/indian-express-bangla/media/media_files/2025/05/07/bJbl5xGnEGTbAnj9BG1L.jpg)
অপারেশন সিন্দুরের পর আইপিএল আপডেট
Operation Sindoor Update: গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) চালানো হয়েছে, এবার তার যোগ্য জবাব দিল ভারতীয় বায়ুসেনা। মঙ্গলবার গভীর রাতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান এবং PoK অঞ্চলে ৯ জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। ভারতের এই জবাবের পর দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা অনেকটাই বেড়ে গিয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট (IPL 2025) নিয়ে বড়সড় আপডেট দিল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সূত্র 'ইন্ডিয়া টুডে'-কে জানিয়েছে, আপাতত আইপিএল সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না। যদিও গোটা পরিস্থিতির উপর ভারতীয় ক্রিকেট বোর্ড কড়া নজর রেখেছে।
Operation Sindoor: ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের কালো মেঘ! বন্ধ হয়ে যাবে IPL টুর্নামেন্ট?
২০২৫ আইপিএল টুর্নামেন্টে ৭৪ ম্য়াচের মধ্যে এখনও পর্যন্ত ৫৬ ম্য়াচ খেলা হয়েছে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্লে-অফের লড়াইও। এই বছর আইপিএল টুর্নামেন্ট আগামী ২৫ মে পর্যন্ত চলবে। ৫৬ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে ১ নম্বরে দাঁড়িয়ে রয়েছে গুজরাট টাইটান্স। ১১ ম্য়াচের মধ্যে আটটাতেই তারা জয়লাভ করেছে।
ইন্ডিয়া টুডে'র ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 'গোটা বিষয়টার উপর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নজর রাখছে। পরিস্থিতি বিচার করেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আপাতত আইপিএল টুর্নামেন্ট নির্দিষ্ট সূচি অনুসারেই আয়োজন করা হবে।'
কী জানিয়েছিলেন অরুণ ধুমাল?
মঙ্গলবার ইন্ডিয়া টুডে-কে দেওয়া একটি ইন্টারভিউয়ে আইপিএল চেয়ারম্য়ান অরুণ ধুমাল জানিয়েছিলেন, 'সরকারের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে বিসিসিআই। দরকার হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, গোটা পরিস্থিতির উপর আইপিএল গভর্নিং কাউন্সিল নজর রাখছে। ইতিমধ্যে একাধিক গুজব ছড়াতে শুরু করেছে। এই ব্যাপারে এখনই কিছু বলা সম্ভব হবে না। কিন্তু, যখনই মনে হবে যে এবার দেশের জন্য কিছু করা দরকার, ঠিক তখনই সরকার এবং দেশের পাশে দাঁড়াবে বিসিসিআই।
চিন্তার কোনও কারণ নেই, সেনাবাহিনীর উপর ভরসা আছে: গাভাসকার
মঙ্গলবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটার সুনীল গাভাসকার বলেছিলেন, ভারতের নিরাপত্তা নিয়ে কোনও বিদেশি ক্রিকেটার কিংবা ধারাভাষ্যকারকে একটাও কথা বলতে শোনেননি। ব্যাপারটা নিয়ে কেউ চিন্তাও করছেন না। আইপিএল একেবারে নির্দিষ্ট সূচি অনুসারেই হবে। গাভাসকারের কথায়, 'আমি একথা একেবারেই মনে করি না যে আইপিএল টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া হবে। আমার বিশ্বাস ভারত যথেষ্ট নিরাপদ হাতেই রয়েছে। দেশের সশস্ত্র সেনাবাহিনীর উপর আমার সম্পূর্ণ ভরসা রয়েছে।'