IPL 2025 GT vs LSG: অসুস্থ মেয়ের জন্য ছাড়লেন ম্যাচ, ৫ ম্যাচে ৪ ফিফটি করা তারকা ব্যাটারকে ছাড়াই মাঠে নামল লখনউ

IPL 2025 GT vs LSG: লখনউ সুপারজায়ান্টস অধিনায়ক ঋষভ পন্থ টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন যে, প্লেয়িং ইলেভেনে কেবল একটি পরিবর্তন করা হয়েছে।

IPL 2025 GT vs LSG: লখনউ সুপারজায়ান্টস অধিনায়ক ঋষভ পন্থ টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন যে, প্লেয়িং ইলেভেনে কেবল একটি পরিবর্তন করা হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL 2025 GT vs LSG: গুরুতর অসুস্থ মেয়ে, গুজরাট ম্যাচ থেকে সরে গেলেন লখনউয়ের তারকা ব্যাটার

IPL 2025 GT vs LSG: গুরুতর অসুস্থ মেয়ে, গুজরাট ম্যাচ থেকে সরে গেলেন লখনউয়ের তারকা ব্যাটার

IPL 2025 GT vs LSG: গুজরাট টাইটান্স (GT)-এর বিরুদ্ধে ম্যাচের আগে বড় ধাক্কা খেল লখনউ সুপারজায়ান্টস (LSG)। তাঁদের তারকা ব্যাটার মিচেল মার্শ (Mitchell Marsh) এই ম্যাচে খেলছেন না। এলএসজি অধিনায়ক ঋষভ পন্থ জানিয়েছেন যে, মিচেল মার্শ তাঁর অসুস্থ মেয়ের যত্ন নেওয়ার জন্য এই ম্যাচ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটি লখনউ এবং গুজরাট দুই দলের জন্যই টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ। গুজরাট টাইটান্স তাদের ৫টির মধ্যে ৪টি ম্যাচ জিতেছে। এলএসজি ৫টির মধ্যে ৩টি ম্যাচ জিতেছে।

Advertisment

IPL 2025-এ শনিবার লখনউ সুপারজায়ান্টস এবং গুজরাট টাইটান্সের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। লখনউ সুপারজায়ান্টস অধিনায়ক ঋষভ পন্থ টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন যে, প্লেয়িং ইলেভেনে কেবল একটি পরিবর্তন করা হয়েছে। মিচেল মার্শ এই ম্যাচে খেলছেন না। মার্শের মেয়ে অসুস্থ, এবং তিনি তাঁর দেখাশোনার জন্য ম্যাচ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পন্থ জানিয়েছেন যে, মিচেল মার্শের পরিবর্তে প্লেয়িং ইলেভেনে হিম্মত সিংকে রাখা হয়েছে।

আরও পড়ুন গত ৬ ম্য়াচে টানা ৫ হার, কোন অঙ্কে প্লে-অফে উঠতে পারে চেন্নাই সুপার কিংস?

Advertisment

দুরন্ত ফর্মে মিচেল মার্শ

অস্ট্রেলিয়ার মিচেল মার্শ বর্তমানে অসাধারণ ফর্মে রয়েছেন। তিনি IPL 2025-এ এখন পর্যন্ত ৫টি ম্যাচে ২৬৫ রান করেছেন। মার্শ ৫টি ম্যাচে ৪টি ইনিংসে সেঞ্চুরি করেছেন। পুরো টুর্নামেন্টে তাঁর চেয়ে বেশি রান করেছেন কেবল লখনউয়ের নিকোলাস পুরান (২৮৮) এবং গুজরাটের সাই সুদর্শন (২৭৩)।

আরও পড়ুন ধোনির নেতৃত্বে চিপকে ৫ লজ্জার রেকর্ড CSK-এর, টানা পাঁচ ম্যাচে হার চেন্নাইয়ের

লখনউ সুপারজায়ান্টসের প্লেয়িং ইলেভেন: ঋষভ পন্থ (অধিনায়ক), এডেন মার্করাম, নিকোলাস পুরান, হিম্মত সিং, ডেভিড মিলার, আবদুল সামাদ, শার্দুল ঠাকুর, আকাশ দীপ, দিগ্বেশ সিং রাঠী, আভেশ খান, রবি বিষ্ণোই।

গুজরাট টাইটান্সের প্লেয়িং ইলেভেন: শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, শারফেইন রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওটিয়া, আরশাদ খান, রশিদ খান, রবি শ্রীনিবাসন সাই কিশোর, মহম্মদ সিরাজ।

LSG GT Mitchell Marsh IPL 2025