KL Rahul Injury Update: অনুশীলন করতে নেমে মারাত্মক চোট, IPL অনিশ্চিত এই তারকা ক্রিকেটারের

KL Rahul injury: ব্যাটিং অনুশীলন করার সময় হাঁটুতে মারাত্মক চোট পেয়েছেন কেএল রাহুল। তাঁকে নেট ছেড়ে বেরিয়েও যেতে হয়। এই পরিস্থিতিতে বুধবার তিনি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

KL Rahul injury: ব্যাটিং অনুশীলন করার সময় হাঁটুতে মারাত্মক চোট পেয়েছেন কেএল রাহুল। তাঁকে নেট ছেড়ে বেরিয়েও যেতে হয়। এই পরিস্থিতিতে বুধবার তিনি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

author-image
Koushik Biswas
New Update
KL Rahul Injury Update

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেএল রাহুল থেলতে পারবেন কি না, তা এখনও অনিশ্চিত

IPL 2025: চলতি আইপিএল মরশুমের শুরুটা দিল্লি ক্য়াপিটালস (Delhi Capitals) বেশ ধামাকাদার মেজাজেই করেছিল। কিন্তু, তারপর থেকে দলটার ফর্ম ক্রমশ নিম্নমুখী হতে শুরু করেছে। একের পর এক ম্যাচ হেরে ইতিমধ্যে তাদের সামনে যথেষ্ট কঠিন হয়ে গিয়েছে প্লে-অফের রাস্তা।

Advertisment

দলের অভিজ্ঞ ব্যাটার কেএল রাহুল (KL Rahul) ছাড়া আর কোনও ক্রিকেটারই সেভাবে রান করতে পারছেন না। বুধবার (২১ মে) মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 'ভার্চুয়াল এলিমিনেটর' খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস। কিন্তু, অনুশীলন করার সময় দলের তারকা ব্যাটার কেএল রাহুলই এবার মারাত্মক চোট পেলেন।

MI vs DC Weather Update: বৃষ্টিই বিগড়ে দেবে যাবতীয় 'খেল'! মুম্বই না দিল্লি, কারা যাবে শেষ চারে?

অনুশীলন চলাকালীন চোট পেলেন কেএল রাহুল

Advertisment

দিল্লি ক্যাপিটালস দলের উইকেটকিপার তথা ওপেনিং ব্যটার কেএল রাহুল মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামার আগে অনুশীলন করছিলেন। সেইসময় আচমকাই তিনি চোট পেয়ে যান। টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট থেকে জানতে পারা গিয়েছে, নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন কেএল রাহুল। মুকেশ কুমারের একটি ডেলিভারি তাঁর ডান হাঁটুতে এসে লাগে। এরপর নেট ছেড়ে তিনি বেরিয়ে যান।

Virat Kohli vs KL Rahul: ফের মাথা গরম বিরাটের, এই মারে কি সেই মারে রাহুলকে, তুমুল ঝামেলার Video Viral

বুধবারের গুরুত্বপূর্ণ এই ম্য়াচের আগে রাহুলের চোট দিল্লি শিবিরে অযাচিত আশঙ্কার বার্তা দিচ্ছে। প্লে-অফে উঠতে গেলে আজকের ম্য়াচটা জিততেই হবে দিল্লিকে। এই পরিস্থিতিতে যদি রাহুল খেলতে না পারেন, তাহলে দিল্লির সামনে চ্যালেঞ্জটা আরও কঠিন হয়ে যাবে। কারণ রাহুল ছাড়া তো অন্য কোনও ব্যাটার সেভাবে রান করতে পারছেন না। 

KL Rahul Century: অপমান করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা, অনন্য রেকর্ড গড়ে মুখতোড় জবাব দিলেন রাহুল?

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আদৌ খেলতে পারবেন কেএল রাহুল?

আপাতত দিল্লি ক্যাপিটালস সমর্থকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেএল রাহুল কি আদৌ খেলতে পারবেন? তবে ওই রিপোর্টে যোগ করা হয়েছে যে রাহুলের চোট খুব বেশি গুরুতর নয়। এই পরিস্থিতিতে আগামী ম্য়াচে তিনি অনায়াসেই খেলতে পারবেন। 

KL Rahul Record: IPL-এ নয়া ইতিহাস কেএল রাহুলের, প্রথম ক্রিকেটার হিসাবে অনন্য কীর্তি

অন্যদিকে, টিম ম্য়ানেজমেন্টও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আপাতত দলে চোট-আঘাতের কোনও সমস্যা নেই। তবে শেষপর্যন্ত রাহুল মাঠে নামতে পারেন কি না, সেটাই এখন দেখার। গত ম্য়াচে কেএল রাহুল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ১১২ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছিলেন। দিল্লি আশা করবে যে মুম্বইয়ের বিরুদ্ধেও রাহুলের ব্যাট থেকে এমনই একটি ধামাকাদার ইনিংস দেখতে পাওয়া যাবে।

Delhi Capitals KL Rahul IPL 2025