শুক্রবার (১১ এপ্রিল) এমএ চিদম্বরম স্টেডিয়ামে আয়োজিত চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) কার্যত উড়িয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। ৫৯ বল বাকি থাকতে কেকেআর ব্রিগেড ৮ উইকেটে জয়লাভ করেছে। এই পরিস্থিতিতে CSK বাহিনী যে চরম দুর্বিপাকে পড়েছে, সেটা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। আইপিএল ইতিহাসে এই প্রথমবার তারা টানা ৫ ম্য়াচে পরাজয় স্বীকার করেছে।
প্রসঙ্গত, ৬৮৩ দিন পর ফের চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব গ্রহণ করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু, এটা ধোনির দূর্ভাগ্য যে অধিনায়ক হিসেবে কামব্যাক ম্য়াচেই পরাজয় স্বীকার করলেন তিনি। নিন্দুকরা ইতিমধ্যে বলতে শুরু করেছেন, এই CSK ব্রিগেডই নাকি চলতি আইপিএল (IPL 2025) টুর্নামেন্টের সবথেকে 'খাজা' দল। যদিও এই ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে পাঁচবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেতাব জয় করেছে। তবে এখনও চেন্নাইয়ের কাছে কিন্তু প্লে-অফে ওঠার সুযোগ রয়েছে।
CSK vs KKR IPL 2025: ধোনির নেতৃত্বে চিপকে ৫ লজ্জার রেকর্ড CSK-এর, টানা পাঁচ ম্যাচে হার চেন্নাইয়ের
কীভাবে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্লে-অফে উঠতে পারবে চেন্নাই সুপার কিংস?
মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস আপাতত পয়েন্টস টেবিলের নবম স্থানে দাঁড়িয়ে রয়েছে। তাদের নেট রানরেট আপাতত -১.৫৫৪। তবে এই টুর্নামেন্টে ধোনিবাহিনীর হাতে এখনও ৮ ম্য়াচ বাকি রয়েছে। এই আটটা ম্য়াচের মধ্যে যদি ৭ ম্য়াচেও তারা জিততে পারে, সেক্ষেত্রে ১৬ পয়েন্টে তারা পৌঁছতে পারবে।
CSK vs KKR Highlights, IPL 2025: ঘরের মাঠে লজ্জার হার, চেন্নাইকে দুরমুশ করল কলকাতা নাইট রাইডার্স
আইপিএল টুর্নামেন্টে সাধারণত কোনও দল ১৬ পয়েন্ট পেলেই প্লে-অফের যোগ্যতা অর্জন করে ফেলে। সেই জায়গায় দাঁড়িয়ে চেন্নাই সুপার কিংসের সামনে এখনও একটা আশার আলো বাকি রয়েছে। তবে বাকি ৮ ম্য়াচেই তাদের জয়লাভ করতে হবে। একমাত্র তাহলেই অন্য কোনও দলের দিকে না তাকিয়ে তারা শেষ চারে নাম লিখিয়ে ফেলবে।
সুনীল নারিনের অলরাউন্ড পারফরম্য়ান্সে দুরমুশ চেন্নাই সুপার কিংস
কলকাতা নাইট রাইডার্স এই ম্য়াচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। চিপকে স্পিন সহায়ক উইকেটের ভরপুর ফায়দা তোলে কেকেআর বোলাররা। ২০ ওভারে চেন্নাই ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান করতে পারে। বিজয় শংকর (২৯) এবং শিবম দুবে (৩১) ছাড়া আর কেউ ২০ রানের চৌকাঠ স্পর্শ করতে পারেনি।
CSK vs KKR Match Report: সিংহের ডেরায় লজ্জার হার চেন্নাইয়ের, ম্যাচের শেষে কী বললেন 'অধিনায়ক' ধোনি?
এই ম্য়াচের নায়ক অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার সুনীল নারিন। তিনি চার ওভারে ১৩ রান দিয়ে তিনটে গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। এছাড়া দুটো করে উইকেট শিকার করেছেন হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী।
IPL 2025: ৪৩-এর ধোনিই একা নন, এই 'বুড়ো' ক্রিকেটাররাও সামলেছেন ক্যাপ্টেনের দায়িত্ব, তাঁদের নাম জানেন?
জয়ের জন্য ১০৪ রানের টার্গেট কলকাতা নাইট রাইডার্স মাত্র ১০.১ ওভারেই তাড়া করে ফেলে। তাও আবার হাতে ৮ উইকেট বাঁচিয়ে রেখে। ব্যাট হাতে মাত্র ১৮ বলে ৪৪ রান করেন। যোগ্যতম ক্রিকেটার হিসেবেই তিনি এই ম্য়াচে সেরার পুরস্কার গ্রহণ করেন।