Digvesh Rathi and Virat Kohli: বিরাটের সঙ্গে খুল্লমখুল্লা 'পাঙ্গা'! কেরিয়ার খতম হবে না তো দিগ্বেশের?

Virat Kohli Angry: বিরাট কোহলি আগের থেকে অনেকটাই শান্ত হয়ে গিয়েছেন। মাঠের মধ্যে খুব বেশি মাথা গরম করেন না তিনি। কিন্তু, মঙ্গলবার বিরাটের রাগ আবারও দেখতে পাওয়া গেল।

Virat Kohli Angry: বিরাট কোহলি আগের থেকে অনেকটাই শান্ত হয়ে গিয়েছেন। মাঠের মধ্যে খুব বেশি মাথা গরম করেন না তিনি। কিন্তু, মঙ্গলবার বিরাটের রাগ আবারও দেখতে পাওয়া গেল।

author-image
Koushik Biswas
New Update
Virat Kohli and Digvesh Rathi

বিরাট কোহলি এবং দিগ্বেশ রথী

IPL 2025: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের লিগ পর্ব শেষ হয়ে গেল। আর লিগ পর্বের শেষ ম্য়াচে গোটা ক্রিকেট বিশ্ব এমন একটি ঘটনার সাক্ষী থাকল, যা দেখার পর এই খেলাকে আর 'জেন্টলম্যান গেম' বলা উচিত হবে কি না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। সৌজন্যে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিতর্কিত বোলার দিগ্বেশ রথী (Virat Kohli)।

Advertisment

এই ঘটনায় বিরাট কোহলি (Virat Kohli) রাগে ফেটে পড়েন! সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপর প্রশ্ন উঠতে শুরু করেছে, বিরাটের রাগে ছারখার হয়ে যাবে না তো দিগ্বেশের ক্রিকেট কেরিয়ার? যদিও পরিস্থিতি বেগতিক বুঝে লখনউ সুপার জায়ান্টস দলের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেন।

Digvesh Rathi Banned: নোটবুকে লেখা হল শাস্তির নিদান, দিগ্বেশকে শায়েস্তা করতে কড়া পদক্ষেপ বোর্ডের

Advertisment

এই টুর্নামেন্টে প্রথম কোয়ালিফায়ার ম্যাচের যোগ্যতা অর্জন করার জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (Royal Challengers Bengaluru) রেকর্ড রান তাড়া করতে হত। আর এই দায়িত্বটাই গ্রহণ করেছিলেন আরসিবি অধিনায়ক জীতেশ শর্মা। ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি RCB-র ঐতিহাসিক জয় নিশ্চিত করেন। জীতেশ তাঁর দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে একানা স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রয়োজনীয় রান রেট ওভার প্রতি ১০-এর নীচে নিয়ে আসেন।

Rishabh Pant Century: ঋষভের সেঞ্চুরি সত্ত্বেও জিততে পারল না লখনউ! কোথায় হল আসল ভুল?

বিরাট কোহলিকে রাগিয়ে দিলেন দিগ্বেশ রথী

জীতেশ এই ম্যাচ জেতানোর একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন। এমন সময় ১৭ ওভারে লখনউয়ের হয়ে বল করতে আসেন দিগ্বেশ রথী। সেইসময় নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে ছিলেন জীতেশ। দিগ্বেশ বল করার সময় ক্রিজ থেকে সামান্য বেরিয়ে এসেছিলেন জীতেশ। সুযোগ বুঝে রথী আর ডেলিভারি করেননি। তিনি হাতটা সামান্য ঘুরিয়েই পিছন ঘুরে স্টাম্প ভেঙে দেন। আর সঙ্গে সঙ্গে করেন আউটের আবেদন। 

Virat Kohli IPL Record: এ কী রেকর্ড গড়লেন বিরাট? আনন্দে নাচছেন RCB সমর্থকরা

এই পরিস্থিতিতে আম্পায়ার তাঁর কাছে জানতে চান যে সত্যি সত্যিই তিনি আউটের জন্য আবেদন করছেন কি না! দিগ্বেশ নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। অবশেষে অন-ফিল্ড আম্পায়ার কার্যত বাধ্য হয়েই তৃতীয় আম্পায়ারের কাছে রেফারেলের জন্য পাঠান। পরে অবশ্য রিপ্লে'তে দেখা যায়, রথী তাঁর বোলিং অ্যাকশন সম্পূর্ণ করে ফেলেছিলেন। আর সেকারণে এই রান আউটকে বৈধ বলে স্বীকার হয়নি। এই ঘটনার সময় ড্রেসিংরুমে দাঁড়িয়ে ছিলেন বিরাট কোহলি। তিনি কার্যত রাগে ফেটে পড়েন। তাঁর হাতে একটি বোতল ছিল। সেটা দিয়েই কাঁচের দেওয়ালে আঘাত করেন।

LSG vs RCB Highlights, IPL Match Today: প্রথম কোয়ালিফায়ারে বেঙ্গালুরু, কাদের বিরুদ্ধে খেলবে আরসিবি?

দেখে নিন সেই ভিডিও:

ড্যামেজ কন্ট্রোল করলেন পন্থ

ইতিমধ্যে লখনউ সুপার জায়ান্টস দলের অধিনায়ক ঋষভ পন্থ 'স্পোর্টসম্যান স্পিরিট' দেখালেন। তিনি রান আউটের এই আবেদন প্রত্যাহার করে নেন। পন্থের এই সিদ্ধান্ত শুধুমাত্র ক্রিকেটার নয়, দর্শকদেরও হৃদয় জয় করেছে। এই আবেদন প্রত্যাহার করার পর জীতেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। মাঠের মধ্যেই ঋষভ পন্থকে আলিঙ্গন করেন তিনি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করেছে।

Virat Kohli Rishabh Pant Lucknow Super Giants Royal Challengers Bengaluru IPL 2025 Digvesh Rathi