Vaibhav Suryavanshi Rajasthan Royals: যে স্বপ্ন আজ গোটা দেশ দেখছে, সেই স্বপ্নটাই কার্যত পূরণ করে ফেললেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই তিনি আইপিএলের (IPL 2025) মতো আন্তর্জাতিক মানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে ডেবিউ করেছেন। আর সেইসঙ্গে কায়েম করেছেন এক নয়া ইতিহাস।
পাশাপাশি অভিষেক ম্য়াচের প্রথম বলেই তিনি ছক্কা হাঁকিয়ে কায়েম করেছেন এক নয়া রেকর্ড। তবে শুরুটা ভাল করলেও বৈভবের সঙ্গে এমন একটি ঘটনা ঘটল, যা দেখে চোখের জল আর ধরে রাখতে পারেননি তিনি। হাউহাউ করে কেঁদে ফেলেন তিনি। কী এমন ঘটনার সাক্ষী হলেন তিনি, আসুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক
জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে শনিবার (১৯ এপ্রিল) লখনউ সুপার জায়ান্টস বনাম রাজস্থান রয়্যালস ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে ডেবিউয়ের সুযোগ পেয়েছিলেন বৈভব সূর্যবংশী। সঞ্জু স্যামসনের চোট থাকার কারণে মাত্র ১৪ বছর ২৩ দিনে আইপিএল টুর্নামেন্টে ডেবিউ করেন বৈভব। আর সেইসঙ্গে হাসিল করেন আইপিএল টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ ক্রিকেটারের তকমাও।
Vaibhav Suryavanshi idolises Brian Lara: ১৩ শচীন-সৌরভ-কোহলিকে এক লহমায় অস্বীকার! ১৩ বছরেই কোটিপতি বৈভবের আদর্শ বিদেশি তারকা
এই রেকর্ডের পর বিধ্বংসী ব্যাটিং শুরু করেন বৈভব। লখনউয়ের বিরুদ্ধে ১৮১ রান তাড়া করতে নেমে বৈভব শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন। প্রথম ওভারে যখন তিনি ব্যাট করতে আসেন, সেইসময় বল করছিলেন শার্দূল ঠাকুর। বৈভব নিজের আইপিএল কেরিয়ারের প্রথম বলটাই কভারের উপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন। বৈভবের এই দুঃসাহস দেখে সবাই অবাক হয়ে যায়।
Vaibhav Suryavanshi's sixes against UAE: প্ৰথম ১০ বলের ৪টিই ছক্কা! আগুন ইনিংসে ঝড় তুললেন IPL-এর ১৩ বছরের কোটিপতি, দেখুন ভিডিও
এই ধামাকাদার শুরুয়াতের পর বৈভব তাঁর ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখে। তৃতীয় বলে ফের আভেশ খানকে ছক্কা হাঁকিয়ে মাঠের বাইরে পাঠান। এরপরও তাঁর ব্যাট থেকে বেশ কয়েকটি বাউন্ডারি দেখতে পাওয়া যায়। অনেকেই আশা করেছিলেন, এই ম্য়াচে বৈভব হয়ত বড় রান করতে পারবেন। কিন্তু, ৯ম ওভারে বল করতে আসেন এইডেন মার্করাম।
Vaibhav Suryavanshi's fifty against Sri Lanka: ২৪ বলেই ফিফটি, ছক্কা হাঁকিয়ে ফিফটি! ১৩ বছরের কোটিপতির ব্যাটে ভর করে ফাইনালে টিম ইন্ডিয়া
ওভারের চতুর্থ বলে ঋষভ পন্থ তাঁকে স্টাম্প আউট করে দেন। তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানাতেই বৈভব প্যাভিলিয়নের দিকে হাঁটা লাগাতে শুরু করেন। আর যত তিনি প্যাভিলিয়নের দিকে এগিয়ে আসছিলেন, ততই তাঁর দু'চোখ বেয়ে জল নেমে আসছিল। গ্লাভস না খুলেই তিনি চোখের জল মুছতে শুরু করেন।
Vaibhav Suryavanshi IPL Debut: ডেবিউ ম্য়াচের প্রথম বলেই 'রেকর্ড', এলিট তালিকায় নাম লেখালেন বৈভব! দেখুন ভিডিও
দেখে নিন সেই ভিডিও
এই দৃশ্য দেখার পর নেট নাগরিকদের মনও ভিজে যায়। তাঁরাও সোশ্যাল মিডিয়ায় বৈভবকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
প্রসঙ্গত, এই ম্য়াচে রাজস্থান এবং লখনউয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। শেষপর্যন্ত লখনউ ২ রানে ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নিয়েছে। রাজস্থানের হয়ে সর্বাধিক ৭৪ রান করেন দলের অপর ওপেনার যশস্বী জয়সওয়াল। এছাড়া অধিনায়ক রিয়ান পরাগ করেন ৩৪ রান। লখনউয়ের হয়ে তিনটে উইকেট শিকার করেছেন আভেশ খান। এছাড়া একটি করে উইকেট তুলে নেন শার্দূল ঠাকুর এবং এইডেন মার্করাম।