IPL 2025: দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে চরম টেনশনে হার্দিক, জেনে নিন গোটা ঘটনাটি

Mumbai Indians vs Punjab Kings: রবিবার চলতি আইপিএল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্য়াচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স।

Mumbai Indians vs Punjab Kings: রবিবার চলতি আইপিএল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্য়াচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স।

author-image
IE Bangla Sports Desk
New Update
Hardik Pandya (7)

মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া

IPL 2025: ২০২৫ আইপিএল টুর্নামেন্টে রবিবার (১ জুন) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্য়াচ আয়োজন করা হচ্ছে। খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং পঞ্জাব কিংস (Punjab Kings)। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) এই ম্য়াচের আয়োজন করা হবে। এলিমিনেটর পর্বে মুম্বই ইন্ডিয়ান্স ২০ রানে গুজরাট টাইটান্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্য়াচের টিকিট কনফার্ম করেছিল।

Advertisment

অন্যদিকে, প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হারতে হয়েছিল পঞ্জাব কিংসকে। আর সেকারণেই শ্রেয়স আইয়ারের দলকে এবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্য়াচ খেলতে হবে। তবে এই ম্য়াচ খেলতে নামার আগে মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) একটি বিশেষ কারণে ভয় পাচ্ছেন।

GT vs MI Highlights, IPL Match Today: লজ্জার হার গুজরাটের, দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই বনাম পঞ্জাব

Advertisment

কেন চাপ বাড়ল মুম্বই ইন্ডিয়ান্সের উপরে?

আসলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের রেকর্ডই চাপে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্সকে। এই স্টেডিয়ামে মুম্বইয়ের রেকর্ড যথেষ্ট খারাপ। ২০১৪ সালে শেষবার তারা এই মাঠে জয়লাভ করেছিল। এখনও পর্যন্ত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স ৬ ম্য়াচ খেলেছে। এরমধ্যে পাঁচটাই তারা হেরে গিয়েছে। গত ১১ বছর ধরে অহমেদাবাদে কোনও ম্যাচ জিততে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। কোথাও না কোথাও এই মাঠ যে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে 'আনলাকি', তা বলা যেতেই পারে।

Hardik Pandya Injury: ফাটল কপাল, বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন হার্দিক! হামলা চালাল কে?

তবে আরও একবার আইপিএল টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স এই মাঠেই খেলতে নামছে। এই ম্যাচটা মুম্বই যে কোনও মূল্যে জিততে চাইবে। অন্যদিকে, পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়লাভ করে হার্দিক পান্ডিয়া এই রেকর্ডটা বদলাতে চাইবেন।

Hardik Pandya: হার্দিক পান্ডিয়ার এক একটা জামার দাম কত জানেন? শুনলেই মাথা ঘুরবে

এই মরশুমেও হারিয়ে দিয়েছিল গুজরাট টাইটান্স

এই মরশুমে শেষবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এই মাঠে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্য়াচে ৩৬ রানে পরাজিত হয়েছিল হার্দিক পান্ডিয়ার দল। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান করেছিল। এরপর টার্গেট তাড়া করতে নেমে হার্দিকরা ২০ ওভারে ১৬০ রানই করতে পারে। এই ম্য়াচে গুজরাট টাইটান্সের হয়ে পেস বোলার প্রসিদ্ধ কৃষ্ণা দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন। তিনি ২ উইকেট শিকার করে।

Top 5 Reasons Gujarat Titans Elimination: এই ৫ ভুলেই সব শেষ! আইপিএল থেকে বিদায় গুজরাট টাইটান্সের

তবে এলিমিনেটর ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্স অবশ্য এই গুজরাটকেই হারিয়ে দিয়েছিল। এই ম্য়াচে দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করেন রোহিত শর্মা। বিধ্বংসী ব্যাটিং করে রোহিত মাত্র ৫০ বলে ৮১ রানের ইনিংস উপহার দিয়েছিলেন। সেকারণে তাঁর হাতেই প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়েছিল।

Mumbai Indians Hardik Pandya Punjab Kings IPL 2025 Narendra Modi Stadium