/indian-express-bangla/media/media_files/2025/05/07/OkyV7QPh0vLogWW2vLq9.jpg)
অপারেশন সিন্দুরের প্রশংসায় পঞ্চমুখ সঞ্জীব গোয়েঙ্কা
Mohun Bagan Super Giants: মঙ্গলবার গভীর রাতে (৭ মে) পাকিস্তানের উপর এয়ার স্ট্রাইক চালাল ভারতীয় সেনাবাহিনী। ভারতের বায়ুসেনা পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরে ঢুকে 'অপারেশন সিন্দুর' (Operation Sindoor) অভিযান চালিয়েছে।
এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরের জঙ্গি ঘাঁটি ধ্বংস করা। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা (pahalgam terror attack) চালানো হয়েছিল। এই ঘটনায় ২৬ নিরাপরাধ পর্যটক প্রাণ হারিয়েছিলেন। এই হামলার জবাবই এবার দিতে শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী।
অপারেশন সিন্দুরকে সমর্থন মোহনবাগানের
এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে গোটা দেশ। জঙ্গিবাদ নিকেশ করার পক্ষে গর্জন করছেন সকলেই। ইতিমধ্যে মোহনবাগান সুপার জায়ান্ট ক্লাবের পক্ষ থেকে দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার একটি টুইট শেয়ার করা হয়েছে।
Terror will never triumph. India stands resolute and united in the fight against terrorism. Wishing safety and success for our brave armed forces. #OperationSindoorpic.twitter.com/GklIAljc9f
— Dr. Sanjiv Goenka (@DrSanjivGoenka) May 7, 2025
'ভারতীয় জওয়ানরা যেন সুরক্ষিত থাকে'
সঞ্জীব গোয়েঙ্কা লিখেছেন, 'সন্ত্রাসবাদ কখনই জিততে পারে না। গোটা ভারত আজ একত্রিত হয়েছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, ভারতের প্রত্যেকটা জওয়ান যেন সুরক্ষিত থাকে।'
বন্ধ রাখা হয়েছে বিমান পরিষেবা
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, 'অপারেশন সিন্দুর'-এর মূল উদ্দেশ্য হল পাকিস্তানে অবস্থিত লস্কর-ই-তইবার হেড অফিস ধ্বংস করা। পাকিস্তানের উপর ভারতের এই এয়ার স্ট্রাইকের মধ্যেই এয়ার ইন্ডিয়া যাত্রীদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা জারি করেছে। জানিয়ে দেওয়া হয়েছে, বুধবার দুপুর ১২টা পর্যন্ত যাবতীয় বিমান বাতিল করা হবে। উত্তর ভারতের প্রত্যেকটা বিমানবন্দর আপাতত বন্ধ থাকবে।
আইপিএল নিয়ে অনিশ্চয়তা তুঙ্গে
মঙ্গলবার রাতে মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্সের মধ্যে ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলতি আইপিএল টুর্নামেন্টের ৫৬ তম ম্যাচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে গুজরাট শেষপর্যন্ত ৩ উইকেটে জয়লাভ করে। এই ম্য়াচ শেষ হওয়ার কয়েকঘণ্টার মধ্যেই ভারতীয় সেনাবাহিনী PoK-তে এয়ারস্ট্রাাইক করে। এরপর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। আর ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেলে আদৌ কি আইপিএল টুর্নামেন্ট চালানো সম্ভব হবে?
এই পরিস্থিতিতে BCCI-কে কার্যত বাধ্য হয়েই আইপিএল টুর্নামেন্ট বন্ধ করতে হতে পারে। এখনও পর্যন্ত যদিও এই ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। কিন্তু আশঙ্কা করা হচ্ছে, যে কোনও মুহূর্তে বড় সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।