/indian-express-bangla/media/media_files/2025/05/21/Yi9IydA1Tyn0oq70jFxa.jpg)
মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্য়াচের ওয়েদার আপডেট
IPL 2025: ২০২৫ আইপিএল টুর্নামেন্টে এখনও পর্যন্ত চারটে দল প্লে-অফের (IPL 2025 Playoff Scenario) যোগ্যতা অর্জন করতে পেরেছে। অন্য়দিকে, শেষ চারের লড়াই থেকে ছিটকে গিয়েছে পাঁচটি দল। প্লে-অফের চতুর্থ দল হিসেবে কারা নাম লেখাবে, তা বুধবার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ম্য়াচের পরই স্পষ্ট হয়ে যাবে। ২১ মে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে এই 'ভার্চুয়াল এলিমিনেটর'। কারণ যে দল হারবে, তারাই এই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে।
কিন্তু, মুম্বইয়ে আপাতত আকাশের মুখ বেশ ভার হয়ে রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, বৃষ্টির কারণে এই ম্য়াচ ভেস্তে যেতে পারে। যদি এই ম্য়াচটা মুম্বই ইন্ডিয়ান্স জিততে পারে, তাহলে তো তারা প্লে-অফের যোগ্যতা অর্জন করেই ফেলবে। কিন্তু, যদি তারা এই ম্য়াচ হেরে যায়, তাহলে গোটা সমীকরণ একেবারে বদলে যাবে। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের কাছে আজকের ম্য়াচটা একেবারে মরণ-বাঁচন লড়াই। কারণ যদি তারা এই ম্য়াচে হেরে যায়, তাহলে প্লে-অফের লড়াই থেকে একেবারে ছিটকে যাবে।
MI vs DC ম্য়াচে কেমন থাকবে আবহাওয়ার হাল-হকিকত?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্য়াচটি ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচের প্রসঙ্গে বলা যেতে পারে, ২১ মে মুম্বইয়ে ভরপুর বৃষ্টির (Weather Update) সম্ভাবনা রয়েছে। ম্যাচ চলাকালীন প্রায় ৮২ শতাংশ বৃষ্টিপাত হতে পারে। সেকারণে তাপমাত্রা আনুমানিক ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্য়েই থাকবে।
Rohit Sharma: 'বাদ পড়লেন রোহিত শর্মা?' ইমপ্যাক্ট প্লেয়ারে বড় চমক মুম্বই ইন্ডিয়ান্সের
অ্যাকুওয়েদারের রিপোর্ট আবার বলছে, সন্ধ্যা সাতটা নাগাদ টসের সময় আনুমানিক ৫০ শতাংশ বৃষ্টিপাত হতে পারে। রাত ১০টা নাগাদ সেটা বেড়ে ৮০ শতাংশে পৌঁছে যেতে পারে। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, ৪০ ওভারের ম্য়াচ হয়ত আয়োজন করা সম্ভব হবে না। এমনকী, ফলাফল নির্ধারণের জন্য DLS নিয়মও লাগু করা হতে পারে।
বৃষ্টির কারণে এই ম্য়াচ ভেস্তে গেলে কোন দল অ্যাডভান্টেজ পাবে?
আবহাওয়া রিপোর্টের কথা মাথায় রেখে আশঙ্কা করা হচ্ছে, বৃষ্টির কারণে এই ম্য়াচ হয়ত ভেস্তেও যেতে পারে। যদি এই ম্য়াচটি ভেস্তে যায়, তাহলে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস ১ পয়েন্ট করে পাবে। এই পরিস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্স ১৫ পয়েন্টে পৌঁছে যাবে এবং দিল্লি ক্যাপিটালসের ঝুলিতে থাকবে ১৪ পয়েন্ট। সেক্ষেত্রে দুটো দলের কাছেই লিগ পর্যায়ের এই ম্য়াচটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।
MI vs LSG Highlights, IPL Match Today: অলআউট লখনউ, পরপর ৫ ম্য়াচে জিতল মুম্বই ইন্ডিয়ান্স
যদি মুম্বই ইন্ডিয়ান্স এই ম্য়াচটি জিততে পারে, তাহলে ১৬ পয়েন্ট সংগ্রহ করে তারা প্লে-অফের আসন পাকা করে ফেলতে পারবে। কিন্তু, যদি তারা এই ম্য়াচটা হেরে যায় এবং দিল্লি ক্যাপিটালস তাদের লিগ পর্যায়ের শেষ ম্য়াচটা জিতে যায়, তাহলে অক্ষর প্যাটেলের দল শেষ চারে কোয়ালিফাই করে যাবে। দুটো দলই চলতি মরশুমের শেষ ম্য়াচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে।