/indian-express-bangla/media/media_files/2025/05/22/A5FIkVJSCLVLxWYm3iuu.jpg)
ভারতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা
Rohit Sharma: বিগত কয়েক বছর ধরেই রোহিত শর্মার ফিটনেস নিয়ে একাধিক সমালোচনা হয়েছে। অনেকে তো আবার বলতে শুরু করেছেন যে এই ফিটনেস সমস্যার কারণেই নাকি টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সম্প্রতি একটি সূত্র মারফৎ জানতে পারা গিয়েছে, গত ৫ বছর ধরে রোহিত নাকি হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছেন। কিন্তু, ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) তিন ফরম্য়াটে অধিনায়ক হওয়ার কারণে কিছুতেই তিনি বিশ্রামের সুযোগ পাচ্ছিলেন না। আর সেকারণে নাকি গত ১২ মাসের মধ্যে জোড়া ফরম্য়াট থেকে তিনি অবসরের কথা ঘোষণা করেন।
এবার ফিটনেস সংক্রান্ত যাবতীয় সমস্যা দুর করতে চান রোহিত
এবার রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে শুধুমাত্র একদিনের ক্রিকেটই খেলবেন। ২০২৭ সালে আয়োজিত ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপকেই তিনি পাখির চোখ করে এগোতে চান। আর সেকারণেই নাকি বাঁ-পায়ের হ্যামস্ট্রিং পেশির অপারেশন করাতে চান হিটম্য়ান। ইনসাইড স্পোর্টসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হলেই রোহিত শর্মা হাসপাতালে ছুটবেন। গত কয়েকমাস ধরে অনেকেই বলছেন যে বড় রানের ইনিংস উপহার দিতে পারছেন না রোহিত শর্মা। এক্ষেত্রে সিংহভাগ দায়ী তাঁর হ্যামস্ট্রিং পেশির এই চোট। আর এই চোটের কারণেই দ্রুত নিজের পা নাড়াচাড়া করতে পারেন না রোহিত।
Rohit Sharma: বিশ্রামই কাল হল রোহিতের? মুস্তাফিজুরের সামনে 'অসহায়' হিটম্য়ান
অপর একটি সূত্র ক্রিকব্লগারকে জানিয়েছে, 'যদি রোহিত শর্মা ২০২৭ বিশ্বকাপ খেলতে চান, তাহলে এটাই অপারেশন করিয়ে নেওয়ার একেবারে সঠিক সময়। ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়ার কারণে বিগত কয়েকবছর ধরেই রোহিত এই অপারেশনটা করাতে পারছেন না। তবে আপাতত ও নিশ্চিন্তে এই সমস্যার সমাধান করতে পারবে।'
Rohit Sharma: ফ্যানের আবদারে মেজাজ হারালেন রোহিত! মারতে গেলেন ঘুসি! Viral Video ঘিরে হইচই
সেরে ওঠার জন্য রয়েছে অগাধ সময়
এখনই ৫০ ওভারের ক্রিকেট খেলতে নামছে না ভারতীয় ক্রিকেট দল। সেক্ষেত্রে রোহিত শর্মার হাতে সেরে ওঠার জন্য যে অগাধ সময় রয়েছে, তা বলা যেতেই পারে। ২০১৬ সালের নভেম্বর মাসে রোহিত শর্মার একটি অপারেশন হয়েছিল। সেইসময় তাঁর সেরে উঠতে ৩ মাস সময় লেগেছিল। সেকারণে আশা করা হচ্ছে, এবারও অপারেশনের পর রোহিতের সম্পূর্ণ সুস্থ হতে ৩-৪ মাস সময় লাগবে।
আগামী অগাস্ট মাসে বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ওয়ানডে সিরিজ খেলার কথা। কিন্তু, এই সফরে ভারতীয় ক্রিকেট দল খেলতে যাবে কি না, তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। কারণ বাংলাদেশ সরকারের একজন উচ্চপদস্থ আধিকারিক সম্প্রতি ভারতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এরপর ভারত পরবর্তী ওয়ানডে ম্য়াচ খেলতে নামবে ২০২৫ এশিয়া কাপের আসবে। ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে এই টুর্নামেন্টের ভবিষ্যতও আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে। এরপর আগামী অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া।
অর্থাৎ ২০২৫ আইপিএল টুর্নামেন্ট শেষ হওয়ার পর রোহিত শর্মার হাতে বেশ খানিকটা ফাঁকা সময় থাকবে। সেইসময় তিনি নিশ্চিন্তে এই অপারেশনটা করিয়ে ফেলতে পারবে। আন্তর্জাতিক টি-২০ এবং টেস্ট ফরম্য়াট নিয়ে আপাতত রোহিতকে মাথা না ঘামালেও চলবে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই হিটম্য়ান আপাতত যাবতীয় পরিকল্পনা করবেন। এই লক্ষ্য়ে তিনি কতটা সফল হন, সেটাই আপাতত দেখার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us