপিএল টু্র্নামেন্ট এক সপ্তাহের জন্য স্থগিত (IPL 2025 Suspension) করেছিল। সেকারণে আগামী ১৭ মে থেকে এই টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব শুরু হবে। স্থগিত হওয়ার পর আইপিএল ফাইনালের তারিখও ইতিমধ্যে বদলে গিয়েছে। আপাতত ফাইনাল ম্য়াচ আগামী ২৫ মে নয়, ৩ জুন আয়োজন করা হবে। প্লে-অফের লড়াই শুরু হবে আগামী ২৯ মে থেকে। যদিও নক-আউট পর্বের ভেন্যু এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি।