/indian-express-bangla/media/media_files/2025/05/16/VVGKFfFY1Y6LK476uwHT.jpg)
মিচেল স্টার্ক এবং অ্যালিসা হিলি
Mitchell Starc Performance: আগামী ৩ জুন চলতি আইপিএল টুর্নামেন্টের (IPL 2025) ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। এরপর আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্য়াচ। এই আইসিসি টুর্নামেন্টে ফাইনালে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে ইতিমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার জানিয়ে দিয়েছেন যে তাঁরা আইপিএল টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব খেলতে পারবেন না। সেই তালিকায় নাম রয়েছে অস্ট্রেলিয়ার পেস তারকা মিচেল স্টার্কেরও। যদিও এই সিদ্ধান্তের কারণে স্টার্ককে বেশ মোটা অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। কোটি-কোটি টাকা লোকসান হচ্ছে তাঁর।
কোটি-কোটি টাকা লোকসানের মুখে স্টার্ক
ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার (India Pakistan Tension) কারণে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট এক সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল। এই সময় অধিকাংশ বিদেশি ক্রিকেটারই দেশে ফিরে গিয়েছিলেন। এই মরশুমে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দলের হয়ে খেলছিলেন মিচেল স্টার্ক। তিনিও এই সময় অস্ট্রেলিয়া ফিরে যান। এবার তিনি আইপিএল টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত গ্রহণ করলেন। যদিও এই সিদ্ধান্তের কারণে স্টার্ককে বড়সড় একটি ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
Bail Switching Trick: কুসংস্কার নয়, নিজের ওপর বিশ্বাস করি! স্টার্ককে মাঠেই তোপ যশস্বীর
Cricket.com.au-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যদি ২০২৫ আইপিএল ফাইনালে দিল্লি উঠতে পারে, তাহলে স্টার্ককে তাঁর স্যালারির এক তৃতীয়াংশ ছেড়ে দিতে হবে। অর্থাৎ তাঁর প্রায় ৩.৯২ কোটি টাকার লোকসান হবে। এই পরিস্থিতিতে পুরো স্য়ালারির জায়গায় তিনি পাবেন মাত্র ৭.৮৩ কোটি টাকা। স্টার্ক এভাবে মাঝপথে আইপিএল ছেড়ে যাওয়ার কারণে দিল্লি ক্যাপিটালসকে একটা বড়সড় ধাক্কার মুখে পড়তে হয়েছে। এই দলের সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন স্টার্ক। পাশাপাশি যথেষ্ট ভাল ফর্মেও ছিলেন তিনি।
একনজরে স্টার্কের পারফরম্য়ান্স
২০২৫ আইপিএল টুর্নামেন্টে ১১ ম্য়াচ খেলেছেন মিচেল স্টার্ক। এই ১১ ম্য়াচে তিনি ১৪ ব্যাটারকে শিকার করেছিলেন। পাশাপাশি তাঁর ইকোনমি রেট ছিল ১০.১৭। দিল্লি ক্যাপিটালসের হয়ে তিনি দুর্দান্ত পারফরম্য়ান্স করেন।