/indian-express-bangla/media/media_files/2025/05/01/XG3oFNKpT6542PWWjfgS.jpg)
কেমন হতে চলেছে কলাকাতা নাইট রাই়ডার্সের প্লে-অফের অঙ্ক
Kolkata Knight Riders points update: এতদিন ধরে সিএসকে সমর্থকরা যে ভয়টা পাচ্ছিলেন, এবার সেটাই বাস্তবায়িত হল। অর্থাৎ, চলতি আইপিএল টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসকে। প্রশ্ন উঠতেই পারে, প্লে-অফে ওঠার কী আর কোনও সম্ভাবনাই নেই চেন্নাইয়ের? উত্তর, এককথায় না। কোনও সমীকরণেই এবার শেষ চারের টিকিট কনফার্ম করতে পারবে না সিএসকে।
অন্যদিকে, চেন্নাইকে হারানোর পর পঞ্জাব কিংস (Punjab Kings) আপাতত পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আর সেইসঙ্গে প্লে-অফের (IPL 2025 Playoff Scenario) রাস্তাও তারা অনেকটা মসৃণ করে ফেলেছে।
চোখ বুলিয়ে নিন পয়েন্টস টেবিলে:
/indian-express-bangla/media/media_files/2025/05/01/DZDHBCoZ8NytgGnFIU83.png)
এখনও শীর্ষস্থান ধরে রেখেছে আরসিবি, দ্বিতীয় স্থানে পঞ্জাব
চেন্নাই বনাম পঞ্জাব ম্য়াচের পর আইপিএল পয়েন্টস টেবিলেও পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে। যদিও আরসিবি এখনও পর্যন্ত শীর্ষস্থানটা ধরে রাখতে পেরেছে। বেঙ্গালুরুর কাছে আপাতত ১৪ পয়েন্টস রয়েছে। পাশাপাশি তাদের নেট রানরেটও বেশ ভাল। ইতিমধ্যে চেন্নাইকে হারিয়ে পঞ্জাব কিংস সোজা দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তাদের কাছে বর্তমানে ১৩ পয়েন্টস রয়েছে। বৃষ্টির কারণে পঞ্জাবের একটি ম্য়াচ ভেস্তে গিয়েছিল।
MS Dhoni: আগামী বছরও IPL খেলবেন ধোনি? অবশেষে জানালেন মনের কথা
তিনটে দল একই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, এখানেই যত সমস্যা
এবার তিনটে এমন দল রয়েছে, যারা ১২ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালসের কাছে ১২ পয়েন্ট রয়েছে। কিন্তু, রান রেট ভাল থাকার কারণে মুম্বই আপাতত তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। আর চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে গুজরাট টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালস। আগামী ম্য়াচগুলো এই তিনটে দলের ভাগ্য নির্ধারণ করবে।
Yuzvendra Chahal Hat-Trick: শুধুমাত্র হ্যাটট্রিক নয়, আরও কী কী রেকর্ড গড়লেন যুজবেন্দ্র চাহাল?
লখনউ এবং কলকাতার হাল-হকিকত
লখনউ সুপার জায়ান্টসের কাছে আপাতত ১০ পয়েন্ট রয়েছে। ঋষভ পন্থের দল আপাতত রয়েছে ৬ নম্বরে। আর কলকাতার কাছে রয়েছে ৯ পয়েন্ট। রাহানে অ্যান্ড কোম্পানি দাঁড়িয়ে রয়েছে ৭ নম্বরে। এই পরিস্থিতিতে এই দুটো দল প্লে-অফের লড়াইয়ে টিকে থাকলেও, এবার সামনে যাওয়া বেশ কঠিন হয়ে যাবে।
CSK vs PBKS Highlights, IPL Match Today: আইপিএল থেকে বিদায় চেন্নাইয়ের, ৪ উইকেটে জয় পঞ্জাবের
রাজস্থান এবং হায়দরাবাদের সামনেও রাস্তা বেশ কঠিন
রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের কাছে আপাতত ৬ পয়েন্ট করে আছে। তাদের সামনেও এখনও খোলা রয়েছে প্লে-অফের দরজা। কিন্তু, সামনের রাস্তা যে অনেকটাই কঠিন হবে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। এই দুটো দল আর একটা করে ম্য়াচ হারলেই, 'খেল খতম' হয়ে যাবে। অর্থাৎ এই দুটো দলকেই আগামী প্রত্যেকটা ম্য়াচ জিততে হবে। একটা হার তাদের ছিটকে দিতে পারে। বৃহস্পতিবার (১ মে) মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে রাজস্থান রয়্যালস। এই ম্য়াচটি জয়পুরের মানসিংহ স্টেডিয়ামে আয়োজন করা হবে।