MI vs DC Highlights, IPL Match Today: ৫৯ রানে হার দিল্লির, প্লে-অফ নিশ্চিত করল মুম্বই ইন্ডিয়ান্স

IPL 2025 Match Today, Mumbai Indians vs Delhi Capitals Highlights: আইপিএল টুর্নামেন্টের ৬৩ নম্বর ম্য়াচে খেলতে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস।

IPL 2025 Match Today, Mumbai Indians vs Delhi Capitals Highlights: আইপিএল টুর্নামেন্টের ৬৩ নম্বর ম্য়াচে খেলতে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Mumbai Indian in IPL 2025 Playoff

২০২৫ আইপিএল টুর্নামেন্টে প্লে-অফের যোগ্যতা অর্জন করে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স

IPL 2025 Match Today, MI vs DC Highlights Cricket Score Updates: নমস্কার! ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। বুধবার (২১ মে) সন্ধ্যায় আইপিএল টুর্নামেন্টের আরও একটি রোমাঞ্চকর ম্য়াচ শুরু হল। ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ৬৩ নম্বর ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। টস জিতে দিল্লি ক্যাপিটালস প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisment

এই ম্য়াচে খেলছেন না অক্ষর প্যাটেল। তাঁর পরিবর্তে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিচ্ছেন ফাফ ডু প্লেসি। এমন একটা গুরুত্বপূর্ণ ম্য়াচে অক্ষর খেলতে না পারার কারণে দিল্লি যে বেশ খানিকটা বেকায়দায় পড়বে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। এই পরিস্থিতিতে ফাফের ক্যাপ্টেন্সি কীভাবে দলকে কঠিন পরিস্থিতি থেকে বাঁচায়, সেদিকেই সকলের নজর ছিল।

MI vs DC Weather Update: বৃষ্টিই বিগড়ে দেবে যাবতীয় 'খেল'! মুম্বই না দিল্লি, কারা যাবে শেষ চারে?

সূর্যকুমার যাদবের হাফসেঞ্চুরির দৌলতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স ১৮১ রানের টার্গেট দিল। টস হেরে প্রথমে ব্য়াট করতে নামে মুম্বই ব্রিগেড। ২০ ওভারে তারা ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সূর্যকুমার যাদব ৭৩ রানে অপরাজিত থাকেন। দিল্লির হয়ে মুকেশ কুমার জোড়া উইকেট শিকার করেছেন। এছাড়া দুষ্মন্ত চামিরা, মুস্তাফিজুর রহমান এবং কুলদীপ যাদব একটি করে উইকেট শিকার করেন।

Advertisment

MI vs DC 2025: বোর্ডের উপর খাপ্পা আরও এক IPL টিম, দিল্লির মালিকের কড়া চিঠি BCCI-কে, কী দাবি জিন্দালের?

এই ম্য়াচে মুম্বইয়ের শুরুটা অবশ্য বেশ খারাপই হয়েছিল। দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) মাত্র ৫ রান করে আউট হয়ে যান। এরপর উইল জ্যাকস এবং রায়ান রিকলটন দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু, ১৩ বলে ২১ রান করে আউট হয়ে যান জ্যাকস। অন্য়দিকে, রিকলটন মাত্র ২৫ রানই করতে পারে। তিলক বর্মা ২৭ এবং হার্দিক পান্ডিয়া ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অবশেষে সূর্যকুমার যাদব ৪৩ বলে ৭ চার এবং ৬ আকাশছোঁয়া ছক্কার দৌলতে অপরাজিত ৭৩ রান করেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন নমন ধীর। তিনি ৮ বলে ২ চার এবং ২ ছক্কা হাঁকিয়ে ২৪ রানে অপরাজিত থাকেন।

এরপর ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটালস। শুরু থেকেই দিল্লি নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে। সমীর রিজভি (৩৯) এবং বিপরাজ নিগম (২০) ছাড়া আর কেউই সেভাবে ব্যাট হাতে নজর কাড়তে পারলেন না। ১৮.২ ওভারে ১২১ রানে তারা অসলআউট হয়ে যায়। অন্যদিকে মুম্বইয়ের হয়ে তিনটে করে উইকেট শিকার করেন জসপ্রীত বুমরাহ এবং মিচেল স্যান্টনার। এছাড়া একটি করে উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, উইল জ্যাকস এবং কর্ণ শর্মা।

গোটা ওয়াংখেড়ে স্টেডিয়াম জুড়ে আপাতত সেলিব্রেশন চলছে। ভার্চুয়াল এলিমিনেটরে শেষপর্যন্ত ৬৯ রানে এই ম্য়াচটা হেরে গেল। আর সেইসঙ্গে প্লে-অফের চতুর্থ আসনটা পাকা করে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স।

ম্যাচের যাবতীয় গুরুত্বপূর্ণ হাইলাইটসে (IPL 2025 match updates) চোখ বুলিয়ে নিন:

  • May 21, 2025 23:37 IST

    MI vs DC Live Updates, IPL 2025: চোখ বুলিয়ে নিন টুর্নামেন্টের পয়েন্টস টেবিলে

    IPL 2025 Points Table



  • May 21, 2025 23:21 IST

    MI vs DC Live Updates, IPL 2025: প্লে-অফের যোগ্যতা অর্জন করল মুম্বই ইন্ডিয়ান্স

    MI vs DC Live Updates, IPL 2025: গোটা ওয়াংখেড়ে স্টেডিয়াম জুড়ে আপাতত সেলিব্রেশন চলছে। ভার্চুয়াল এলিমিনেটরে শেষপর্যন্ত ৬৯ রানে এই ম্য়াচটা হেরে গেল। আর সেইসঙ্গে প্লে-অফের চতুর্থ আসনটা পাকা করে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্য়াচে শুরু থেকেই দিল্লি নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে। সমীর রিজভি (৩৯) এবং বিপরাজ নিগম (২০) ছাড়া আর কেউই সেভাবে ব্যাট হাতে নজর কাড়তে পারলেন না। অন্যদিকে মুম্বইয়ের হয়ে তিনটে করে উইকেট শিকার করেন জসপ্রীত বুমরাহ এবং মিচেল স্যান্টনার। এছাড়া একটি করে উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, উইল জ্যাকস এবং কর্ণ শর্মা।

     



  • May 21, 2025 23:09 IST

    MI vs DC Live Updates, IPL 2025: দিল্লির সপ্তম উইকেটের পতন

    MI vs DC Live Updates, IPL 2025: সমীর রিজভির পর আশুতোষ শর্মার উইকেটও শিকার করলেন মিচেল স্যান্টনার। ১৮ রান করে তিনি আউট হয়ে গেলেন। এবার ক্রিজে এলেন দুষ্মন্ত চামিরা।



  • May 21, 2025 23:08 IST

    MI vs DC Live Updates, IPL 2025: ১০৩ রানে দিল্লির ষষ্ঠ উইকেটের পতন

    MI vs DC Live Updates, IPL 2025: সমীর রিজভিকে ক্লিন বোল্ড করে দিলেন মিচেল স্যান্টনার। তিনি ৩৫ বলে ৩৯ রান করে আউট হয়ে গেলেন। এবার ব্যাট করতে এলেন মাধব তিওয়ারি। আশুতোষ শর্মাকে তিনি এবার সঙ্গ দেবেন।



  • May 21, 2025 22:46 IST

    MI vs DC Live Updates, IPL 2025: ১০ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর

    MI vs DC Live Updates, IPL 2025: ১০ ওভার শেষে দিল্লি ক্যাপিটালস ৫ উইকেট হারিয়ে ৬৬ রান করেছে। আপাতত ব্যাট করছেন আশুতোষ শর্মা (১) এবং সমীর রিজভি (১৯)।



  • May 21, 2025 22:44 IST

    MI vs DC Live Updates, IPL 2025: ওয়াংখেড়ের উইকেটে বুমরাহ ম্যাজিক

    MI vs DC Live Updates, IPL 2025: এবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেখতে পাওয়া গেল বুমরাহ ম্য়াজিক। এই ম্যাচে মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া জসপ্রীতকে একেবারে গুরুত্বপূর্ণ সময়ে নিয়ে এলেন। সেই ভরসার মর্যাদা রাখলেন বুম-বুম। ট্রিস্টান স্টাবসকে তিনি LBW করে দেন। ৪ বলে ২ রান করে ফিরতে হল স্টাবসকে। প্লে-অফের লড়াই থেকে দিল্লি ক্রমশ দুরে সরে যাচ্ছে।



  • May 21, 2025 22:39 IST

    MI vs DC Live Updates, IPL 2025: দিল্লির চতুর্থ উইকেটের পতন

    MI vs DC Live Updates, IPL 2025: বিপরাজ নিগমকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন মিচেল স্যান্টনার। ২০ রান করে তিনি আউট হয়ে গেলেন। এবার রিজভিকে সঙ্গ দিতে এলেন স্টাবস।



  • May 21, 2025 22:34 IST

    MI vs DC Live Updates, IPL 2025: দিল্লি ক্যাপিটালসের তৃতীয় উইকেটের পতন

    MI vs DC Live Updates, IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তৃতীয় উইকেট শিকার করলেন উইল জ্যাকস। এবার ফিরতে হল অভিষেক পোড়েলকে। চন্দননগরের এই ব্যাটার গোটা মরশুমেই কিন্তু ব্য়াট হাতে সেভাবে নজর কাড়তে পারলেন না। আজও মাত্র ৬ রান করে তাঁকে ফিরে যেতে হল। এবার ক্রিজে এলেন বিপরাজ নিগম। পাঁচ ওভার শেষে দিল্লির স্কোর ৩ উইকেটে ৪৩ রান।



  • May 21, 2025 22:31 IST

    MI vs DC Live Updates, IPL 2025: ২০ রানে দিল্লির দ্বিতীয় উইকেটের পতন

    MI vs DC Live Updates, IPL 2025: দিল্লি ক্যাপিটালসকে দ্বিতীয় ধাক্কা দিলেন ট্রেন্ট বোল্ট। কেএল রাহুলের উইকেট তিনি শিকার করলেন। রাহুল মাত্র ১১ রান করে এই ম্য়াচে আউট হয়ে যান। এবার ব্যাট করতে নামলেন সমীর রিজভি।



  • May 21, 2025 22:29 IST

    MI vs DC Live Updates, IPL 2025: ১২ রানে দিল্লির প্রথম উইকেটের পতন

    MI vs DC Live Updates, IPL 2025:  মাত্র ১২ রানের মাথায় দিল্লি ক্যাপিটালসের প্রথম উইকেটের পতন হল। ফাফ ডু প্লেসির উইকেট তুলে নেন দীপক চাহার। মাত্র ৬ রান করে ফাফ প্যাভিলিয়নে ফিরে গেলেন। এবার ক্রিজে এলেন অভিষেক পোড়েল।



  • May 21, 2025 22:27 IST

    MI vs DC Live Updates, IPL 2025: শুরু হল দিল্লির ইনিংস

    MI vs DC Live Updates, IPL 2025: শুরু হল দিল্লি ক্যাপিটালসের ইনিংস। ওপেন করতে নামলেন ফাফ ডু প্লেসি এবং কেএল রাহুল।



  • May 21, 2025 21:40 IST

    MI vs DC Live Updates, IPL 2025: শেষ হল মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস

    MI vs DC Live Updates, IPL 2025: সূর্যকুমার যাদবের হাফসেঞ্চুরির দৌলতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স ১৮১ রানের টার্গেট দিল। টস হেরে প্রথমে ব্য়াট করতে নামে মুম্বই ব্রিগেড। ২০ ওভারে তারা ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সূর্যকুমার যাদব ৭৩ রানে অপরাজিত থাকেন। দিল্লির হয়ে মুকেশ কুমার জোড়া উইকেট শিকার করেছেন। এছাড়া দুষ্মন্ত চামিরা, মুস্তাফিজুর রহমান এবং কুলদীপ যাদব একটি করে উইকেট শিকার করেন।



  • May 21, 2025 21:06 IST

    MI vs DC Live Updates, IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সের পঞ্চম উইকেটের পতন

    MI vs DC Live Updates, IPL 2025: দুষ্মন্ত চামিরার স্লোয়ার বলে পরাস্ত হলেন মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ওয়াংখেড়ে স্টেডিয়ামকে ক্রমশ হতাশা গ্রাস করছে! আরও একটি লেগ-কাটার, কিন্তু এবার লাইন এবং লেংথটা আলাদা ছিল। অফসাইডের সামান্য বাইরে বলটা ছিল। হার্দিক ভেবেছিলেন বলের নীচে এসে ব্যাট চালাতে পারবেন। আর সেকারণে বলটা স্লাইস করেছিলেন। কিন্তু, বল সোজা ব্য়াকওয়ার্ড পয়েন্টে চলে যায়। সেখানে দাঁড়িয়ে ছিলেন মুকেশ কুমার। তিনি সহজ ক্যাচ ধরতে কোনও ভুল করলেন না। শেষপর্যন্ত ৬ বলে ৩ রান করে ফিরে গেলেন হার্দিক।



  • May 21, 2025 20:55 IST

    MI vs DC Live Updates, IPL 2025: আউট হয়ে গেলেন তিলক বর্মা

    MI vs DC Live Updates, IPL 2025: এবার আউট হয়ে গেলেন তিলক বর্মা। আজ প্রত্য়েকটা রান করার জন্য তিলককে কার্যত স্ট্রাগল করতে হচ্ছিল। শেষপর্যন্ত ২৭ বলে ২৭ রান করে তিনি ফিরে যান। মুকেশ কুমারের বলে দারুণ একটা ক্যাচ ধরলেন সমীর রিজভি। জোড়া উইকেট শিকার করলেন মুকেশ। ১৫ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ৪ উইকেট হারিয়ে ১১৪ রান করেছে। আপাতত ব্যাট করছেন হার্দিক পান্ডিয়া (১) এবং সূর্যকুমার যাদব (৩৩)। 



  • May 21, 2025 20:50 IST

    MI vs DC Live Updates, IPL 2025: টি-২০ ক্রিকেটে অনন্য রেকর্ড সূর্যকুমার যাদবের

    MI vs DC Live Updates, IPL 2025: টি-২০ ক্রিকেটে সূর্যকুমার যাদব একটি অনন্য রেকর্ড কায়েম করলেন সূর্যকুমার যাদব। টানা ১৩ ইনিংসে তিনি ২৫+ স্কোর করেছেন। আর সেইসঙ্গে তিনি টেম্বা বাভুমার রেকর্ডও স্পর্শ করে ফেললেন।



  • May 21, 2025 20:27 IST

    MI vs DC Live Updates, IPL 2025: ১০ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর

    MI vs DC Live Updates, IPL 2025: ১০ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ৩ উইকেটে ৮০ রান করেছে। ১২ রানে ব্য়াট করছেন তিলক বর্মা, ১৫ রানে সূর্যকুমার যাদব।



  • May 21, 2025 20:13 IST

    MI vs DC Live Updates, IPL 2025: শততম উইকেট শিকার করলেন কুলদীপ যাদব

    MI vs DC Live Updates, IPL 2025: আইপিএল টুর্নামেন্টে শততম উইকেট শিকার করলেন কুলদীপ যাদব। আউট করলেন মুম্বই ইন্ডিয়ান্স দলের ওপেনার রায়ান রিকলটনকে। ১৮ বলে ২৫ রান করে ফিরলেন রিকলটন। আর সেইসঙ্গে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক আশ্চর্য্য নীরবতা নেমে এসেছে। গত ৪ ম্য়াচে কুলদীপ কোনও উইকেট শিকার করতে পারেননি। কিন্তু, বুধবার গুরুত্বপূর্ণ ম্য়াচে তিনি কাজের কাজটা করে ফেললেন।



  • May 21, 2025 20:05 IST

    MI vs DC Live Updates, IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সের দ্বিতীয় উইকেটের পতন

    MI vs DC Live Updates, IPL 2025: দ্বিতীয় উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স। এবার ফিরে গেলেন উইল জ্যাকস। মুকেশ কুমারের বলে তিনি বড় শট মারতে যান। কিন্তু, স্লোয়ার ডেলিভারিটা তিনি বুঝতে পারেননি। অবশেষে বিপরাজ নিগমের হাতে ক্যাচ দিয়ে তাঁকে ফিরতে হল। তবে এক্ষেত্রে বিপরাজের একটা আলাদা প্রশংসা প্রাপ্য। তিনি প্রায় ২১ মিটার পিছনে দৌড়ে ক্যাচটি ধরলেন। ১৩ বলে ২১ রান করে ফিরলেন বিপরাজ নিগম। মুম্বই ইন্ডিয়ান্স আপাতত ২ উইকেটে ৪৮ রান করেছে। ব্য়াট করতে নামলেন সূর্যকুমার যাদব।



  • May 21, 2025 19:58 IST

    MI vs DC Live Updates, IPL 2025: পঞ্চম ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর

    MI vs DC Live Updates, IPL 2025: পঞ্চম ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ১ উইকেটে ৪৬ রান করেছে। ২১ রানে ব্য়াট করছেন রায়ান রিকলটন, ২০ রানে উইল জ্যাকস।



  • May 21, 2025 19:49 IST

    MI vs DC Live Updates, IPL 2025: মুস্তাফিজুর রহমানের বলে আউট রোহিত শর্মা

    MI vs DC Live Updates, IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম উইকেটের পতন হল। ফিরে গেলেন রোহিত শর্মা। বলটা রোহিতের ব্যাটের কানা লেগে উইকেটকিপার অভিষেক পোড়েলের দস্তানায় জমা পড়ল। ৫ ূবে ৫ রান করে ফিরতে হল রোহিতকে। মুম্বইয়ের স্কোর তিন ওভার শেষে ১ উইকেটে ২৫ রান।



  • May 21, 2025 19:42 IST

    MI vs DC Live Updates, IPL 2025: দ্বিতীয় ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর

    MI vs DC Live Updates, IPL 2025: দ্বিতীয় ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স বিনা উইকেটে ২২ রান করেছে। ১৭ রানে ব্য়াট করছেন রায়ান রিকলটন, ৫ রানে রোহিত শর্মা।



  • May 21, 2025 19:38 IST

    MI vs DC Live Updates, IPL 2025: প্রথম ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর

    MI vs DC Live Updates, IPL 2025: প্রথম ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স বিনা উইকেটে ৭ রান করেছে। ২ রানে ব্য়াট করছেন রায়ান রিকলটন, ৫ রানে রোহিত শর্মা।



  • May 21, 2025 19:24 IST

    MI vs DC Live Updates, IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ

    MI vs DC Live Updates, IPL 2025: একনজরে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে চোখ বুলিয়ে নেওয়া যাক।

    রায়ান রিকলটন (উইকেটকিপার), রোহিত শর্মা, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ। 

    রিজার্ভ বেঞ্চ: অশ্বিনী কুমার, করভিন বশ, করণ শর্মা, রাজ বাওয়া, সত্যনারায়ণ রাজু।



  • May 21, 2025 19:23 IST

    MI vs DC Live Updates, IPL 2025: দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ

    MI vs DC Live Updates, IPL 2025: একনজরে দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশে চোখ বুলিয়ে নেওয়া যাক।

    ফাফ ডু প্লেসি (অধিনায়ক), অভিষেক পোড়েল (উইকেটকিপার), সমীর রিজভি, আশুতোষ শর্মা, ত্রিস্তান স্টাবস, দুষ্মন্ত চামিরা, বিপরাজ নিগম, মাধব তিওয়ারি, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, মুকেশ কুমার।

    রিজার্ভ বেঞ্চ: কেএল রাহুল, করুণ নায়ার, সাদিকুল্লাহ অটল, ত্রিপুরানা বিজয়, মনবন্ত কুমার।



  • May 21, 2025 19:11 IST

    MI vs DC Live Updates, IPL 2025: কেন খেলছেন না অক্ষর প্যাটেল?

    MI vs DC Live Updates, IPL 2025: ফাফ ডু প্লেসি জানালেন, অক্ষর নাকি মারাত্মক জ্বরে কাঁপছেন। সেকারণেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনি খেলতে পারছেন না। তবে ফাফ এও যোগ করলেন, এটা তাঁর কাছে একটা বড় সুযোগ। দলকে প্লে-অফে তোলার লক্ষ্যেই মাঠে নেমেছেন তিনি। এই ম্য়াচে দিল্লি ক্যাপিটালস নিজেদের সেরা পারফরম্য়ান্স উজাড় করে দিতে চায়।



  • May 21, 2025 19:03 IST

    MI vs DC Live Updates, IPL 2025: মুম্বই বনাম দিল্লি টস আপডেট

    MI vs DC Live Updates, IPL 2025: আপাতত বৃষ্টি হচ্ছে না। আর সেই ফাঁকেই টস আয়োজন করা হল। টসে জিতল দিল্লি ক্যাপিটালস। তারা প্রথমে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছে। এই গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলছেন অধিনায়ক অক্ষর প্যাটেল। তাঁর পরিবর্তে টস করতে এসেছিলেন ফাফ ডু প্লেসি।



  • May 21, 2025 19:00 IST

    MI vs DC Live Updates, IPL 2025: একনজরে ওয়েদার আপডেট

    MI vs DC Live Updates, IPL 2025: অ্যাকুওয়েদারের রিপোর্ট আবার বলছে, সন্ধ্যা সাতটা নাগাদ টসের সময় আনুমানিক ৫০ শতাংশ বৃষ্টিপাত হতে পারে। রাত ১০টা নাগাদ সেটা বেড়ে ৮০ শতাংশে পৌঁছে যেতে পারে। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, ৪০ ওভারের ম্য়াচ হয়ত আয়োজন করা সম্ভব হবে না। এমনকী, ফলাফল নির্ধারণের জন্য DLS নিয়মও লাগু করা হতে পারে।



  • May 21, 2025 18:59 IST

    MI vs DC Live Updates, IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস

    MI vs DC Live Updates, IPL 2025: আজ ভার্চুয়াল নক-আউট ম্য়াচ খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। যে দল জিতবে, তারা প্লে-অফের টিকিট কার্যত কনফার্ম করে ফেলবে।



Rohit Sharma Delhi Capitals Mumbai Indians IPL 2025 match updates IPL 2025