MI vs DC 2025: ক্রিকেট দুনিয়ায় নয়া ইতিহাস সূর্যকুমারের! প্রথম ভারতীয় হিসাবে ছুঁলেন বিশ্বরেকর্ড

Suryakumar Yadav Record: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে তিনি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান টেম্বা বাভুমার টানা ২৫+ রান করার বিশ্বরেকর্ড ছুঁয়েছেন। বাভুমা ও সূর্য দুজনই টানা ১৩ ম্যাচে ২৫+ রান করেছেন।

Suryakumar Yadav Record: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে তিনি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান টেম্বা বাভুমার টানা ২৫+ রান করার বিশ্বরেকর্ড ছুঁয়েছেন। বাভুমা ও সূর্য দুজনই টানা ১৩ ম্যাচে ২৫+ রান করেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Suryakumar Yadav Record: প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে বিরল কীর্তি সূর্যকুমারের

Suryakumar Yadav Record: প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে বিরল কীর্তি সূর্যকুমারের

MI vs DC IPL 2025: IPL 2025-এ নয়া ইতিহাস গড়লেন সূর্যকুমার যাদব! মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে IPL 2025-এ খেলছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বুধবার (২১ মে) ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে তিনি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান টেম্বা বাভুমার (Temba Bavuma) টানা ২৫+ রান করার বিশ্বরেকর্ড ছুঁয়েছেন। বাভুমা ও সূর্য দুজনই টানা ১৩ ম্যাচে ২৫+ রান করেছেন।

Advertisment

এই ম্যাচে সূর্যকুমার ৪৩ বলে ৭৩ রান* করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ৭টি চার ও ৪টি ছক্কা ছিল, যা মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে ১৮০ রান তুলতে সাহায্য করেছে।

আরও পড়ুন দিল্লির স্বপ্নভঙ্গ করে প্লে-অফে মুম্বাই, জয়ের কৃত্বিত্ব কাদের দিলেন হার্দিক পান্ডিয়া?

IPL 2025-এ সূর্যের দুর্দান্ত ফর্ম

Advertisment

এই সিজনে সূর্যকুমার যাদব ১৩ ম্যাচে মোট ৫৮২ রান করেছেন।

  • তিনি ২৩ মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল শুরু করেছিলেন ২৬ বলে ২৯ রান করে।
  • ২৯ মার্চ গুজরাট টাইটানসের বিরুদ্ধে ২৮ বলে ৪৮ করেছিলেন।
  • ৩১ মার্চ কেকেআরের বিরুদ্ধে ৯ বলে ২৭ রান* করে অপরাজিত ছিলেন।
  • তাঁর প্রথম হাফসেঞ্চুরি (৬৭ রান ৪৩ বলে) আসে ৪ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।
  • এরপর তিনি আরসিবির বিরুদ্ধে ২৮, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪০, এসআরএইচের বিরুদ্ধে ২৬, সিএসকের বিরুদ্ধে ৬৮, এসআরএইচের বিরুদ্ধে ৪০, এলএসজির বিরুদ্ধে ৫৪, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪৮*, গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৩৫ ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭৩* রান করেছেন।

টেম্বা বাভুমার বিশ্বরেকর্ড

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা, যিনি আগামী মাসে লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে দলকে নেতৃত্ব দেবেন, তিনি ২০১৯ ও ২০২০ সালে ১৩ টি-টোয়েন্টি ম্যাচে ধারাবাহিকভাবে ২৫+ রান করেছিলেন। তাঁর পারফরম্যান্স ছিল: ৫২ (৩৭), ১০৪ (৬৩), ৪৯ (৪৩), ২৭* (২৩), ৩৮ (১৫), ৩৩ (২৪), ৬২ (৪২), ২৭ (৩১), ৩৫ (৩০), ৩৭ (৩০), ৪৩ (২৭), ৩১ (২৯), ও ৪৯ (২৪)**, যা বিশ্বরেকর্ড হয়ে রয়েছে।

আরও পড়ুন দেশের স্বার্থে শরীর জলাঞ্জলি, এখন অপারেশন ছাড়া উপায় নেই রোহিতের!

Temba Bavuma IPL 2025 Suryakumar Yadav