LSG vs RCB 2025: 'আন্না'র কথাতেই লখনউয়ের বিরুদ্ধে অসাধ্যসাধন, কাকে নিজের গুরু বললেন জিতেশ শর্মা?

Lucknow Super Giants vs Royal Challengers Bengaluru: ম্যাচের ১২তম ওভারে বিরাট কোহলি (৫৪) আউট হওয়ার পর ক্রিজে আসেন জিতেশ এবং লখনউয়ের প্রত্যেক বোলারের বিরুদ্ধে আত্মবিশ্বাসের সঙ্গে বড় শট খেলেন।

Lucknow Super Giants vs Royal Challengers Bengaluru: ম্যাচের ১২তম ওভারে বিরাট কোহলি (৫৪) আউট হওয়ার পর ক্রিজে আসেন জিতেশ এবং লখনউয়ের প্রত্যেক বোলারের বিরুদ্ধে আত্মবিশ্বাসের সঙ্গে বড় শট খেলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jitesh Sharma: লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ভয়ডরহীন ইনিংস খেলেছেন জিতেশ শর্মা

Jitesh Sharma: লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ভয়ডরহীন ইনিংস খেলেছেন জিতেশ শর্মা

RCB Captain Jitesh Sharma: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) অস্থায়ী অধিনায়ক জিতেশ শর্মা (Jitesh Sharma) ৩৩ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংসের কৃতিত্ব দিয়েছেন তাঁর গুরু দীনেশ কার্তিককে (Dinesh Karthik)। মঙ্গলবার রাতে লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে আরসিবির ঐতিহাসিক জয়ের পর জিতেশ বলেন, “আমার গুরু দীনেশ কার্তিক আমাকে বলেছিলেন, যদি আমি ম্যাচটা শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি, তাহলে আমার মধ্যেই দলকে জেতানোর দক্ষতা আছে।”

Advertisment

জিতেশ দীনেশ কার্তিককে শুধু গুরু নয়, মেন্টর এবং 'আন্না' (বড় ভাই) বলেও অভিহিত করেছেন। উল্লেখযোগ্য যে বেঙ্গালুরুর বাসিন্দা দীনেশ কার্তিক বহু আইপিএল দলের হয়ে খেলার পর এখন অবসর নিয়েছেন এবং আরসিবির মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

২৭ মে রাতে লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ভয়ডরহীন ইনিংস খেলার পর নিজের আবেগ প্রকাশ করতে গিয়ে জিতেশ বলেন, 'ভাষায় প্রকাশ করা কঠিন।' ম্যাচের সেরা খেলোয়াড় জিতেশ ৩৩ বলের ইনিংসে ৮টি চার এবং ৬টি ছক্কা মারেন। তাঁকে দুর্দান্ত সঙ্গ দেন মায়াঙ্ক, যিনি ২৩ বলে অপরাজিত থেকে ৫টি চার হাঁকান। দু’জনে পঞ্চম উইকেটের জন্য ৪৫ বলে ১০৭ রানের অপরাজেয় জুটি গড়ে দলকে জয় এনে দেন।

Advertisment

সুপারজায়ান্টস অধিনায়ক ঋষভ পন্থের অপরাজিত ১১৮ রানের ইনিংসে ভর করে ৩ উইকেটে ২২৭ রান তোলে। আরসিবি ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

আরও পড়ুন ঋষভের সেঞ্চুরি সত্ত্বেও জিততে পারল না লখনউ! কোথায় হল আসল ভুল?

ম্যাচের ১২তম ওভারে বিরাট কোহলি (৫৪) আউট হওয়ার পর ক্রিজে আসেন জিতেশ এবং লখনউয়ের প্রত্যেক বোলারের বিরুদ্ধে আত্মবিশ্বাসের সঙ্গে বড় শট খেলেন। এই উইকেটকিপার ব্যাটসম্যান বলেন, “আমার উপর অধিনায়কত্বের চাপ ছিল, কিন্তু দলের অভিজ্ঞ খেলোয়াড়দের কাছ থেকে অনেক সমর্থন পেয়েছি।”

তিনি আরও বলেন, “বিরাট ভাই আউট হওয়ার পর আমি চেষ্টা করেছিলাম ম্যাচটা শেষ পর্যন্ত নিয়ে যেতে, এবং আমি সফলও হয়েছি। আজ আমার উপর অনেক চাপ ছিল, কিন্তু আমি সেটা উপভোগ করেছি। আমি বিরাট ভাই, ক্রুণাল (পাণ্ডিয়া) ভাই এবং ভুবনেশ্বর (কুমার) ভাইকে দেখে অনেক আত্মবিশ্বাস পাই।”

মাত্র একদিন পর কোয়ালিফায়ার ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি আপাতত এই মুহূর্তটাকে উপভোগ করার চেষ্টা করব এবং ক্লান্তি কাটিয়ে উঠতে মন দিচ্ছি।”

আরও পড়ুন বিরাটের সঙ্গে খুল্লমখুল্লা 'পাঙ্গা'! কেরিয়ার খতম হবে না তো দিগ্বেশের?

RCB Dinesh Karthik LSG IPL 2025