Jasprit Bumrah vs Virat Kohli: বুমরা-কে ঠেকাতে কোন ছক? একনম্বর বোলারের জন্য কোহলিকে বিশেষ দায়িত্ব আরসিবির

IPL 2025, RCB vs MI match: বুমরার প্রাক্তন সতীর্থ টিম ডেভিড ফাঁস করেছেন, কোন ছকে একনম্বর বোলারকে ঠেকাতে চাইছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

IPL 2025, RCB vs MI match: বুমরার প্রাক্তন সতীর্থ টিম ডেভিড ফাঁস করেছেন, কোন ছকে একনম্বর বোলারকে ঠেকাতে চাইছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli-Jasprit Bumrah: বিরাট কোহলি ও জসপ্রীত বুমরা

Virat Kohli-Jasprit Bumrah: বিরাট কোহলি ও জসপ্রীত বুমরা। (ছবি- টুইটার)

Royal Challengers Bengaluru vs Mumbai Indians at Wankhede Stadium: আরসিবি ম্যাচে মুম্বই ইন্ডিয়ানস দলে ফিরছেন জসপ্রীত বুমরা। সম্ভবত মুম্বই ইন্ডিয়ান্সের একনম্বর বোলার এদিন বোলিং ওপেন করবেন। অর্থাৎ, প্রাথমিকভাবে বুমরাকে সামলাতে হবে আরসিবি (RCB)-র দুই ওপেনার বিরাট কোহলি ও ফিল সল্টকে। ভারতের তথা বিশ্বের একনম্বর বোলার বুমরা কতটা ভয়ংকর, তা ব্যাটসম্যান মাত্রেই জানেন। ভারতীয় দলে বুমরার সতীর্থ বিরাট কোহলির তো সেকথা অজানা থাকারই কথা নয়। সুতরাং, আজকের ম্যাচে কীভাবে কোহলি আর সল্ট বুমরাকে সামলান, সেই দ্বৈরথ দেখার অপেক্ষায় থাকবেন দর্শকরা।

Advertisment

পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই দলে ইতিমধ্যেই বুমরা যোগ দিয়েছেন। তিনি এনসিএ (জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি) থেকে ফিটনেস সার্টিফিকেটও পেয়েছেন। বুমরাকে ছাড়াই এমআই চলতি মরশুমে এখনও পর্যন্ত চার ম্যাচে মাত্র একটিতে জিতেছে। এবার তাদের বোলিং আক্রমণের নেতা ফিরে আসায় জয়ের সংখ্যা বাড়বে বলেই আত্মবিশ্বাসী মুম্বইয়ের কর্তা থেকে সমর্থক, সকলেই। এমআই কোচ মাহেলা জয়বর্ধনে স্পষ্ট বলেছেন, 'বুমরা যে সব ফরম্যাটের সেরা বোলার, এনিয়ে কোনও সন্দেহ নেই। শনিবার রাতেই ও এমআই ক্যাম্পে যোগ দিয়েছে। নেট অনুশীলন করেছে।' অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ম টেস্ট ম্যাচের পর থেকে বুমরা কোমরের চোটের জন্য খেলার বাইরে। এই ম্যাচ দিয়েই তিনি প্রায় চার মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন।    

এই পরিস্থিতিতে ভয় পেতে নারাজ আরসিবিও। দলের তারকা টিম ডেভিড গত মরশুমে বুমরার সঙ্গেই ড্রেসিংরুম ভাগ করে নিয়েছিলেন। তিনি স্বীকার করে নিয়েছেন যে, বুমরা মাঠে নামায় আরসিবি কিছুটা হলেও চাপে থাকবে। একইসঙ্গে অবশ্য ডেভিড জানিয়েছেন, তাঁদের দলের খেলোয়াড়রা বুমরাকে ভয় পেতে নারাজ। ফিল সল্ট ও বিরাট কোহলিকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তাঁরা প্রথম থেকেই বুমরাকে ৪, ৬ হাঁকাতে পারেন। এই প্রসঙ্গে ডেভিড বলেন, 'এটা ঠিকই যে বুমরা অন্যতম সেরা বোলার। তবে, টুর্নামেন্টে ভালো ফল করতে হলে আমাদেরকেও সেরা খেলোয়াড়দেরকেই হারাতে হবে। সোমবার রাতে বুমরাই হয়তো মুম্বইয়ের বোলিং ওপেন করবে। কিন্তু, সেটা ৪ বা ৬ হতে পারে। ফিল সল্ট বা কোহলিকে তেমন দায়িত্বই দেওয়া হয়েছে।' 

আরও পড়ুন- বিরাটের বিরুদ্ধে আদৌ খেলবেন বুমরা-রোহিত? মুম্বইয়ের প্রথম একাদশ নিয়ে বাড়ছে ধোঁয়াশা

Advertisment

তবে, দায়িত্ব পেলেও বুমরার ইয়র্কার কতটা সামলাতে পারবেন ফিল সল্ট বা বিরাট কোহলি? ডেভিড আশাবাদী যে পারবেন। পাশাপাশি, এই প্রসঙ্গে তিনি নিজের ব্যাপারেও কথা বলেছেন। ডেভিড বলেছেন, 'বুমরার বল সামলাতে আমাকে ফুটওয়ার্ক বদলাতে হবে। বড় খেলোয়াড়দের বিরুদ্ধে ভালো খেলতে হলে অনেক কিছুই করতে হয়। আমিও বুমরার বল ফুটওয়ার্ক বদলেই খেলব।' 

Indian Premier League (IPL) Mumbai Indians RCB Jasprit Bumrah