RCB signs Tim Seifert from PSL Karachi Kings: বিরতির পর IPL 2025 শুরু হওয়ার পর বেশিরভাগ ম্যাচ দেখে মনে হয়েছে, কিছুই যেন বদলায়নি। না কোনও খেলোয়াড় ছিটকে গেছেন, না নতুন কেউ দলে যোগ দিয়েছেন। তবে প্লে-অফ শুরু হতেই অনেক কিছু পাল্টে যাবে। বিশেষ করে নকআউট ম্যাচগুলোর জন্য দলগুলো ইতিমধ্যেই নিজেদের রিপ্লেসমেন্ট খুঁজে নিয়েছে। এই তালিকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) তাঁদের ফর্মে থাকা এক ব্যাটারের বদলে এমন এক ব্যাটারকে দলে নিয়েছে, যিনি যে কোনও বোলারের ত্রাস। তাঁর ব্যাটে শুধুই চার-ছক্কার ফুলঝুরি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইংল্যান্ডের অলরাউন্ডার জ্যাকব বেথেলের জায়গায় নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার টিম সিফার্টকে দলে নিয়েছে। ইংল্যান্ডের এই অলরাউন্ডার ২৩ মে SRH-এর বিপক্ষে ম্যাচ খেলে তাঁর জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এবং সেইসঙ্গে বেঙ্গালুরু দল থেকেও বিদায় নেবেন। ইতিমধ্যেই RCB IPL 2025-এর প্লে-অফের জন্য কোয়ালিফাই করে ফেলেছে এবং লিগ পর্বে এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে।
আরও পড়ুন লেটার মার্কস না ডাঁহা ফেল? আইপিএল প্লে-অফে মার্কশিট কেমন আরসিবি-র?
RCB ম্যানেজমেন্ট জানিয়েছে যে, বেথেল SRH-এর বিরুদ্ধে ম্যাচ পর্যন্তই দলে থাকবেন। তিনি IPL 2025-এ এখন পর্যন্ত দুইটি ম্যাচ খেলেছেন এবং ৬৭ রান করেছেন। অন্যদিকে নিউজিল্যান্ডের উইকেটকিপার টিম সিফার্ট PSL, ILT20, BBL, CPL, ভিটালিটি ব্লাস্ট, LPL এবং IPL-সহ একাধিক T20 লিগে খেলেছেন। সম্প্রতি তিনি PSL 10-এ করাচি কিংসের হয়ে খেলেছেন, তবে এখন তিনি করবিন বোশ এবং মিচেল ওয়েনের মতো IPL 2025-এ খেলার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের দাবি, সিফার্টের বড় শট খেলার ক্ষমতার একজন বড় ভক্ত ছিলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং তাঁর ইচ্ছাতেই সিফার্টকে দলে নেওয়া হয়েছে।
আরও পড়ুন ৬ ফুট ৮ ইঞ্চির দৈত্য এবার IPL-এ, ঘাতক পেসারকে দলে নিল বিরাটদের RCB
সিফার্টের দুর্দান্ত পরিসংখ্যান
RCB-এর হয়ে ২ কোটি টাকায় দলে আসা টিম সিফার্ট T20 ক্রিকেটে এক চেনা নাম। আইপিএলে তিনি এর আগে ২০২১ এবং ২০২২ সালে যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন, যেখানে তিনি ১ ও ২টি ম্যাচে অংশ নিয়েছিলেন। T20 ক্রিকেটে তাঁর পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যায়, এখন পর্যন্ত তিনি ২৬২টি ম্যাচ খেলেছেন এবং ২৭.৬৫ গড়ে ৫৮৬২ রান করেছেন। এই সময়ে তাঁর ব্যাট থেকে এসেছে ৩টি সেঞ্চুরি ও ২৮টি হাফ-সেঞ্চুরি। T20-তে সিফার্টের স্ট্রাইক রেট ১৩৩.০৭। বর্তমানে তিনি PSL-এ করাচি কিংসের হয়ে খেলছেন এবং আশা করা হচ্ছে RCB-এর শেষ লিগ ম্যাচের আগেই তিনি দলের সঙ্গে যুক্ত হবেন।