IPL 2025 RR vs RCB: IPL 2025-এর ২৮তম ম্যাচে রাজস্থান রয়্যালস (RR) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) খেলায় অদ্ভূত ঘটনার সাক্ষী রইলেন দর্শকরা। আরসিবি-র অধিনায়ক রজত পাটিদার টস জিতে বল করার সিদ্ধান্ত নেন এবং রাজস্থানকে প্রথম ব্যাট করতে পাঠান। রাজস্থানের ব্যাটিংয়ের সময় একটি অবাক করা ঘটনা ঘটেছে। আসলে, ১৬তম ওভারের শেষ বলতে যশস্বী জয়সওয়াল আউট হয়ে যান। তারপরে শিমরন হেটমায়ার (Shimron Hetmyer) ব্যাট করতে আসেন। কিন্তু মাঠে নামার সঙ্গে সঙ্গেই আম্পায়ার তাঁকে ডেকে তাঁর ব্যাট পরীক্ষা করতে শুরু করেন। ব্যাটটি ভাল করে দেখার পরেই তাঁকে খেলার অনুমতি দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হল, লাইভ ম্যাচে আম্পায়ার এমন কেন করলেন?
ব্যাট পরীক্ষা করার কারণ
আইপিএলে এমন ঘটনা খুবই বিরল যেখানে ম্যাচের সময় মাঠে কোনও ব্যাটসম্যানের ব্যাট পরীক্ষা করা হয়। তাই ঘটনাটি সঙ্গে সঙ্গেই আলোচনার বিষয় হয়ে ওঠে। আম্পায়ারকে ব্যাট পরীক্ষা করতে দেখে শিমরন হেটমায়ারও অবাক হয়ে হেসে ফেলেন। হিন্দি ধারাভাষ্যের বক্সে বসে থাকা আকাশ চোপড়া এবং সঞ্জয় বাঙ্গার এই বিষয়ে বিস্তারিত জানান। তাঁদের মতে, আম্পায়ার একটি যন্ত্রের সাহায্যে ব্যাটের প্রস্থ পরীক্ষা করছিলেন, যাতে জানা যায় যে ব্যাটটি নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যবহৃত হচ্ছে কিনা। কারণ ব্যাট বেশি চওড়া হলে ব্যাটসম্যান সুবিধা পেতে পারেন।
কমেন্টেটরদের মতে, আগে ড্রেসিং রুমে ব্যাট পরীক্ষা করা হত। কিন্তু বর্তমানে ব্যাটসম্যানরা একাধিক ব্যাট ব্যবহার করেন এবং ম্যাচের সময় অন্য ব্যাট নিয়ে নামতে পারেন। তাই এখন সরাসরি মাঠে ব্যবহৃত ব্যাট পরীক্ষা করা হয়। ব্যাট বেশি চওড়া হলে ব্যাটসম্যান সুবিধা পেতে পারেন। উল্লেখ্য, হেটমায়ার এই ম্যাচে ৮ বলে ৯ রান করেন এবং শেষ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে আউট হন।
আরও পড়ুন 'ওটা আমার জায়গা', মাঠেই লেগে গেল বুমরাহ-নায়ারের! ছুটে এলেন হার্দিক, দেখুন গনগনে ভিডিও
পাডিক্কালের ব্যাটও পরীক্ষা করা হয়
ম্যাচ চলাকালীন শুধুমাত্র হেটমায়ার নন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটসম্যান দেবদত্ত পাডিক্কলের (Devdutt Padikkal) ব্যাটও পরীক্ষা করা হয়। দ্বিতীয় ইনিংসে ফিল সল্ট আউট হলে যখন তিনি মাঠে নামেন, তখন অন-ফিল্ড আম্পায়ার তাঁর ব্যাটের প্রস্থ পরীক্ষা করেন। এরপর তাঁকে খেলার অনুমতি দেওয়া হয়।
অন্যদিকে, বেঙ্গালুরু এই ম্যাচে বড় জয় পেয়েছে। রাজস্থান প্রথমে ব্যাট করে ১৭৪ রানের টার্গেট রাখে। আরসিহি এই টার্গেট মাত্র ২ উইকেটের বিনিময়ে এবং ১৫ বল বাকি থাকতে পূরণ করে নেয়।
আরও পড়ুন লজ্জার রেকর্ডে নাম লেখালেন স্যামসন, ঘরের মাঠেই হলেন 'বেইজ্জত'!