/indian-express-bangla/media/media_files/2025/04/23/UEPLOWPQbnA0h6E3iBD1.jpg)
Ishan Kishan Dismissal: IPL 2025-এ বুধবার ঈশান কিশান কোনও রকম ‘আউট’ না হয়েও প্যাভিলিয়নে ফিরে গেলেন
Ishan Kishan SRH vs MI: কথায় আছে, "যখন সময় খারাপ যায়, তখন উটের পিঠে বসা মানুষকেও কুকুর কামড়ে দেয়।" বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে ঈশান কিশানকে প্যাভিলিয়নে ফিরে যেতে দেখে এমনটাই মনে হল। IPL 2025-এ বুধবার ঈশান কিশান কোনও রকম ‘আউট’ না হয়েও প্যাভিলিয়নে ফিরে গেলেন। আইপিএলের বর্তমান সিজনের শুরুতে ঈশান কিশান একটি সেঞ্চুরি করেছিলেন, কিন্তু তার পরে ৭ ইনিংসে তিনি মাত্র ৩৩ রান করতে পেরেছেন।
সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে বুধবারের ম্যাচে হায়দরাবাদ তাদের প্রথম উইকেট হারিয়েছিল দ্বিতীয় ওভারেই, যখন ট্রেন্ট বোল্টের বলে ট্রাভিস হেড নমন ধীরের হাতে ক্যাচ তুলে দেন। ট্রাভিস হেডের বদলে ঈশান কিশান মাঠে নামেন। কিন্তু, হেডের মতো ঈশান কিশানও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। তবে ঈশানের প্যাভিলিয়নে ফেরা কোনও বোলারের জন্য নয়, বরং তাঁর নিজের ভুলেই হয়েছিল। তিনি মাত্র এক রান করে প্যাভিলিয়নে ফিরে যান।
আরও পড়ুন রাতভর পার্টি, বান্ধবী...! যুবরাজ না থাকলে অকালেই হারিয়েই যেতেন এই তারকা ক্রিকেটার
ঈশান কিশান তৃতীয় ওভারের প্রথম বলেই আউট হন। দীপক চাহারের সেই বলটি তাঁর থাইপ্যাডের কাছ দিয়ে বেরিয়ে যায়। চাহার এবং উইকেটকিপার রিয়ান রিকেলটনন আউটের আবেদন করেন। তবে আপিল ওয়াইড বল আটকানোর জন্যই করা হয়েছিল। এমনকি আম্পায়ারও এতে আউটের ব্যাপারে নিশ্চিত ছিলেন না। আম্পায়ার যখন ওয়াইড বলের ইঙ্গিত দিতে হাত বাড়াতে যাচ্ছিলেন, তখন ঈশান কিশান নিজেই হাঁটতে শুরু করেন।
Fairplay or facepalm? 🤯
— Star Sports (@StarSportsIndia) April 23, 2025
Ishan Kishan walks... but UltraEdge says 'not out!' What just happened?!
Watch the LIVE action ➡ https://t.co/sDBWQG63Cl#IPLonJioStar 👉 #SRHvMI | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar! pic.twitter.com/bQa3cVY1vG
আরও পড়ুন ভয়ঙ্কর দুঃসংবাদে ছারখার কিংবদন্তি ক্রিকেটারের জীবন, নেশায় ডুবে শেষ উজ্জ্বল কেরিয়ার
মনে হয়েছিল, ঈশানের দৃঢ় বিশ্বাস ছিল যে বল তাঁর ব্যাটে লেগেছে। তাঁকে প্যাভিলিয়নের দিকে হাঁটতে দেখে আম্পায়ার আউট ঘোষণা করেন। তবে আম্পায়ারের মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল যে তিনিও ঈশান কিশান আউট কিনা তা নিয়ে নিশ্চিত নন। পরবর্তীতে টিভি রিপ্লেতে দেখা যায় ঈশান কিশান আউট ছিলেন না। বল ব্যাটের কাছে দিয়ে যাওয়ার সময় স্নিকোমিটারে সামান্যতম এজও দেখা যায়নি।