Delhi Capitals request match relocation: কলকাতা নাইট রাইডার্সের এবার দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ফ্র্যাঞ্চাইজিও আইপিএলে (IPL 2025) নিয়ম পরিবর্তন নিয়ে বেশ অসন্তুষ্ট। সম্ভবত এই কারণেই, দুই দলই তাদের অসন্তোষের কথা বিসিসিআই (BCCI) এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের সামনে তুলেছে। যদিও দুই দলের সমস্যা আলাদা, তবে উদ্দেশ্য পরিষ্কার, পরিস্থিতির সঠিক সমাধান চাওয়া। পুরো বিষয়টা কী জেনে নিন।
আজকের ম্যাচ সরানোর অনুরোধ
দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির সহ-কর্ণধার পার্থ জিন্দাল (Parth Jindal) বিসিসিআইকে অনুরোধ করেছেন, যেন আজ মুম্বাই (Mumbai Indians) ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে যে ম্যাচটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা, সেটি অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়। তিনি ম্যাচের গুরুত্ব এবং মুম্বাইয়ে প্রবল বৃষ্টিপাতের কারণে জারি করা ‘ইয়েলো অ্যালার্ট’-এর কথা উল্লেখ করে এই অনুরোধ করেছেন।
আগের পরিবর্তনের উদাহরণ
ESPNcricinfo-র একটি রিপোর্ট অনুযায়ী, জিন্দাল বিসিসিআইকে লেখা চিঠিতে আগের এক পরিবর্তনের উল্লেখ করেছেন, যেখানে বেঙ্গালুরুতে খারাপ আবহাওয়ার কারণে আরসিবি বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি লখনউতে সরিয়ে নেওয়া হয়েছিল।
আরও পড়ুন অনুশীলন করতে নেমে মারাত্মক চোট, IPL অনিশ্চিত এই তারকা ক্রিকেটারের
চিঠিতে কী লেখা ছিল?
পার্থ জিন্দাল চিঠিতে লেখেন, “মুম্বাইতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। আমরা গত ছয় দিন ধরেই জানি, ২১ তারিখে মুম্বাইতে ভারী বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস রয়েছে।”
দক্ষিণ ভারতেও খারাপ আবহাওয়া
অকাল বর্ষণের কারণে ভারতের দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম অংশে আবহাওয়া বেশ খারাপ। বেঙ্গালুরুতে আরসিবি বনাম কেকেআর ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। হায়দরাবাদেও বৃষ্টিপাত চলছে, যার ফলে সেখানেও ম্যাচ আয়োজন করা সম্ভব নয়।
আরও পড়ুন বৃষ্টিই বিগড়ে দেবে যাবতীয় 'খেল'! মুম্বই না দিল্লি, কারা যাবে শেষ চারে?
আজকের ম্যাচ এত গুরুত্বপূর্ণ কেন?
দিল্লি ক্যাপিটালস বর্তমানে ১৩ পয়েন্টে রয়েছে। তারা যদি শেষ দুই ম্যাচে জয় পায়, তবে প্লে-অফে কোয়ালিফাই করে ফেলবে। কিন্তু আজ যদি তারা হেরে যায়, তবে তাদের আইপিএল অভিযান এখানেই শেষ হয়ে যাবে। আর যদি বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হয়, তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স ১৫ পয়েন্টে পৌঁছে যাবে, আর দিল্লির হবে ১৪। এমন অবস্থায় যদি মুম্বাই তাদের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে দেয়, তবে দিল্লি ও পাঞ্জাবের মধ্যে শেষ ম্যাচটি শুধুই নিয়মরক্ষার হয়ে থাকবে।