/indian-express-bangla/media/media_files/2025/04/22/7q8GK3hceNSw6FVAA8sR.jpg)
রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক সঞ্জু স্য়ামসন
Sanju Samson Latest News: আগামী বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে মহাযুদ্ধ। কিন্তু, এই ম্য়াচেও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) তাদের অধিনায়ক সঞ্জু স্যামসনকে পাচ্ছে না। ম্য়াচটি বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে আয়োজন করা হবে। দলের সঙ্গে নাকি বেঙ্গালুরুও যাবেন না সঞ্জু! আর এখানেই সন্দেহের একটা কাঁটা সমর্থকদের মনে ক্রমশ বিঁধতে শুরু করেছে। আদৌ চোট রয়েছে তো সঞ্জু স্যামসনের নাকি চোটের বাহানায় অন্য় কোনও গল্প লুকানো হচ্ছে?
কী বলা হয়েছে দলের তরফে?
ম্যাচের আগে দলের পক্ষ থেকে একটি সাংবাদিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, 'আগামী বৃহস্পতিবার ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2025) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে আমরা খেলতে নামব। কিন্তু, রাজস্থান রয়্যালস স্কোয়াডের সঙ্গে বেঙ্গালুরু যাচ্ছেন না সঞ্জু স্যামসন। গত সপ্তাহে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ও চোট পেয়েছিল। সেই চোট এখনও সম্পূর্ণ সারিয়ে উঠতে পারেনি।'
ইতিপূর্বে, জয়পুরে আয়োজিত লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও খেলতে পারেননি সঞ্জু স্যামসন। ওই ম্য়াচের আগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাট করার সময় তাঁর তলপেটে চোট লেগেছিল।
Sanju Samson Record: লজ্জার রেকর্ডে নাম লেখালেন স্যামসন, ঘরের মাঠেই হলেন 'বেইজ্জত'!
এরপর দিল্লির বিরুদ্ধে আর ব্যাট করতে পারেননি স্যামসন। রিটায়ার্ড হার্ট হয়ে ডাগ আউটে ফিরে আসেন তিনি। মাঠ ছাড়ার আগে ৩১ রানে ব্যাট করছিলেন সঞ্জু। যদিও এই ম্য়াচে রাজস্থান রয়্যালস ৯ রানে হেরে যায়। শেষ ওভারে বল করতে এসে মিচেল স্টার্ক মাত্র ৮ রান দিয়েছিলেন। সেকারণে ম্য়াচটা সুপার ওভার পর্যন্ত গড়িয়েছিল। শেষপর্যন্ত রাজস্থানের গ্রাস থেকে দিল্লি ক্যাপিটালস ম্য়াচটা ছিনিয়ে নেয়।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও অবশ্য রাজস্থান রয়্যালসের দূর্ভাগ্য পিছু ছাড়েনি। শেষ ৬ বলে রাজস্থান ৯ রান তাড়া করতে পারেনি। এই ম্য়াচে আভেশ খান ৯ রান বাঁচিয়ে দেন। দুটো ম্য়াচেই রাজস্থানের হয়ে ব্যাট করছিলেন ধ্রুব জুরেল এবং শিমরন হেটমায়ার।
ওই বিবৃতিতে বলা হয়েছে, 'রাজস্থান রয়্যালস অধিনায়ক ক্রমশ সুস্থতার দিকে এগোচ্ছেন। আপাতত ওঁকে জয়পুরে রেখে দেওয়া হচ্ছে। রাজস্থান রয়্যালসের নির্বাচিত চিকিৎসকদের অধীনেই থাকবেন তিনি। রিহ্যাব প্রক্রিয়ার জন্যই ওঁকে স্কোয়াডে আপাতত রাখা হয়নি।' ফলে একটা বিষয় স্পষ্ট যে এখানে সম্পর্কের ফাটলের কোনও সম্ভাবনাই নেই। ইতিপূর্বে, অনেকেই বলছিলেন যে সঞ্জুর খারাপ ব্যাটিং পারফরম্য়ান্স দেখে রাজস্থান রয়্যালস দলের কোচ রাহুল দ্রাবিড় রীতিমতো বিরক্ত হয়ে গিয়েছেন। তাঁর নির্দেশেই নাকি অধিনায়ককে দল থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও এই জল্পনার কোনও বাস্তব ভিত্তি অবশ্য নেই।
যাইহোক, আগামী বৃহস্পতিবার রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেবেন দলের সহ অধিনায়ক রিয়ান পরাগ।